Better life with steem|| The Diary Game || 26th August 2024.

in Incredible India2 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240826_121008.jpg

আজ সরকারি বেসরকারি সব অফিস বন্ধ। যথারীতি আমার অফিস ও বন্ধ। গতকালই জেনেছিলাম অফিস বন্ধ। আসলে এই ছুটিটার কথা একদমই ভুলে গিয়েছিলাম।যাইহোক আজ জন্মাষ্টমী উপলক্ষে সব কিছু বন্ধ।জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাজা কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ । তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়।

IMG_20240826_145207.jpg

গতকালই আমার সহধর্মিণী বলে রেখেছিল আজ জন্মাষ্টমীর উপোস করবে।তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি।স্নান সেরে পূজার বাজার করতে বেরিয়ে পড়লাম।সত্য নারায়ণ মন্দিরে পূজা দিব তাই পূজার নিয়মানুসারে যেসব লাগবে তা কিনে মন্দিরে যায়।মন্দিরে পূজা অনেক রাতে তাই আর সরাসরি পূজায় অংশ নেয়া সম্ভবপর হয়ে ওঠেনা।এরপর বাসার পূজার জন্য পূজার সামগ্রী কিনে বাসায় চলে আসি।বাসায় সবাই কম বেশি অসুস্থ থাকায় আমরা রাত পর্যন্ত উপোস করতে পারিনি।দুপুরেই পূজার কাজ শেষ করে ফেলি।

IMG_20240826_145247.jpg

অন্যান্য বছর গুলোতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়।সেসব শোভাযাত্রায় অংশ নিতাম আমি।কিন্তু এবছর কোথাও কোনো শোভাযাত্রা বের হয়নি।দেশে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় এবছর শোভাযাত্রার জন্য বরাদ্দ টাকা সেখানে দান করা হয়েছে। যাইহোক পূজা শেষ হলে পূজার প্রসাদ বিতরণের পালা।যেহেতু শহরের বাসা গুলোয় আলাদা করে কেউ প্রসাদ গ্রহণ করতে আসবে না তাই আমরা ২ টা ফ্লাটে প্রসাদ দিয়ে এলাম।এরপর আমরাও প্রসাদ গ্রহণ করলাম।উপোস করলে আমার শরীরের ভিতর ভালো লাগে না বরাবরই। আজও তার ব্যাতিক্রম নয়।

IMG_20240826_184428.jpg

এরপর শরীর খুব ক্লান্ত হয়ে পড়লে একটু ঘুমিয়ে নিই।ঘুম থেকে উঠে পড়ি বন্ধুর ফোনে।আজ যেহেতু অফিস বন্ধ ছিল তাই আমরা আগেই প্লান করে রেখেছিলাম আড্ডা দিব।সন্ধ্যার কিছু আগে আমি রয়্যাল মোড়ে গিয়ে বন্ধুদের সাথে দেখা করলাম।এদিন আমরা ওখানে বসেই বেশ গল্প করলাম।আসলে এখন গল্পের মূল কেন্দ্রবিন্দু সামাজিক/ অর্থনৈতিক সমস্যা। কেউই এখন পরিপূর্ণরূপে ভালো নেই বলে মনে হলো।

IMG_20240826_231523.jpg

যাইহোক রাত ৮:৩০ নাগাদ আমরা বিদায় নিলাম।এরপর আমি সিমেট্রি রোডের কাঁচা সবজির বাজারে চলে যায়।সেখান থেকে কিছু সবজি কিনে বাসায় ফিরলাম।বাসায় এসে দেখি তখনও রাতের খাবার রান্না করা হয়নি।এদিকে খুব ক্ষুধা লাগছে, তাই বউকে বললাম চা বানাতে।ও বলা মাত্রই চা করে এনে দিল।চা খাওয়ার পর কিছু সময় ফোন ব্রাউজ করে নিলাম।এরপর রাতের খাবার খেয়ে আমরা কিছু সময় টিভি দেখলাম।পরের দিন অফিস থাকায় তাড়াতাড়ি ঘুমাতে যাব তখনই আমাকে এক বাটি সেমাই খেতে দিল।সেটা খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গেলাম।এই ছিল আমার সারা দিনের গল্প।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
 last month 

আজ জন্মাষ্টমী তাই অফিস বন্ধ ছিল আর বাসায়ও পূজার কাজে ব্যস্ত ছিলাম বাজারও করেছেন।। আপনারা বেশ ধার্মিক ভাবেই চলাফেরা করেন এটা আমার কাছে বেশ ভালো লাগে।। মিষ্টিগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে ভাই।।

Loading...
 2 months ago 

জন্মাষ্টমী উপলক্ষে আমাদেরও ছুটি ছিল, ছুটির দিনে আমরা বাড়িতে অনেক কাজ করে থাকি, আপনি খুব সুন্দর ভাবে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 months ago 

জন্মাষ্টমী উপলক্ষে স্কুল ,কলেজ ,অফিস সব কিছুই ছুটি থাকে। জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে গোপালের জন্য অনেক কিছু আয়োজন করেছেন। আপনারা সারাদিন কাজকর্মে মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67638.45
ETH 2614.27
USDT 1.00
SBD 2.67