Better life with steem|| The Diary Game || 20th July 2024.
সাপ্তাহিক ছুটির দিনগুলো আমি একেবারেই বসে বসে কাটাতে পারিনা।বন্ধু বান্ধব দেখি শুক্রবার ও শনিবার ঘুমিয়ে কাটিয়ে দেয়।আমি সেটাও পারিনা।তবে রাতে একটু দেরিতে ঘুমাতে যাওয়ার ফলে ঘুৃৃম থেকে ইচ্ছা করে দেরিতে উঠি।আজ সকাল টা অনেক সুন্দর লাগছে।বাইরে বৃষ্টি পড়ছে,শহরের ঘর গুলোতে বৃষ্টির শব্দ খুব বেশি পাওয়া যায়না।তবে আমার বেড রুমের পাশে একটা টিনশেড ঘরে রয়েছে। যার ফলে বৃষ্টির চিরচেনা শব্দ আমার কানে এসে লাগে।জানালা খুলে কিছু সময় বৃষ্টির শব্দ শুনলাম।মন চাইছিল বৃষ্টিতে ভিজতে।কিন্তু শহরের পরিবেশে আমার মন ভরবে না।
বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক ভয়ানক।বাইরে কারফিউ জারি করা হয়েছে।দেশের চলমান সহিংসতা প্রতিরোধ করতে সমস্ত রকম ইন্টারনেট সেবা অফ রাখা হয়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে বাইরে তো যেতেই হবে।বাসায় কোন সবজি না থাকায় রিস্ক নিয়ে বের হলাম আমি।বাসার কাছেই বাইতিপাড়া বাজার।সেখান থেকে দ্রুত সময়ে প্রয়োজনীয় সদাই কিনে বাসায় ফিরলাম।বাসায় গেষ্ট রয়েছে তাই পরিকল্পনা করলাম রাতে বিরিয়ানি রান্না করতে হবে।তাই দুপুরে ডালভাত খাওয়ার প্লান করে নিলাম।ডাল রান্নার দায়িত্ব পড়ল আমার উপর।আমি বললাম, মেসের বুয়ারা খুব অল্প সময়ে সকালের ডাল রান্না করে দিত,সেটা খাইতে চাইলে রাধতে পারি।
সবার সম্মতিতে ডাল রান্না শুরু করলাম।ডাল নিয়ে একটা গল্প না বললেই নয়,আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে সেখানে গিয়েছি।ওখানে আমার কাজিন পড়ত তাই ওর কাছেই থাকব।হলে খাওয়াতে নিয়ে গেল সে,গ্রামের ছেলে হল সম্পর্কে তেমন কোন আইডিয়া নাই।একটা বড় গামলাতে দেখলাম হলদেটে কিছু রয়েছে,আমি ভাবছি এখানেই হাত ধুতে হবে। যেই ভাবা সেই কাজ,আমি হাত ধুয়ে নিলাম ওটার ভিতর,আমার কাজিন দেখে বলল," আরে বেটা করিস কি! ওটা তো ডাল"। আমি তো পুরোই হতভম্ব হয়ে গেলাম।ভাগ্যিস কেউ দেখেনি আমার এই কর্মকাণ্ড।যাইহোক আজ অতটা পাতলা ডাল না রাধলেও অন্য দিনের তুলনায় পাতলা ডাল রাধলাম।
দুপুরে খেয়ে আমাকে বের হতে হবে।কারফিউ ২ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে।এই ২ ঘন্টার মধ্যে বাজারে গিয়ে ঔষধ ও প্রয়োজনীয় কিছু সদাই কিনতে হবে।খুব দ্রুত বেরিয়ে পড়লাম আমি।রাস্তায় খুব একটা লোকজনের দেখা মিলছে না।মোড়ে মোড়ে পুলিশের টহল চলছে।বাজারের কাজ সেরে বাসায় এলাম।বাসায় এসে কিছু সময় বিশ্রাম নিয়ে ল্যাপটপে একটা মুভি দেখলাম। এরপর সন্ধ্যার কিছু আগে আমরা বিরিয়ানির প্রসেসিং শুরু করে দিলাম।মুরগীর ঝাল মাংস আমার একটুও ভাল লাগে না এখন।তাই আমার ওয়াইফ বলেছে বিরিয়ানি রান্না করবে এখন থেকে মুরগী দিয়ে।
রান্না শেষ করতে করতে রাত ৯ টা মতো বেজে গেল।এরপর দ্রুত স্নান সেরে নিলাম।এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম।রাতে সংবাদ পেলাম আগামী দুইদিন চলমান পরিস্থিতির কারণে দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষনা করেছে।এর থেকে মজার সংবাদ আর কি হতে পারে।তারপর আমরা এই সংবাদ পেয়ে রাত জেগে আড্ডা দিলাম।এরপর পরের দিনের আশায় ঘুমাতে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
এটা ঠিক যে, টিনের চালে বৃষ্টির শব্দ যতটা উপভোগ করা যায় শহরে বাসার ভিতর টেরই পাওয়া যায় না বৃষ্টি হচ্ছে কিনা। শহরের পরিস্থিতি অনেকটা খারাপ অবস্থার মধ্যে বিরাজ করছে তবে নেট সংযোগ পেয়েছি এটা শান্তির বিষয়। রাস্তায় তো সারাদিনই পুলিশ টহল দিচ্ছে। বাইরে বেরোলেই জিজ্ঞাসাবাদ করছে।