এশিয়া কাপের ভুতুড়ে ফাইনাল:

in Incredible Indialast year
হ্যালো বন্ধুরা

Screenshot_20230919-075611__01.jpg

ছবির উৎস: মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া।

এবারের এশিয়া কাপের ফাইনালকে অবিশ্বাস্য বা অকল্পনীয় বললেও ভুল হবে না।সচরাচর এরকম ম্যাচ দেখা যায় না।এরকম প্রতিযোগিতাহীন ফাইনালের অনেক উদাহরণ আছে। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগেও কেউ কী ভেবেছিল, ভারতের বিপক্ষে আজ শ্রীলঙ্কা এরকম একপেশে ম্যাচ উপহার দিবে। তাছাড়া ঘরের মাঠ বলে অভিহিত কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম লঙ্কানদের হাতের তালুর মতোই পরিচিত।

Screenshot_20230919-075553__01.jpg

ছবির উৎস: মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া।

এবারের এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।ভারত বনাম পাকিস্তান ম্যাচতো রিজার্ভ ডেতে খেলতে হয়েছিল।আসরের ফাইনাল ম্যাচের আগেও শংকা ছিল বৃষ্টি নিয়ে। এদিন ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হানা দিল। সবাইকে হতাশ করে বৃষ্টির ধারা অব্যাহত ছিল।আমি বার বার অনলাইন টিভিতে চেক করছি খেলা শুরু হলো কিনা। কলম্বোতে বৃষ্টির পর যা হয়েছে তা দেখার জন্য প্রস্তুত ছিল না শ্রীলঙ্কার দর্শকরা।

Screenshot_20230919-075508__01.jpg

ছবির উৎস: মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া।

এদিন ভারতের মোহাম্মদ সিরাজ একাই আসলে ম্যাচকে একপেশে করে দিয়েছেন এক ওভারেই। বৃষ্টির পর মোহাম্মদ সিরাজ গর্জে ওঠেন।ক্যারিয়ার সেরা বোলিং এর মাধ্যমে তিনি ভারতকে সহজ এক জয় এনে দিয়েছেন। মাত্র ২১.৩ ওভারে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ হয়ে যায়। এর মাধ্যমে ভারত অষ্টম বারের মতো শিরোপা জিতল। এদিন ম্যাচটা এমন হলো যে গ্যালারির দর্শকেরা মনে করতে পারে তারা মাঠে উপস্থিত হয়েও হাইলাইটস দেখছে অনেকটা টেলিভিশনে হাইলাইটস দেখার মতো।

Screenshot_20230919-075653__01.jpg

ছবির উৎস: মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১২ রানে ৬ উইকেট হারিয়েছে। আমার মনে হচ্ছিল তখন ২০ রানের মধ্যে শ্রীলঙ্কা কে হয়ত আটকে দিতে পারবে আজ এবং এটাই হবে নিম্নতম স্কোর। কিন্তু কুশল মেন্ডিসের ১৭ রান এবং শেষের দিকে নামা দুশান হেমন্ত অপরাজিত ১৩ রান করে এরকম বাজে রেকর্ডের হাত থেকে বাঁচান। এই দুটি ব্যক্তিগত ইনিংসের কল্যাণে শ্রীলঙ্কার রান দুই অঙ্কে পৌঁছেছে। বাকি ৯ জনের রান দেখতে অনেকটা মোবাইল নম্বরের মতো—২,০,০,০,৪,০,৮,১!!

Screenshot_20230919-075709__01.jpg

ছবির উৎস: মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া।

ওয়ানডে ম্যাচের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের বিব্রতকর রেকর্ড থেকে বাঁচলেও কোনো ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার এদিনের করা স্কোরই সর্বনিম্ন স্কোর। মাত্র ৬.১ ওভারে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট ছুয়ে ফেলে ভারত। এদিন নিয়মিত ওপেনার রোহিত শর্মা আর ব্যাটিং এ আসেননি।ভারতের আরেক ওপেনার শুভমান গিলের সাথে ওপেনিংয়ে নেমেছিল ইশান কিসান। তাদের ঝড়ো ব্যাটিং ভারতকে অষ্টমবারের মতো এশিয়ান ক্রিকেটে সেরার মুকুট জিতিয়েছে খুব সহজে। ভারত ১০ উইকেট হাতে রেখে ২৬৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ম্যাচটি যেহেতু ২১.৩ ওভারের তাই সম্ভবত এটাকেই ওডিআই ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম ফাইনাল বলে মনে হচ্ছে।

আজ এ পর্যন্তই।

ধন্যবাদ
Sort:  
Loading...
 last year 

যদিও আমি এই ম্যাচটি দেখার সুযোগ পাইনি। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ার পর ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম বুঝতে পারলাম। কিভাবে শ্রীলঙ্কা ভারতের কাছে খুব বাজে ভাবে হেরে গেছে। আসলে এটা হয়তোবা এশিয়া কাপের মধ্যে সবচাইতে খারাপ একটা ম্যাচ ছিল। সেখানে শ্রীলংকা অনেকটাই খারাপভাবে হেরে গেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই খেলার রিভিউটা আমাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ করে আমি অনেক বেশি উপকৃত হলাম। খেলা দেখতে না পেরে আপনার খেলার রিভিউটা পড়ে নিলাম। খেলা সম্পর্কে সামান্য হলেও ধারণা পেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকেও
এবারের এশিয়া কাপের ম্যাচ মিস করেছেন কিন্তু সামনে বিশ্বকাপ, মিস করবেন না!
আর এশিয়া কাপে বাংলাদেশ হেরে যাওয়ার পর সব সময় চেয়েছি ইন্ডিয়া জিতুক।জিতেছেও, কিন্তু ম্যাচটা একেবারেই ম্যাড়মেড়ে হয়েছে!

 last year 

মাঝে মাঝে আমরা অনেক বড় কিছু প্রত্যাশা করি। কিন্তু সেটা সঠিকভাবে হয় না। কারণ নিয়তি সব সময় সবার মাঝে এক রকম থাকে না। সেজন্যই হয়তোবা এবারের ম্যাচ এমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, ভালো থাকবেন।

যদিও আমি ফাইনাল ম্যাচটি সরাসরি দেখিনি কিন্তু পরে হাইলেস দেখেছি। আমি আপনার পোস্টটি পড়ে ফাইনাল খেলাটির সবকিছু আরো ভালোভাবে বুঝতে পেরে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

ধন্যবাদ সাকিব আপনাকে।
ক্রিকেট খেলা সব সময় আনন্দদায়ক।ফাইনাল ম্যাচ হিসেবে এটার গুরুত্ব বেশি ছিল।কিন্তু একপেশে হওয়ায় খুব একটা মজা হয়নি।

ভাই খেলাটি মন থেকে কেউ উপভোগ করতে পারেনি। ফাইনাল খেলা ফাইনাল খেলার মত হয়নি কিন্তু তাও ইন্ডিয়ানদের জয় হয়েছে মেনে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ২০২৩ সালের এশিয়া ফাইনাল ম্যাচ।।। আমি জীবনে এরকম খেলা দেখিনি মাত্র ৫০ রানে অলআউট।।।

কোন আনন্দই পাইনি মাত্র দেড় ঘণ্টায় খেলা শেষ।।।

আমিতো ভাই দ্রুত বাসায় গিয়ে খেলা দেখব এরকম প্লানে সারাদিন কাটালাম।খেলা শুরুর কিছু সময় পর শুনি ৬ উইকেট নাই!! খেলা তারপরও এতদূর এসেছে এটাই মজার!!!!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70