মামুনির মুখের হাসি
![]() |
---|
![]() |
---|
মামুনির মুখের হাসি দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। বাসায় এরকম ফুটফুটে একটা বাচ্চা থাকলে সব সময় যেন বাসায় শান্তি বিরাজ করে।। আমাদের মামুনি টা পৃথিবীতে আসার পর থেকেই আমাদের বাড়িতে যেন অন্যরকম এক শান্তি এসেছে। যে শান্তি আমাদের পরিবারটা আরো আনন্দময় গড়ে তুলেছে। ছোট বাচ্চাদের হাসি মন জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
![]() |
---|
দাদি নাতনি
দাদি নাতনির সম্পর্ক যেন পৃথিবীর সব সম্পর্কের হার মানায়।। দাদির কোলে কত সুন্দর হাসিমুখে শুয়ে আছে মামুনি দেখতে এক অন্যরকম প্রশান্তি।। এখনই দাদি নাতনির মধ্যে অন্যরকম এক সম্পর্ক গড়ে উঠেছে। যখন আমার আম্মু মামুনি সাথে কথা বলে তখন মামুনি লাফালাফি শুরু করে আর কথা বলার চেষ্টা করে আম্মুর সাথে।। দেখেই বোঝা যায় তাদের সম্পর্কের গভীরতা।
![]() |
---|
দাদা নাতনি
আমার বাবার সাথে আমার মামুনির ভালবাসার সম্পর্ক কাউকে বলে বোঝানোর মতো না।। যখন বাবা বাইরে থেকে আসে আর মামুনির সাথে কথা বলার চেষ্টা করে তখন মামুনি যেন দাদার কোলে যাওয়ার জন্য ছটফট করে। মাত্র সাড়ে চার মাস বয়সে ই মনে হয় সে যেন সব বোঝে এটাই হয়তো ভালোবাসা।।
![]() |
---|
বাবা মেয়ে
পৃথিবীতে অন্য রকম এক সম্পর্ক হল বাবা মেয়ের সম্পর্ক। যে সম্পর্ক কখনো হারিয়ে যাবার নয়। একটি বাবার জন্য সবচাইতে আনন্দের মুহূর্ত হচ্ছে তার সন্তান। কারণ সন্তানের প্রতি আমার ভালোবাসা অপরিসীম যে ভালবাসার গভীরতা কখনো মেপে শেষ করা যায় না।
![]() |
---|
মা
একটি মা একটি সন্তানের জন্য সবকিছু। একটি মা পারে একটি সন্তানকে সঠিকভাবে বড় করতে,, মানুষের মত মানুষ করতে। মা মেয়ের সম্পর্কের কথা হয়তো আপনাদের বলতে হবে না কারণ আমরা সকলেই জানি মা এবং সন্তানের ভালোবাসা কেমন।। একটি মা একটি সন্তানের জন্য সবকিছুই করতে পারেন যত বড় বিপদ আসুক না কেন একটি মা সব মাথা পেতে নিতে একবার ভাবে না।।।
চাচ্চু
আমার মামুনির প্রতি আমার কতটা ভালবাসা সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না।। যখন আমি একটু বাইরে বেশি সময় থাকি তখন আমার মনে হয় কি যেন একটা মিস করছি এটা হল চাচা ভাতিজা সম্পর্ক।। সত্যি সৃষ্টিকর্তার প্রতি লাখ লাখ শুকরিয়া আমাদের ঘরে একটি সুস্থ সন্তান দান করার জন্য।। এই সন্তানকে ঘিরে আমাদের অনেক ভালোবাসা ভালোলাগা।।
আজ দেখতে দেখতে চারটি মাস পার হয়ে গেল আস্তে আস্তে বড় হতে লাগছে আর মনে হচ্ছে ভালোবাসা যেন বেড়ে যাচ্ছে।। যখনই সময় পাই তখনি মামুনিকে কোলে নিয়ে বিকাল মুহূর্তে একটু ঘোরাঘুরি করি। অনেক ভালো লাগা কাজ করে আরো যখন মুখের দিকে তাকিয়ে হাসি দেয় এই মুহূর্তটা কাউকে বলে বোঝানোর মতো না এক অন্যরকম প্রশান্তি ।।
বাচ্চাদের এই জিনিসটা বেশ অবাক করে আমাকে ওরা যে কোনদিক দিয়ে বড়ো হয় সেটা বোঝাই যাই না। আপনার মামনিটাও বেশ বড়ো হয়ে গেছে মাশাল্লাহ। এটা ঠিক যেকোন দাদা-দাদি কিংবা নানা -নানীর কাছে বোধকরি তাদের সন্তানের চাইতেও নাতি -নাতনীরাই বেশি ভালোবাসার হয়ে থাকে। আবার উলটোদিকে বাচ্চারাও তাদের জন্য পাগল থাকে।
ভালো থাকুক মামনি এই দোয়া করি। সাথে আপনিও ভালো থাকবেন।