You are viewing a single comment's thread from:

RE: মামা হওয়ার অনুভূতি

in Incredible Indialast year

সবকিছুর জন্যই সময় দরকার আর সময়মতো সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে তার জন্য প্রতিটা মানুষের ধৈর্যের প্রয়োজন আপনি ঠিকই বলেছেন ধৈর্যের মাধ্যমে একটু একটু করে এগিয়ে যেতে হবে।।

Sort:  
 last year 

আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সময় পেয়েও সময়টাকে কাজে লাগাতে চায় না। এটা তারা কত বড় ভুল করছে জীবনের যেকোনো একটা পর্যায়ে এসে ঠিকই বুঝতে পারবে। কিন্তু তখন বুঝতে পেরে ও কোন লাভ হবে না। কেননা তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। তাহলে পরবর্তীতে আফসোস করে কি লাভ। তাই ধৈর্যের সাথে সময়ের কাজ সময়ে সম্পন্ন করাটাকেই উত্তম মনে করি।

 last year 

সমাজে এরকম হাজারো মানুষ রয়েছে যারা সময় পেয়েও সেটা কাজে লাগায় না আর পরবর্তীতে যেয়ে আফসোস করে।। প্রতিটি মানুষের উচিত সময়ের কাজ সময় করা।।

 last year 

জীবনটা ক্ষণস্থায়ী নদীর মত আবহমান চলতে থাকে কারো জন্যই অপেক্ষা করে না। আমরা যদি চিন্তা করি আজকের কাজ কালকে করব। তখন কালকের কাজ সহ আমাদের মাথায় অনেক বড় বোঝা চেপে বসে। যে বোঝা বয়ে নেয়ার মত ক্ষমতা আমাদের কারোই নেই। তাই অল্প যখন ছিল তখন সেই কাজটাকে অল্পতেই শেষ করা উচিত। কারণ আমরা জানি আমরা বেশি কাজ করতে পারবো না। সময় টাকে কাজে লাগানো টা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু কেউ যদি সেটাকে না করে পরবর্তী সময়ে আফসোস করে। তাহলে তার মত বোকা হয়তোবা এই পৃথিবীতে আর কেউই নেই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106950.07
ETH 3874.68
USDT 1.00
SBD 0.59