You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of June#1|What do we need to win?.

in Incredible India2 months ago

আপনি ইন্ডিকেবল ইন্ডিয়ায় মান্থলি কনটেস্টে জয়েন করেছে এবং প্রতিটি প্রশ্নের খুবই চমৎকার উত্তর করেছেন।। আসলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন নিজের অনেক কিছু বিসর্জন দিয়ে অন্যকে খুশি করতে হয়।। আমি এই কনটেস্ট এখনো অংশগ্রহণ করিনি খুব শিগ্রই অংশগ্রহণ করব।।

Sort:  
 2 months ago 

অবশ্যই খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করুন। আর জীবনের এই মুহূর্তগুলোকে কাজে লাগান, যে মুহূর্তগুলোতে অন্যকে খুশি করার জন্য নিজের খুশি বিসর্জন দিতে হয়। তার মধ্যে কতটা আনন্দ আছে সেটা উপভোগ করুন, দেখবেন জীবন একেবারেই সুন্দর। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

এরকম অনেকটাই হয়েছে আপু নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করা।। আমি অনেক মানুষকে দেখেছি তারা এটা করতে চায়না সবসময় নিজের খুশিটাকে বেশি প্রাধান্য দেয়।।

 2 months ago 

নিজের খুশিতে প্রাধান্য দিয়ে কখনো ভালো থাকা যায় না। আমার কাছে মনে হয় পরিবারের প্রত্যেকটা সদস্য দেখার হাসিখুশি থাকে। ওই পরিবারে আনন্দে থাকে অন্যরকম। আর নিজের ভালবাসার মানুষের মতো হাসি ফোটানো যায়। তার চাইতে বড় সুখ হয়তোবা এই পৃথিবীতে আর নেই। আপনি ঠিক বলেছেন বা বর্তমান সময়ের মানুষ শুধুমাত্র নিজের ভালোটা দেখে, অন্যের ভালো দেখলে তাদের শরীর জ্বালাতন করা শুরু করে। এটা করা মোটেও ঠিক না।

 2 months ago 

একদম সঠিক বলেছেন নিজের খুশিকে প্রাধান্য দিয়ে কখনো ভালো থাকা যায় না।। পরিবারের সবাইকে মিলেই খুশি থাকার মধ্যে সবচাইতে বড় আনন্দ পাওয়া যায়।। যদি একজন খুশি থাকি আর বাকি জল ও সুখে থাকে তাহলে সে একজনের খুশির কোন মূল্য নেই।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60482.94
ETH 2613.04
USDT 1.00
SBD 2.63