Better life with steem|| The Diary Game || 2nd February 2024.

in Incredible India7 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240202_112013.jpg

বৃহস্পতিবার রাতে অফিস থেকে বের হতেই রাত ৯ টা বেজে গেল।পরদিন অর্থাৎ শুক্রবার প্রাইমারি টিচার্স নিয়োগের ২য় ধাপের পরীক্ষা রয়েছে।আমার স্ত্রীর পরীক্ষা থাকায় চেয়েছিলাম একটু দ্রুত বাসায় যেতে।কিন্তু যা ভাবা হয় বাস্তবে হয় তার উল্টোটা।বাসায় পৌঁছাতে প্রায় ১১ টা বেজে গেল।বাসায় গিয়ে একটু গোছানোর কাজ ছিল কারণ বাড়িতে মা মনসার পূজা হওয়ায় স্ত্রীর পরীক্ষা শেষ হলেই বাড়ি রওয়ানা করা।এবছর আমি ওকে বাগেরহাট থেকে আবেদন করে দিয়েছিলাম তাই পরীক্ষার সিট পড়েছে বাগেরহাটে।

IMG_20240202_065322.jpg

আমরা সব কাজ শেষ করে দেরি করেই ঘুমাতে যাই।এবছর পরীক্ষার সিস্টেমে কিছু পরিবর্তন এনেছে। সকাল ৮:৩০ টার ভিতর পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।যেটা ছিল খুবই কঠিন একটা কাজ।যেহেতু পরীক্ষার ব্যাপার তাই আমি মোটেই রিস্ক নিতে চায়নি।খুব ভোরেই বের হতে হবে এমনটা ভেবে ৪:৪৫ এ ঘুম থেকে উঠে পড়ি।এমনিতেই এরকম বাজে একটা জার্নি করে পরীক্ষা দেয়াটা কঠিন যে কারোরই জন্য। তার উপর ঐ পথেই গ্রামের বাড়িতে যাওয়াটা ছিল আরও কষ্টসাধ্য।

IMG_20240202_070647.jpg

আমরা মোটামুটি সকাল ৬:৪৫ নাগাদ বেরিয়ে পড়ি।এমনিতেই এতো সকালে কোনো গাড়ি পাওয়া যাবে না তার উপর বাসা থেকে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে।এর থেকে বিরক্তিকর কিছু আছে বলে মনে হয় না।যাইহোক আমাদের সব বাঁধা পেরিয়ে এগিয়ে যেতেই হবে আজ।একটা অটো করে রূপসা ঘাট পৌছালাম।ঘাটে নেমে দেখি অনেক পরীক্ষার্থী সেখানে অলরেডি জড়ো হয়ে গিয়েছে। আসলে পরীক্ষা কমিটির মাথা মোটা সিদ্ধান্তের কারনে এরকম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কয়েক লাখ পরীক্ষার্থীর।ঘাট পেরিয়ে বাসে ওঠা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে।আমি একা থাকলে অবশ্যই এ যুদ্ধে যোগদান করতাম এবং সফলও হতাম!

IMG_20240202_193605.jpg

ওয়াইফ কে নিয়ে এরকম বাজে জার্নি আমি কখনো করি না আর আজও করলাম না।আমরা অন্য একটা বাসে কাটাখালি নামক জায়গায় নামলাম। সেখান থেকে অন্য একটা অটো করে বাগেরহাট পৌঁছে গেলাম।পরীক্ষার হলে তাকে দিয়ে আমি গিয়েছিলাম বাগেরহাট শহরের দিকে।সেখান থেকে সকালের নাস্তা সেরে টুকটাক কেনাকাটা সেরে আবার পরীক্ষা কেন্দ্রের দিকে এলাম।পরীক্ষা শেষ হলো ১১:০০ টার সময়ে।পরীক্ষা শেষ করে আমরা পাশের রামকৃষ্ণ আশ্রমে গেলাম ঘুরে দেখতে।সেখানে ধর্মীয় আলোচনা চলছিল।কিছু সময় সেসব শুনে আমরা বাড়ি আসার চেষ্টা করলাম।

