Better life with steem|| The Diary Game || 31th January 2024.

in Incredible India7 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240131_093936.jpg

আজ আমি দুই দিন আগের সারাদিনের কাটানো সময় কে নিয়ে হাজির হয়েছি।একটু দেরি হয়েছে শেয়ার করতে কিন্তু শেয়ার না করতে পারলে আমার ভালো লাগবে না তাই শেয়ার করা। এদিন গ্রামের বাড়িতে ছিলাম।তাই অফিস সেখান থেকেই করেছি। সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে কিছু সময় পর একজন রস ওয়ালার নাম্বার নিতে ফোন বের করি।কিন্তু ফোনের স্ক্রিন কালো হয়ে ছিল।তাই চেষ্টা না করে তার নাম্বার মনে মনে রেখে রওয়ানা করলাম।অফিসে এসেই ফোন অন করার চেষ্টা চলছে।ফোনের স্ক্রিনে আর আলো আসছেই ন।এত ভয়ানক ক্রাইসিসের মধ্যে এরকম একটা ঝামেলা বেশ ক্ষত সৃষ্টি করল।

IMG_20240131_080920.jpg

সারাদিন সবার থেকে বিচ্ছিন্ন থাকলাম।ঐ সময়ে অনুভব করেছি আমরা কতটা প্রযুক্তির উপর নির্ভরশীল।আসলে বিজ্ঞান আমাদের সবই দিয়েছে বলতে গেলে।আমি এদিন একেবারেই যোগাযোগের বাইরে ছিলাম।আমার যেন সময়ই কাটছিল না। বিকাল হতেই হন্তদন্ত হয়ে খুলনা যাই ফোন ঠিক করতে।প্লান করে গিয়েছিলাম নিউ মার্কেট দিয়ে ফোন ঠিক করব,কিন্তু মঙ্গলবার থাকায় সেদিন আর সম্ভব হয়নি।

IMG_20240131_093930.jpg

এদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। শীতের সময়ে বৃষ্টির ফোটা বড্ডই বিরক্তিকর। সকালে দ্রুত রেডিহয়ে বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশ্যে। রূপসা ঘাট পার হতেই ভালোই বৃষ্টি নামল।বাসে উঠলাম দ্রুত, বাসে বসেই ভাবছিলাম কিছু সময় কাজ করব।কিন্তু ফোন ঠিক করার পরেও আগের মতো নাই।তাই মনটা খারাপ হয়ে গেল।ফকিরহাট নেমে আমি একটা নির্দিষ্ট জায়গায় কলিগের জন্য অপেক্ষা করি।সেখানে পৌঁছাতেই খুব জোরে বৃষ্টি নামল।ওয়াইফ ফোন দিয়ে বলল খুলনাতে ও নাকি খুব বৃষ্টি হচ্ছে। খানিক পরে কলিগ চলে এলো। কলিগ এটুকু আসতেই প্রায় কাক ভেজা অবস্থা।তাকে বললাম বাসায় গিয়ে জামা প্যান্ট পরিবর্তন করে আসতে।

IMG_20240131_105841.jpg

কিছু সময় পর অন্য একজন কলিগ এসে যোগ দিল।সেও অন্য একজনের বাইকে যাবে।এভাবে প্রায় ১০:০০ টা বেজে গেল সেখানেই। অফিসে ফোন দিয়ে দিলাম আমাদের পৌঁছাতে দেরি হবে।এতো বৃষ্টি হচ্ছে দেখে আর বাইকে যাওয়ার সাহস দেখালাম না।অনেক চেষ্টার পর একটা অটো পেলাম।ডুমুরিয়া নামক স্হানে এলে সেটাও বলে আর যাবে না।বাধ্য হয়ে অন্য অটোতে বসলাম।সেটা কিছু সময় পর ছাড়ল।বিপদ যেদিন আসে সব দিক দিয়ে আসে!কিছুদূর যেতেই দেখি একটা বালির মিনি ট্রাক রাস্তার মাঝে নষ্ট হয়ে পড়েছে।

