"রেনডম ফটোগ্রাফি"

in Incredible India10 months ago

আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।। অনেকদিন পর আপনাদের মাঝে রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250106_124248.jpg

আমাদের বাসার আশেপাশে অবহেলিত অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে যেগুলো দেখোও আমরা দেখতে পাই না। তার মধ্যে একটি হলো ভেন্নার ফুল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভেন্না বলা হয়ে থাকে অঞ্চলভেদে এটির নাম বিভিন্ন রকম হয়ে থাকে।। অসম্ভব সৌন্দর্যের ভরা এই ভেন্নার ফুল, যদি কাছ থেকে মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে এটার সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। যদিও আমাদের এতটুকু সময় নেই আমাদের আশেপাশের সৌন্দর্য দেখার।

IMG_20250106_124455.jpg

এখন দেখতে পাচ্ছেন আমাদের সকলের পরিচিত কাঁঠালের মোচা বা ফুল। যা আমাদের জাতীয় ফল যদিও প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই কাঁঠালের ফুল বা মোচা আসে। ছোট থাকতে এই মজা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর আস্তে আস্তে এখান থেকেই ফল হয়। যদিও বর্তমান সময়ে কাঁঠাল সারা বছরই পাওয়া যায়। জাতীয় ফল হওয়াই এটি আমাদের সকলের অনেক জনপ্রিয়।

IMG_20250106_124558.jpg

এরপর আমাদের বাড়ির গাছের লাউ যদিও এবছর খুব বেশি আসেনি কিন্তু বর্তমান সময়ে আবারো নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে। অতিরিক্ত শীত থাকায় গাছগুলোর কিছুটা অসুবিধা দেখা যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো মরে যাবে। আর এর অন্যতম কারণ হচ্ছে অবহেলা কারণ লাউ গাছের সেভাবে যত্ন নেওয়া হয়নি যার ফলে ফলন খুব বেশি আসেনি।

IMG_20250106_124339.jpg

সবার জনপ্রিয় লাল গোলাপ, যে ফুল ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই অনেক পছন্দ। বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয় এছাড়াও ভালোবাসার মানুষকে সর্বপ্রথম মানুষ লাল গোলাপ‌ দিয়ে শুভেচ্ছা জানাই। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে আমরা লাল গোলাপ দিয়ে অনেক রকম সাজিয়ে থাকি। তাই প্রতিটি মানুষের এই লাল গোলাপের প্রতি অন্যরকম এক ভালোবাসা থাকে। আর এই লাল গোলাপ আমার চাচাতো বোন তার বাড়ির ছাদে লাগিয়েছে এখন খুব বেশি ফুল আসেনি। যখন একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে তখন দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20250106_124423.jpg

এখন যে ফুল দেখতে পাচ্ছেন এটা সকলের পরিচিত টাইম ফুল। এই ফুলগুলো বেশিরভাগ সময়ে সকাল মুহূর্তে অনেক বেশি ফুটে থাকে আর বিকেল হওয়ার সাথে সাথে আবারো ঝরে যায়। যদিও গাছগুলো দেখতে অনেকটা উদ্ভিদের মতো লাগে কিন্তু এই ফুল গুলো মানুষের নজর খুব সহজে কাড়ে। মানুষ তার বাড়ির গেটে এই ফুলগুলো বেশি লাগিয়ে থাকে এছাড়া বিভিন্ন স্কুল বা কলেজের গেটে এ ফুলের দেখা পাওয়া যায়। সৌন্দর্য ভরা এরকম হাজারো ফুল মানুষ তার বাড়ির সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে।

তো বন্ধুরা আজকের এই ফটোগ্রাফির মধ্যে আপনার সবচাইতে কোনটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।।

Sort:  
Loading...
 10 months ago 

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আশা করছি ভালই আছেন। আপনি আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে, আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার সম্পন্ন পোস্টটি আমি পড়লাম, আপনি অনেক সুন্দর ভাবে আমাদের আশে পাশের সৌন্দর্যগুলো তুলে ধরেছেন, যা সাধারণত আমাদের চোখ এড়িয়ে চলে যাই। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, তা দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

 10 months ago 

বরাবরের মতোই শীত হচ্ছে আমাদের জন্য খুবই সুন্দর একটা ঋতু যে ঋতুতে আমরা নানা ধরনের ফুল ফল দেখতে পাই তবে অনেকেই শীত এই ঋতুটা কে পছন্দ করেনা আমার কাছে এই ঋতুটা অনেক পছন্দের একটা জিনিস।

এই সময় যেমন আমরা নানা ধরনের ফুল দেখতে পাই ঠিক তেমনি বিভিন্ন ধরনের উৎসব আনন্দ করে থাকি বিশেষ করে পিঠা উৎসব সবাই পালন করে থাকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 9 months ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে।আমাদের চারপাশে এমন কিছু সৌন্দর্য আছে যেগুলো আমরা দেখেও দেখি না বা খেয়াল করি না। আমরা আমাদের নিজের জীবন ও জীবিকা নিয়ে ব্যস্ত থাকার কারণে চারপাশের সৌন্দর্যের প্রতি খেয়াল করার সময় হয়ে ওঠেনা।সকলের নজরে না পড়া প্রাকৃতিক সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এতে আপনার সুন্দর মনের বহিঃপ্রকাশ ঘটলো।এমন অনেকেই আছে হাজারো ব্যস্ততার মাঝেও প্রাকৃতিক সৌন্দর্যগুলো তাদের নজরে পড়ে এবং উপভোগ করে। আপনি ও তাদের মধ্যে একজন ।

 9 months ago 

একদম সঠিক বলেছেন আমরা আমাদের ব্যস্ততা ও জীবিকা নির্ভর জন্য আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি না।। ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113566.23
ETH 4066.34
USDT 1.00
SBD 0.60