Better life with steem|| The Diary Game || 13th February 2024.

in Incredible India4 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240214_014503.jpg

শীতের তীব্রতা অনেক কমে গেলেও গ্রামাঞ্চলে ভোর রাতে বেশ শীত থাকে এখনো।গতকাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়।কোনভাবেই ঘুম পাচ্ছিল না।ভোরে ঘুম থেকে ওঠা লাগবে তাই চাইছিলাম যেন দ্রুত ঘুম পায়।কিন্তু ঘুমাতে ঘুমাতে ১ টার বেশি বেজে গেছিল।সকাল ৫:৫০ এ ঘুম ভাঙল এলার্মের আওয়াজ শুনে। সঙ্গে সঙ্গেই কাজিন পার্থকে ফোন করলাম।ও রেডি হয়ে দোতলায় এসে আমাকে ডাকতে লাগল।আমি তখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের মতো হাঁটতে।আজ হাটতে কম কষ্ট হচ্ছিল। কারন প্রথম দিনের তুলনায় ব্যাপারটা আরেকটু সহজ লাগল আজ।

IMG_20240213_063315.jpg

আজ দেখলাম বেশ কিছু পরিচিত লোকজন হাঁটতে বেরিয়েছে। আস্তে আস্তে দেখাম মহিলা পুরুষ বেশ সংখ্যক লোকজন হাঁটছে। গতকাল ও যেখানে শেষ করেছিলাম আজও সেখানে শেষ করে চলে এলাম বাড়িতে।বাড়িতে এসে ঘড়িতে দেখলাম ৭ টা বাজে।এরপর ভাবছিলাম আর ঘুমাব না।সেটা পারলাম ও করতে,কিন্তু বিছানায় বসে রইলাম। অন্য কাজ গুলো করতে একদমই ইচ্ছে করল না।এরপর যথারীতি অফিস যাওয়ার তাড়া শুরু হলো।কোন রকম খাবার খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে।

IMG_20240213_154014.jpg

আজ তুলনামূলকভাবে কাজের চাপ কম।বেশ রিলাক্সে দিন কাটালাম।সকালের দিকে কিছুটা চাপ ছিল তারপর আস্তে আস্তে ভিড় কমে গেল।দুপুরে খাওয়া সেরে কিছু সময় রেষ্ট নিলাম।এরপর আবার কাজ করা শুরু।আজ একটু আগে বের হওয়ার ইচ্ছা ছিল।সেই ইচ্ছা পূরন হয়েই গেল।অফিসিয়াল কাজে বেলা ৩ টার দিকে বেরিয়ে পড়লাম।এমন প্রত্যন্ত এলাকায় গিয়েছিলাম যা আগে কখনোই যায়নি এসব দিকে।বেশ বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ আমার তাড়া ছিল আজ সরস্বতী পূজার বাজার করতে হবে খুলনা গিয়ে।যাইহোক ওখান থেকে বের হতে প্রায় ৪:২০ বেজে গেল।

IMG_20240213_212904.jpg

বাড়িতে গিয়ে ল্যাপটপের ব্যাগটা নিয়েই রওয়ানা হলাম খুলনার উদ্দেশ্যে।বাসে বসেই একটু ঘুমিয়ে নিলাম।ঘুম থেকে উঠে দেখি রূপসা ঘাট পৌঁছে গিয়েছি।ঘাট পেরিয়ে রূপসা কাঁচা বাজারে একটু ঘুরলাম কিছু পেঁপে কেনার জন্য। কিন্তু পেঁপের দাম কেজি ৫০ টাকা শুনে মেজাজ খারাপ করে চলে এলাম বাসায়।বাসায় এসে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম,সাথে আমার স্ত্রী ও আকাশ ছিল। আমরা বাজার করলাম সরস্বতী পূজার জন্য। বাজার করতে প্রায় ১০ টা বেজে গেল।বাসায় এসে কিছু সময় পর আবার বের হলাম।কারণ শশা কেনা হয়নি।অনেক খুঁজে শশা পেলাম ঠিকই তবে কেজি প্রতি ১০০ টাকা দরে কিনলাম।

IMG_20240213_192127.jpg

রাতের খাবারের প্রথম অংশ আমি সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম।১১ টার পর সামান্য কিছু ভাত খেয়ে নিলাম।এরপর পূজার মন্ডপ সাজানো আরম্ভ করলাম।বাসায় যতটা পেরেছি চেষ্টা করেছি সাজাতে।এসব করতে করতে রাত ২:২০ বেজে গেল।সকালে ঘুম থেকে দ্রুত উঠতে হবে।তাই তড়িঘড়ি করে ফ্রেচ হয়ে ঘুমাতে গেলাম।এভাবেই কেটে গেল আমার দিনটি।

IMG_20240214_014428.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...
 4 months ago 

আপনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন জেনে ভালো লাগলো কারন বর্তমানে ডায়াবেটিস জনিত সমস্যা বেড়েই চলেছে। নিয়মিত হাটাহাটি করলে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব। সরস্বতী পূজার বাজারও করতে এসেছিলেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64024.15
ETH 3515.24
USDT 1.00
SBD 2.55