IMG_20240202_193615.jpg

ছোট্ট রাস্তায় এদিন ভয়ানক জ্যাম ছিল।সব অটো গুলো রিসার্ভ করা ছিল।প্রায় ৪০ মিনিট পর আমি একটা অটো পেলাম।যাইহোক খন্ড খন্ড জার্নি শেষ করে বাড়িতে আসতে বেলা ৩:০০টা বেজে গেল।এদিকে ক্ষুধায় পেট চো চো করছে।মা দ্রুত করে খাবার দিল,সেটা খেয়েই স্নান সেরে নিলাম।তারপর একটু রেষ্ট নিলাম।কিছু সময় পর রয়ানি( মা মনসার পালা গান) শুরু করল।সেখানে একটু বসলাম গিয়ে।কাজিনের সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় তার ডিমান্ড ছিল কয়েকটা ম্যাথ যেন করিয়ে দিই।ওকে কয়েকটা ম্যাথ দেখিয়ে দিলাম।এরপর ডিনার শেষ করে সব ভাইয়েরা মিলে কার্ড খেলার প্লান করলাম।কার্ড খেলে ঘুমাতে যখন যাই তখন রাত ৩:০০ টা।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...
 7 months ago 

ভাই সম্পূর্ণ পোষ্টটি পড়ে মনে হলো আপনি আপনার স্ত্রীকে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার সময় রিতীমত যুদ্ধ করেছেন। যেহেতু অনেক দূরে গিয়েছেন তাই হয়তো এমনটা হয়েছে। তবে শেষপর্যন্ত যে সফল হয়েছেন তা শুনে বেশ ভালো লাগলো। আপনার স্ত্রীর পরীক্ষা কেমন হয়েছে জানাবেন।

ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

বলতে পারেম সেটা কারন যুদ্ধেরও কিছু পরিকল্পনা আর সেনা থাকে।কিন্তু আমার এই যাত্রায় না ছিল পরিকল্পনা, আর না ছিল কোনো সাহায্যকারী ব্যক্তি।
অবশেষে সফল হয়েছি।তবে মূল সফলতা আসবে পরিক্ষার্থীর সফলতায়। দোয়া করবেন।।

 7 months ago 

আপনার স্ত্রীর পরিক্ষা ছিল সেখানে গিয়েছিলেন ৷ তার পাশাপাশি যাওয়ার পথে ধর্মীয় আলোচনা হচ্ছে সেখানে কিছুক্ষন সময় দিলেন ৷ অনেক ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ আপনাকে পোস্টটি যত্নসহকারে পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। সব সময় পাশে থাকবেন আশা করি।

 7 months ago 

প্রাইমারি এক্সামের প্রথম ধাপে প্রশ্ন ফাস হয়েছিল, তবে লাস্ট এক্সাম দেখলাম অনেক কঠিন হয়েছে। ভাবীর জন্যে শুভকামনা

 7 months ago 

আসলে আমরা যা চিন্তা করি। সেটা কখনোই আমাদের সাথে ঘটে না একেবারেই তার উল্টো কিছু হয়ে যায়। আপনার স্ত্রীর পরীক্ষা থাকার কারণে অনেকটা কষ্ট করেই, আপনি জ্যাম পার করে বাসায় এসেছেন। যাই হোক পরবর্তীতে বাসায় এসে রেস্ট করে আবার গানের পালায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে, দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে পোস্টটি যত্নসহকারে পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। চিন্তার সাথে আমাদের কাজের মিল থাকেনা বেশিরভাগ সময়ই। এরকমই হয় বলেই জীবন এত চাঞ্চল্যকর!!

 7 months ago 

আসলে এত সকালে গাড়ি পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।। আপনাদের পরীক্ষা দিতে যাওয়ার পথে বেশ বিড়ম্বনার শিকার হয়েছেন।। আসলে অতিরিক্ত মানুষের মেয়ে এরকম অনেক সমস্যাই দেখা দেয় তারপর আপনারা আমায় একটি বাসে উঠে গেছে সেটাই ভালো হয়েছে।।। আর হ্যাঁ দোয়া রইল ভাবীর জন্য তার স্বপ্ন যেন পূরণ হয়।।

 7 months ago 

আমার লেখাটা পড়ে বুঝতে পারলাম অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আপনার একটি দিন অতিবাহিত হয়েছে। বৃষ্টির মধ্য দিয়ে আপনি রূপসাঘাট পৌঁছেছেন একটি অটোতে করে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59626.66
ETH 2519.04
USDT 1.00
SBD 2.43