Better life with steem|| The Diary Game || 5th May 2024.

in Incredible India2 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240505_075825.jpg

শনিবার রাত্রে দ্রুত ঘুমাতে যাওয়ার তাড়া থাকে।যদিও সবদিন এটা হয়না।রাত্রে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ অনেক কাশি হচ্ছিল তাই একটু দেরি হয় ঘুমাতে।পরদিন অফিস আছে, কিন্তু কিছু করার ছিল না।সকাল ৬:৪০ নাগাদ ঘুম থেকে উঠে পড়ি।তারপর স্নান সেরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এত সকালে খাবার খেতে ভালো লাগে না।তারপরও জীবনের প্রয়োজনে সেটাও করতে হয়।খাওয়া দাওয়া শেষ করে দেখি এখনো বেশ কিছু সময় হাতে রয়েছে।তাই কিছু সময় বিশ্রাম নিলাম।৭:৪৫ নাগাদ বের হলাম বাসা থেকে।আমার টার্গেট ছিল বাসে বসে কিছু কাজ এগিয়ে নেয়া।কিন্তু এদিন ঘাট পার হতেই ভয় লাগছিল। বাতাসের কারণে নদীর জল ফেঁপে উঠছিল।বেশ ঢেউ হচ্ছিল নদীতে।

IMG_20240505_084431.jpg

বাস স্ট্যান্ডে যাওয়ার পর দেখি ফকিরহাটের কোনো বাস চলছে না।কিছু সময় পর একজনের কাছে জিজ্ঞেস করলাম কি সমস্যা। উনি বলল এ রুটের বাস পরিবহন শ্রমিকরা অবরোধ ঘোষণা করেছে। কি আর করা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করলাম।এই রুট পরিবর্তন করে অন্য রুট দিয়ে ফকিরহাট যাব।একটা ভ্যানযোগে অটো স্ট্যান্ডে পৌঁছালাম।কয়েক মিনিট পরই একটা অটো এলে সেটাতে উঠে পড়লাম।এদিকে কলিগকে ফোন দিচ্ছি কিন্তু সেও ফোন তুলছে না।সব মিলিয়ে ভজকট পরিস্হিতি। আজ অফিসে ও কাজের লোড হবে অনেক।তাই ফকিরহাট নেমে কলিগকে পুনরায় ফোন দিলাম।

IMG_20240505_090112.jpg

কলিগ বলল সে আজ অন্য কাজ থাকায় বেরিয়ে পড়েছে।আমিতো তখন মহাসমুদ্রে পড়লাম মনে হলো।এখান থেকে নির্ধারিত সময়ে অটো করে কখনো পৌঁছে যাওয়া সম্ভব নয়।দ্রুত হেঁটে যাচ্ছিলাম।সামনে দেখলাম লোকজনের জটলা।কাছে যেতেই বুঝলাম আজ হাটবার!সপ্তাহে দুদিন এখানে জমকালো হাট বসে।আর এই হাট মানুষ বিক্রির হাট! ক্রীতদাস প্রথার কথা সবাই কমবেশি জানি।এটা অনেকটা সেই আদলের।এখানে দূর দূরান্ত থেকে শ্রমজীবী মানুষ এসে হাটে বসে নিজেদের শ্রমকে বিক্রি করার জন্য। এই অঞ্চলে এখন ধান কাটার সময়।তাই মহাজন শ্রেণির লোকেরা এই হাট থেকে টাকার বিনিময়ে তাদের বাড়িতে নিয়ে কাজ করায়।

IMG_20240505_095245.jpg

যাইহোক বাজার পেরিয়ে অটোস্টান্ডে পৌছালাম।একটা অটো রিজার্ভ করে বাড়িতে পৌছালাম। বাড়ি থেকে বাইক নিয়ে তারপর আবার অফিসে যেতে হবে।সব মিলিয়ে আমি নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই পৌঁছে গেলাম অফিসে।অফিসে পৌঁছে কাজ আরম্ভ হয়ে গেল।দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেলে কলিগ স্বপন দা আমাকে ডেকে নিয়ে খেতে গেল।তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার কাজ শুরু হলো।আজ নানা ঝামেলায় অফিস থেকে বের হতে রাত ৮ টা বেজে গেল।

IMG_20240505_130749.jpg

বাড়িতে পৌঁছে দেখি রুমে কোথা থেকে জল এসেছে।সেটা পরিস্কার করে স্নান সেরে একটু বিশ্রাম নিলাম।এদিকে ক্ষুধায় অস্হির লাগছে।তাই রাতের খাবার খেয়ে নিলাম।রাতে খাওয়ার পর ছাদে গেলাম গাছগুলোতে জল দিতে।তারপর ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...
 2 months ago 

জোরে হাওয়া বইলে নদীর জল এমন অবস্থা বড় বড় ঢেউ তৈরি হয়। সত্যি বলতে এমন সময়ে নদীতে যেতে আমার খুব ভালো লাগে। আমার মামার বাড়ি যেতে হয় নদী পথে। ছোটবেলায় এজবার মামার বাড়ি যাওয়ার পথে খুব তুফান উঠেছিলো সবাই খুব ভয় পেয়েছিলো। সেদিনের কথা আজও স্পষ্ট মনে ভেসে ওঠে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

নদীতে নৌকায় চড়ার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে ভাই ৷ বাতাসে পানির ঢেউ গুলা অনেক চমৎকার লাগতেছে ৷ তারপর নদী পার হয়ে বাসস্ট্যন্ড চলে আসলেন ৷ তারপর বাড়ি এসে দেখেন রুমে পানি জমেছে সেটা পরিষ্কার করে স্নান করতে চলে গেলেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54