Incredible India monthly contest of June#1|What do we need to win?.

in Incredible Indialast year

প্রতি মাসের মত এই মাসেও আমাদের শ্রদ্ধেয় ম্যাম কনটেস্টের আয়োজন করেছে। আমি চেষ্টা করি প্রতিটি কনটেস্ট অংশগ্রহণ করার আর এবারও অংশগ্রহণ করছি আর আমার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা করি আপনারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। @jakaria121, @sampabiswas @mukitsalafi

overcome-1403734_1280.jpgsource

1. আপনার মতে, বিজয়ীর সংজ্ঞা কি?

আমরা যেকোনো কাজেই বিজয় হতে চাই বিজয় শব্দটা ছোট হলেও এর আনন্দ ও গভীরতা অনেক বেশি। কিন্তু বিজয় হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে। আর একবার হেরে গেলে বারবার চেষ্টা করতে হবে তাহলেই বিজয় সম্ভব।

আমরা হেরে যাওয়ার পরও যদি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি আর এটা মনে করি আমি একজন বিজয়ী। শুধু জিতলেই বিজয়ী হওয়া যায় না বিজয়ী হওয়ার জন্য মনের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। আমরা অনেকেই হেরে যাওয়ার পর নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি মনে করি আমি আর কখনো বিজয়ী হতে পারব না। একটা কথা মনে রাখবেন মানুষ পারেনা এমন কোন কাজ শুধু ধৈর্য ধরে নিজের কর্ম করে যেতে হবে তাহলেই বিজয় হাতের মুঠোয়।

2. বিজয়ী হওয়ার জন্য, কোন জিনিসগুলি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে- মস্তিষ্কের দক্ষতা বা শরীরের শক্তি? প্রতিটি ক্ষেত্রে আপনার উত্তর ন্যায্যতা!

free-photo-of-an-artist-s-illustration-of-artificial-intelligence-ai-this-image-represents-how-machine-learning-is-inspired-by-neuroscience-and-the-human-brain-it-was-created-by-novoto-studio-as-par.jpegpexels

আমরা সকল মানুষই বিজয় হতে চাই কিন্তু বিজয়ী হওয়ার জন্য, আমাদের সুস্থতা ও মন-মানসিকতা সর্বপ্রথম ঠিক রাখতে হবে। যদি সুস্থতা ও মন মানসিকতা ঠিক না থাকে তাহলে সেই ব্যক্তি বিজয় হতে পারবেনা বলা যেতে পারে।। কারণ সুস্থতা আমাদের শরীরকে অনেক কিছু করতে সাহজ জগায়।

আর হ্যাঁ একজন মানুষের বিজয়ী হওয়ার জন্য মস্তিষ্ক ও শক্তি দুটোই অনেক বড় ভূমিকা পালন করে। যদি মস্তিষ্ক ঠিক না থাকে তাহলে সে কি কাজ করছে সেটাই বুঝতে পারবে না, এক্ষেত্রে তার দ্বারা বিজয়ী হওয়া কখনোই সম্ভব না। পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু তৈরি করছে তার জন্য মস্তিষ্ক কে কাজে লাগিয়ে। আর যদি মস্তিষ্ক সঠিকভাবে কাজ না করে তাহলে সেই ব্যক্তি জীবনে কোন কিছু তৈরি করতে পারবে না। আর হ্যাঁ বিজয়ী হওয়ার জন্য একজন মানুষকে পরিশ্রম করতে হবে আর তার জন্য শক্তি প্রয়োজন।

3. কয়েকটি পয়েন্ট বর্ণনা করুন যা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে।

pexels-photo-2132008.jpegpexels

একজন মানুষ বিজয়ী হওয়ার জন্য অবশ্যই তার কিছু কিছু কাজ নির্ধারণ করতে হবে আর তার কিছু নমুনা আমি নিছে উল্লেখ করছি।

  • একজন মানুষকে বিজয়ী হওয়ার জন্য তার সর্বপ্রথম লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর সেই লক্ষ্য অনুযায়ী তাকে সামনে অগ্রসর হতে হবে।
  • বিজয়ী হওয়ার জন্য একজন মানুষের আত্মবিশ্বাসে বাড়াতে হবে মনের মধ্যে এটা রাখতে হবে, যে আমি পারবোই কখনো হার মানবো না।

  • অনেক সময় অনেকেই অনেক কথা বলবে তাদের কথায় কান দিলে চলবে না, তাদের কথাকে অবহেলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে তাহলেই বিজয়ী হওয়া সম্ভব।

