You are viewing a single comment's thread from:

RE: শৈশবে মামার বাড়ি বেড়াতে যাবার কিছু স্মৃতিচারণ।

in Incredible India4 months ago

মামার বাড়ি ফিরে প্রত্যেকের অনেক আনন্দের কিছু স্মৃতি থাকে।। আপনার মামার বাসা মেঘনা নদীর পাশেই আর লঞ্চে করে যেতেন।। আমার মামার বাসায় আমি নৌকা দিয়ে যেতাম আর নদীর কিছুটা দূরেই বাসা ছিল এখন অবশ্য নদী নেই কিন্তু আগের মতো যাওয়া হয় না।।

Sort:  
 4 months ago 

মামারবাড়ি স্মৃতিগুলি মনে হলে মন চায় সেই আগের মত যদি হয়ে যেত আমাদের জীবন তাহলে কতই না ভালো হতো। সত্যিকার অর্থে আমাদের পিছনে ফেলে সেই দিনগুলি খুবই ভালো ছিল। মামার বাড়িতে বেড়ানোর সে আনন্দগুলো যখন মনে হয় ভাবলেও তখন খুব আনন্দ লাগে। মামার বাড়ির আদর ভালোবাসা কখনো ভোলার নয়। আমার কষ্ট পড়ে এত সুন্দর এ কেমন মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

সত্যি ভাই আমারও এমন মনে হয় যদি সেই আগের দিনগুলো ফিরে পেতাম কতই আনন্দ করতাম।। আমি অনেক সময় বাসায় না বলেই মামার বাসায় চলে যেতাম এতটা আনন্দ লাগতা আর এখন যেতে ইচ্ছে করে না দিনের সাথে সাথে মানুষের পরিবর্তন।।

 4 months ago 

বর্তমান সময়ে মামার বাড়ি যাবার মধ্যে আর শশুর মামা বাড়ি যাওয়ার মধ্যে রাত দিন পার্থক্য। সে আগের আনন্দ আর এখন নেই পরিবারে কিছু মানুষও এখন পাওয়া যায় না কারণ বয়সের কারণে অনেকে পৃথিবী থেকে চলে গেছে।

 4 months ago 

ভাই যেহেতু বিয়ে করিনি তাই শ্বশুরবাড়ির কথা বলতে পারছি না এটা একদম সঠিক বয়সের কারণে সব কিছুর পরিবর্তন আছে মানুষ থেকে শুরু করে।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69508.67
ETH 2496.06
USDT 1.00
SBD 2.55