Better life with steem|| The Diary Game || 3rd August 2024.
![]() |
---|
আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে। এদিকে গতকাল মামার বিয়ের শপিং শুরু করলাম কিন্তু মার্কেট বন্ধের কারণে বেশিরভাগ কেনাকাটা বাকী থেকে গেছে। পরিকল্পনা অনুযায়ী আজ মামার প্রি-ওয়েডিং ফটোসেশান ছিল।কিন্তু বৈরী আবহাওয়া ও কেনাকাটা বাকি থাকায় আমরা এটা বাতিল করে দিয়েছিলাম।তাই সকাল সকাল মামা কে ফোন করে খুলনা চলে আসার কথা বললাম।যাইহোক এরপর সকালের খাবার খেয়ে নিলাম।সকালে খাওয়া শেষ করে কিছু সময় মোবাইল ব্রাউজ করে আবারও ঘুমিয়ে গেলাম।
![]() |
---|
দুপুর ১২ টা নাগাদ ঘুৃ ভাঙল মামার ফোনেই।হঠাৎ সে বলল প্রায় পৌঁছে গেছে খুলনা।তখন মেজাজ টা যা খারাপ হয়েছিল না,যাইহোক তড়িঘড়ি করে আমরা বাসা থেকে বের হলাম। আমরা প্রথমে চলে গেলাম বড় বাজার এলাকায় শাড়ির দোকানে।সেখান থেকে আমাদের অনেকগুলো শাড়ি কেনার ছিল।এতক্ষণ চাপ অনুভব না করলেও এখন আস্তে আস্তে চাপ লাগতে লাগল কেনাকাটার ধরনের জন্য। এসব কেনাকাটার দায়িত্ব আমার সহধর্মিণীর উপর এসেছে।কাজেই সে তার মতো করে সব কেনাকাটা আরম্ভ করল।দোকানের সব শাড়ি বের করে সে একটা একটা করে শাড়ি নিল।তবে ওখান থেকেই আমাদের বেশ কয়েকটা শাড়ি নেয়া হয়ে গেল।তাই অন্য দোকানে ঘুরতে হলো না।
![]() |
---|
এদিকে মাম কে আইবুড়ো ভাত খাওয়াতে হবে আজ।মামা কে আগে থেকে কিছু জানানো হয়নি।তাই শপিং এর এই পর্যায়ে আমরা মামাকে নিয়ে শিববাড়ি মোড়ের জেন্টস শোরুমে নিয়ে গেলাম।এক রকম জোর করে তার জন্য কিছু শপিং করা হলো।এদিকে আমাদের অনেকটা কেনাকাটা বাকি।তাই মামা কে নিয়ে দ্রুত বাসায় পৌঁছে গেলাম।সেখানে তড়িঘড়ি করে আইবুড়ো ভাতের প্রোগ্রাম করা হলো। এরপর আমরাও তড়িঘড়ি করে খাওয়া দাওয়া শেষ করে পুনরায় বের হলাম।এবার গন্তব্য নিউমার্কেট। গতদিন বন্ধ ছিল তাই এখানের কেনাকাটা করতে পারিনি।
![]() |
---|
মাত্র ২ মাস আগে ছোট ভাইয়ের বিয়ের কেনাকাটার অভিজ্ঞতা থাকায় আজ আমাদের কম ঝামেলা পোহাতে হচ্ছে। নিউমার্কেটে আমরা ৩ টি দোকান টার্গেট করে এসেছিলাম যে এগুলোর বাইরে অন্য দোকানে যাওয়ারই প্রয়োজন নাই।কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের প্রথম দোকান থেকেই কনের ওয়েডিং শাড়ি দুটি কেনা হয়ে গেল।এরপর আমরা তার জন্য জুতা কিনলাম।এবার মামার জন্য পাঞ্জাবী আর ধুতি কেনার পর্ব শুরু হলো।
![]() |
---|
মামার কেনাকাটার জন্য অনেক বেগ পোহাতে হবে বুঝতে পারছিলাম।বেশ কয়েকটি দোকান থেকে ঘুরে ঘুরে মামার জন্য ২ সেট ধুতি- পাঞ্জাবী কেনা শেষ হলো।এরপর তার জন্য জুতা কিনতেও আমাদের বেশ সময় লাগল।মামার কেনাকাটা শেষ হলে আমরা ধর্মসভা মন্দির এলাকায় চলে গেলাম।সেখান থেকে নতুন মামীর জন্য শাখা,পলা, সিদুর কেনা হলো।এরপর মামার আরও কিছু কেনাকাটা করে বাসায় ফিরলাম।এদিকে দেশের পরিস্থিতি খারাপ,তাই তাকে জোর করলাম বাসায় রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু সে রাজি হলো না।তাই তাকে সব গুছিয়ে একটা অটো ডেকে তুলে দিলাম।
ভিষণ ব্যস্ততার ভিতর দিয়ে কেটে গেল দিনটা।পরের দিন অফিস থাকায় দ্রুত খাওয়া শেষ করে ঘুমাতে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
আপনার দিনটি অনেক ভালো কেটেছে। তবে মামার সাথে ঘোরাফেরা করা এটা খুবই ভালোলাগার একটি সময়। আমার খুবই ভালো লাগে মামার সাথে ঘোরাফেরা করতে। তবে আপনার দিনের কার্যক্রম গুলো খুবই সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।