IMG_20240129_122036.jpg

বেশ কিছু সময় পর সেখান থেকে মুক্তি মিলল।এরপর অফিসের সামনে নেমে ঘড়িতে দেখি প্রায় ১১:৪০ বাজে! তারপর অফিস করলাম। সব থেকে মজার ব্যাপার হলো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও ক্লায়েন্ট চলে এসেছে। এরপর অফিসের কাজ শেষ করে বাড়িতে এলাম।বাড়ি যখন আসব তখন আবারও বৃষ্টি নামল। আমি গল্পটা এজন্য শেয়ার করলাম আজ যাতে কষ্টটা আপনাদের বলে একটু নিজেকে সামলাতে পারি। প্রতিদিন এমন হাজারো ঘটনা ঘটে আমাদের মতো মানুষের সাথে।আমাদের না আছে সাদা ঝা চকচকে গাড়ি না আছে বাড়িতে বসে সময় কাটানোর ক্ষমতা। আমাদের সব মেনে নিয়ে এগিয়ে যেতে হয়।

IMG_20240131_201422.jpg

বাড়িতে মা মনসার ঘট পেতে পূজা দিবে।এটাকে রয়ানি বলে আমাদের অঞ্চলে। মা মনসার উপাখ্যান গানে গানে মানুষের সামনে শোনানো হয় এই অনুষ্ঠানে।এটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয়।সেই পূজা উপলক্ষে বাড়ির উঠানে ছোট প্যান্ডেল করছে।সেটা নিয়ে কিছু সময় ডিরেকশন দিলাম এরপর রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম।বাইরে বৃষ্টির শব্দে মনের ভিতর তখন আনন্দই হচ্ছিল আবার এটা ভেবে চিন্তাও হচ্ছিল পরদিন বৃষ্টি হলে কি হবে!!!

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...
 7 months ago 

বৃষ্টির দিনে অফিস করতে গিয়ে আপনার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তারপরেও নিত্যদিনের কাজ সম্পন্ন করতে হবে। সন্ধ্যায় বাসায় আসার পর আবার মা মনসার গানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যুক্ত হয়েছেন। বলা যায় আপনি বেশ ব্যস্ততার মধ্যেই ছিলেন। ধন্যবাদ ভালো থাকবেন।

 7 months ago 

শীতের বৃষ্টি মানেই অসুখ বিসুখ বাড়িয়ে দেয়া। ঠান্ডা লাগানো। আমাদের এখানেও হাল্কা হয়েছিল, তবে আমি বৃষ্টির ফোটা এড়িয়ে চলেছি।

সব মিলিয়ে আওনার দিনটা অতটা সুখকর হয় নি।

একদম মনের কথাটি বলেছেন ভাই, অসময়ের এই বৃষ্টি শরীরে লাগলে অসুখ বিসুখ হতে পারে।আর এই অসময়ের বৃষ্টির জন্য আমরা প্রস্তুত ও থাকি না তাই এটাকে এড়িয়ে চলা কঠিন হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ভাই আমাদের এখানে বৃষ্টি প্রয়োজন কিন্তু বৃষ্টি নেই আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে।। আজ অফিসে যেতে একটু কষ্ট করতে হয়েছে কারণ বৃষ্টির দেখা পেয়েছিলেন।। আরো বিশ্বাস করে বাসায় এসে গানে যুক্ত হয়েছেন।। সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যেই দিনটা অতিবাহিত করেছেন।।

 7 months ago 

শীতের সময় বৃষ্টি হলে একটু বিরক্ত লাগে এদিকে শীত আবার বৃষ্টি দুজনের দুটাই যেন একসাথে পড়ছে।

সৃষ্টিকর্তা‌ লীলা খেলা বোঝা বড়ই দায়ী বৃষ্টির সিজনে এখন বৃষ্টি কম হচ্ছে অন সিজনে বৃষ্টি বেশি হচ্ছে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59626.66
ETH 2519.04
USDT 1.00
SBD 2.43