স্ট্যাপলার,সহজ প্রযুক্তি কিন্তু মহাগুরুত্বপূর্ণ ব্যবহার :

in Incredible Indialast year
হ্যালো বন্ধুরা

pexels-ds-stories-6991328.jpg

Source:

বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ। এই সময় মানুষ টেকনোলজি ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারেনা। টেকনোলজি কে ব্যবহার করে মানুষ অনেক দূর এগিয়ে গেছে। যেটা আগে মানুষ এত সহজে করতে পারতো না সেটা এখন নিমিষে করতে পারে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ।

তাই মানুষের জীবন আরো সহজ ও সুন্দর হয়ে উঠেছে এবং মানুষের কষ্ট কমে গেছে।দৈনন্দিন জীবনে অনেক উন্নতির প্রতিফলনও আমরা লক্ষ করতে পারি এই টেকনোলজি গুলো ব্যাবহারের মাধ্যমে।আজ আমার আলোচ্য বিষয় হলো স্ট্যাপলার মেশিন।বর্তমানে এই ছোট জিনিস টা ছাড়া অফিস আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।

pexels-kindel-media-7054761.jpg

Source

এই স্ট্যাপলার মেশিন এর ভিতরে স্ট্যাপলার পিন ঢুকিয়ে দিয়ে সেটাকে আমরা কোন কাগজ বা এ ধরনের কোন কিছুর উপরে স্ট্যাপলার পিন মারতে পারি। স্ট্যাপলার মেশিন এর ভিতরে স্টেপলার পিন লাগানোর জায়গা রয়েছে সেখানে আমাদের আগে থেকেই পিন দিয়ে রাখতে হয় এবং পরবর্তী সময়ে আমরা স্ট্যাপলার মেশিন কে চাপ দিয়ে এই পিনটি মারতে হয়।

স্ট্যাপলার মেশিন দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই স্ট্যাপলার মেশিন ব্যবহার করে। আমরা আমাদের ব্যবসা-বাণিজ্য অথবা পড়াশুনার কাজে কিংবা ব্যাংকের কাজেই স্টাপলার মেশিন ব্যবহার করে থাকি।এই স্ট্যাপলার মেশিন মূলত কোন কাগজ,পেপারস অথবা কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে গুরুত্বপূর্ণ দলিল,কাগজপত্র গুলো এক জায়গায় সংরক্ষিত থাকে যার ফলে এটা হারানোর ভয় কিছুটা হলেও কমে যায়।

pexels-rdne-stock-project-7845305.jpg

Source:

এছাড়া এর মাধ্যমে আমরা আমাদের কাগজপত্র গুলো সাজিয়ে সাজিয়ে রাখতে পারি একটার পর একটা সিরিয়াল অনুযায়ী। এই স্ট্যাপলার মেশিন এর পিন মারার ফলে আমাদের কাগজপত্রগুলো এবং দরকারি জিনিস গুলো এলোমেলো হয় না । বর্তমান সময়ে আমরা দেখতে পারি আমাদের বিভিন্ন ধরনের ছোট বই এবং খাতা গুলোতে এই স্ট্যাপলার পিন এর মাধ্যমে পিন মেরে খাতার পৃষ্ঠা গুলো শক্তভাবে একত্র করা থাকে।আগে বই খাতা সেলাই করে নিতে হতো কিন্তু এখন এই পিন দিয়ে কাজ সেরে নেয়া যায়।

pexels-dom-j-227383.jpg

Source:

বিভিন্ন অফিস-আদালত এবং সব জায়গাতেই প্রায়ই স্টাপলার মেশিন এর ব্যবহার দেখা যায়। আমাদের অনেকের বাড়িতে এ ধরনের স্ট্যাপলার মেশিন রয়েছে। আমরা এই স্ট্যাপলার পিন গুলো ব্যবহার করলে আমাদের বাড়িতেও অনেক উপকার হয়। বাড়িতে ও অনেক ধরনের কাগজপত্র থাকে যেগুলো বাইন্ডিংসে স্ট্যাপলার মেশিন অপরিহার্য।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For Septembert 2023 Curated by - @karianaporras

Note:

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

জি ভাই স্ট্যাপলার আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করে কিন্তু আমরা তা মানতে চাই না।স্ট্যাপলারের কাজ গুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

ছোট বেলায় এই স্ট্যাপলারে যখন পিন ঢুকাতাম তখন নিজেকে হিরো হিরো মনে হইতো। আসলে আমাদের দৈনন্দিন জীবনে এ রকম ছোট ছোট জিনিস গুলো অনেক অবদান রাখে। যা আমরা উপলব্ধি করতে পারি না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে স্ট্যাপলার প্রয়োজনিয়তা শেয়ার করার জন্য।

হ্যা আপনি ঠিকই বলেছেন।যখন স্কুল লেভেলে পড়তাম তখন স্যাররা এরকম কাজ দিলে নিজেকে হিরো মনে হতো!!!
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96605.56
ETH 3461.33
SBD 1.57