  • প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হবে, আজকের কাজ আগামীকালের জন্য রাখা যাবে না। আর যদি এরকমটা কেউ করে তাহলে সে বিজয়ী হওয়ার বদলে ব্যর্থ হবে।
  • চিন্তা শক্তি সবসময় পজেটিভ রাখতে হবে, নেগেটিভ চিন্তা করে মাঝপথে কোন কাজকে ছেড়ে দেওয়া যাবে না। যদি চিন্তাভাবনা পজেটিভ রাখে তাহলেই সে একজন বিজয়ী মানুষ হতে পারবে।

4. আমাদের জীবনধারার দৌড়ে জয়ী হওয়ার জন্য আমাদের কোন জিনিসগুলি অনুসরণ করা উচিত এবং এড়ানো উচিত? বর্ণনা করুন।

ইতিপূর্বেই আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের মাঝে উল্লেখ করেছি। আমার মনে হয় সেগুলো অনুসরণ করা উচিত।

একটা মানুষের বিজয়ী তার মধ্যেই লুকিয়ে আছে, শুধু তার ধৈর্য ও পরিশ্রম দরকার তাহলে একজন মানুষ বিজয়ী হতে পারবে। আর যদি ধৈর্য বা পরিশ্রম ছাড়াই কেউ বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে তাহলে সেটা স্বপ্নে থেকে যাবে কখনো বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করতে হলে অবশ্যই তাকে সবকিছু মেনে চলতে হবে। আর যারা আপনাকে ব্যর্থতার গল্প শোনাবে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, তাদের কথায় কখনোই কান দেওয়া যাবে না।

তো বন্ধুরা আজকের মত এখানে ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 last year 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করছেন।

বিজয়ের সংজ্ঞা খুব ভালোভাবেই উপস্থাপনা করেছেন আমিও মনে করি যে পরিশ্রম মেধা ও ধৈর্য থাকলেই বিজয়ী হওয়া সম্ভব। আপনি একদম ঠিক বলছেন একবার হেরে গেলে অনেকে হাল ছেড়ে দেয় তবে তারা কখনোই বিজয়ী হতে পারেনা কেননা তাদের ধৈর্য নাই।

আপনি এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

জীবনে যেকোনো জিনিস অর্জন করার জন্য ধৈর্য থাকাটা আবশ্যক সেই সাথে আত্মবিশ্বাস ও পরিশ্রমী হওয়া জরুরী।। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 last year 

আসলে ঠিক যে কোন কিছুই তো আর এমনি এমনিই অর্জন হয় না অনেক কিছু ত্যাগ এবং ধৈর্য আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই অর্জন করতে হয় একদম ঠিক কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য।

 last year 

বিজয় খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু এটা অর্জন করার পর, এত আনন্দ আসে যেটা বলে বোঝানো সম্ভব না। একজন মানুষ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো তার মধ্যে প্রয়োজন। সেটা আপনি খুব সুন্দর ভাবেই আমাদের সাথে উপস্থাপন করেছেন। অবশ্যই আমাদের জীবনের একটা গোল সেট করতে হবে এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে আমরা সেই গোলের মধ্যে থেকে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

নিজের মধ্যে যদি কোন কাজ করার আত্মবিশ্বাস না থাকে। তাহলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তবে আমার কাছে মনে হয়, মাঝে মাঝে হেরে গিয়ে দুই পা পিছিয়ে এসে, প্রিয় মানুষের মুখে হাসি ফোটানো টা উত্তম। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year 

যেকোনো কাজের জন্যই একজন মানুষের আত্মবিশ্বাস থাকা জরুরী কিন্তু আত্মবিশ্বাস না থাকে তাহলে সে সেই কাজে জয়ী হতে পারবে না।। ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।।

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রতিযোগিতার নিয়মানুসারে আপনি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়েছেন। আমিও আপনার সাথে একমত। বিজয়ী হতে গেলে শারীরিক এবং মানসিক দুটো দিকই প্রয়োজন। এছাড়াও বিজয়ী হওয়ার জন্য যে ৫টি বিষয় তুলে ধরেছেন তা অত্যন্ত যুক্তিযুক্ত। ধৈর্য্য ও পরিশ্রম ছাড়া জয়ী হওয়া সম্ভব না। বিজয়ী হওয়ার জন্য আমাদের অবশ্যই এ বিষয়গুলো আয়ত্ব করতে হবে। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 111084.08
ETH 3892.27
USDT 1.00
SBD 0.59