Better life with steem|| The Diary Game || 14th September 2024.

in Incredible India2 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240914_143925.jpg

শনিবার সকালে ঘুম ভাঙে আতংকের সাথে।বাসায় নাকি সাপ ঢুকেছে এমন চিৎকারে আমার ঘুম ভেঙে যায়।তড়িঘড়ি করে পাশের রুমের ব্যালকনিতে ছুটে যায়।ওখানে গিয়ে দেখি সত্যিই একটা ছোট সাপ রয়েছে।তবে এটা আবার অনেকটা কেঁচোর মতো দেখতে। গুগলে সার্চ দিয়ে দেখলাম এটার নাম পুয়ে সাপ।এটা অনেকটা নির্বিষ সাপ শ্রেণির। বর্ষাকালে এই একটা সমস্যা পোহাতে হচ্ছে এবছর।আগেও একদিন একই ধরনের সাপ চলে এসেছে ব্যালকনিতে।

এরপর সেটা কে না মেরে কিভাবে বের করা যায় তার প্লান করতে লাগলাম।একটা লাঠির সাহায্যে আমি সেটাকে বাইরে বের করে দিতে সক্ষম হলাম।এটা বের করার সময় শরীরের ভিতর কেমন যেন অস্বস্তি হচ্ছিল।এরপর আমার ওয়াইফ আমাকে স্নান না করে কোথাও বসতেও দিবে না!!! অগত্যা সাঝ সকালে স্নান সেরে নিতে হলো।এরপর সকালের খাবার খাওয়ার পালা।এদিকে পার্থ বাসায় থাকায় ওর জন্য পরোটা আনতে যেতে হবে।ও দিল্লি থাকায় সকালে ভাত খায় না।ওখানকার অভ্যাস তৈরি হয়েছে।

IMG_20240914_124452.jpg

যাইহোক আমি খেতে বসার আগেই বাইরে গিয়ে পরোটা, ডাল নিয়ে বাসায় এলাম।তারপর একসাথে সবাই সকালের নাস্তা শেষ করলাম।সকালের নাস্তা শেষ করে কিছু সময় পার্থর সাথে গল্প করলাম।এরই ভিতর চা বিস্কুট নিয়ে হাজির আমার সহধর্মিণী। চায়ের সাথে গল্পটা বেশ জমে গেল।এটা ওটা নিয়ে গল্প করতে করতে পার্থ বলল ওর নাকি ফ্লাইটে আসার সময় কান দিয়ে রক্ত বের হয়েছে।তখন আমি আমার এক কাজিন (ডাক্তার) কে ফোন করলে সে তার সাথে দেখা করতে বলল।

এরপর আমাদের গল্প আড্ডা পরিত্যাগ করে রাতের খাবার তৈরির জন্য কাজে নামতে হলো।আজকের রাতের মেনু মুগির রোষ্ট আর পোলাও ভাত।এগুলো আমি কিছুই পারি না।তবে এটা ওটা কেটে দিয়ে সাহায্য করলাম।তারপর বিকালে বের হলাম পার্থ কে নিয়ে ডাক্তারের চেম্বারের উদ্দ্যশ্যে।ওর কান দেখে ডাক্তার বলল কানের স্পেশালিষ্ট ডাক্তার দেখাতে হবে।তখনি আমরা চলে গেলাম সন্ধানী ক্লিনিকে। সেখানে একজন ভালো কানের ডাক্তার বসেন।

IMG_20240914_205444.jpg

যেহেতু আগে থেকে সিরিয়াল দেয়া নাই, তাই কিছু সময় বসে থাকতে হলো আমাদের। এরপর ডাক্তার যা শোনাল তাতে আমরা দুজনেই বিস্মিত হলাম।ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমরা বাসায় যাব এমন সময় খুব বৃষ্টি নামল।একটা রিকশা নিয়ে আমরা দুজনে রওয়ানা হলাম বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমার প্রিয় খৈ ( গুড় দিয়ে মাখানো) খেতে বসলাম। এর অল্প সময় পরেই পার্থ বলল নুডুলস খাবে সে।কি আর করা,ওর জন্য নুডুলস রান্না করতে হলো।

রাত ১১ টার পরে আমরা আমাদের ডিনার সেরে নিলাম।ডিনার সেরে কিছু সময় গল্প করে আমরা সবাই ঘুৃমাতে চলে গেলাম।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 95773.12
ETH 3595.18
USDT 1.00
SBD 3.80