Incredible India monthly contest of July#1|Enjoy the life.

in Incredible India15 hours ago

প্রতি বারের মতো এবারও আমাদের শ্রদ্ধেয় ম্যাম কনটেস্টের আয়োজন করেছে। আজকের এই কনটেস্টে খুবই চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এই কনটেস্টের বিষয়ের উপর আমি আমার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা করি আপনারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। @jakaria121, @sampabiswas @rubina203

কিভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি?

pexels-photo-1263986.jpegpexels

জীবন আমাদের অমূল্য সম্পদ আর এই জীবনে আমরা প্রত্যেকেই ভালোভাবে উপভোগ করতে চাই। কিন্তু তার আগে জানতে হবে উপভোগ করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করি অধিক টাকার মালিক হলেই জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আমি এই কথাটার সাথে কখনোই সহমত পোষণ করি না কারণ টাকা হলেই যে মানুষ সুখী হতে পারে এরকম ভাবাটা বোকামি।

আমরা জীবনকে খুব সহজভাবে উপভোগ করতে পারি তার জন্য আমাদের প্রয়োজন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও প্রিয় মানুষ কারণ একজন মানুষ কখনোই একাকীত্বভাবে জীবনকে উপভোগ করতে পারে না। আমরা জীবনে ছোট ছোট কাজ করার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। আমরা মানুষকে ভাল উপদেশের মাধ্যমেও জীবনকে উপভোগ করতে পারি আবার মানুষের ছোট ছোট স্বপ্ন পূরণ করার মাধ্যমে উপভোগ করতে পারি।

আমি মনে করি আমাদের যে কাজটা জীবনকে প্রশান্তি এনে দেয় ও আনন্দ দেয় এটাই জীবনের সবচাইতে আনন্দ মুহূর্ত আর এভাবেই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারি।

আপনি কি মনে করেন দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের জীবন উপভোগ করা অপরিহার্য? আপনার বিন্দু ন্যায্যতা!

pexels-photo-7203836.jpegpexels

অবশ্যই আমি মনে করি দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের জীবনকে উপভোগ করা অপরিহার্য।

আমরা এই শহরে এতটাই ব্যস্ত যে জীবনকে উপভোগ করার সময় আমাদের হয় না। প্রতিটা মানুষ নিজ নিজ কর্ম ও দায়িত্বে এত বেশি ব্যস্ত যে নিজের জীবনকে উপভোগ করার সময়টুকু বের করতে পারে না। তাদের একটা বারের জন্য মনে হয় না আমাদের জীবনকে উপভোগ করা উচিত‌। পৃথিবীতে সৃষ্টি কর্তা হাজারো জিনিস সৃষ্টি করেছেন আর এগুলোর মাধ্যমে আমাদের জীবনকে উপভোগ করতে হয়।

একটা মানুষ একঘেয়েমি হয়ে কাজ করতে করতে একটা সময় আনন্দের কথা ভুলে যায়। তখনই তার জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষগুলো অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করে বা একঘেয়েমী হয়ে কাজ করে ,সেই মানুষগুলোর সাথে কথা বলে আপনি কখনোই শান্তি পাবেন না। কারণ তাদের দায়িত্ব তাদের মাথা অন্যদিকে রাখে।

পৃথিবীতে আনন্দের সাথে কাজ করার মজা আর কোন কিছু নেই, তাই জীবনকে উপভোগ করার জন্য আনন্দ করা প্রয়োজন। মাঝে মাঝে আপনার পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যান দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে গেছে ভালো হয়ে গেছে।

আপনি কি বিশ্বাস করেন যে আত্ম-ভোগ সম্পর্কে চিন্তা করা স্বার্থপরতা? আপনার উত্তর ব্যাখ্যা করুন।

না, এটা কখনোই স্বার্থপরতা না। আমাদের জীবনকে আমাদেরই উপভোগ করতে হবে তাই এটা কখনোই স্বার্থপরতা না। আমরা প্রতিটি মানুষ যেমন আমাদের জীবনের সমস্যার গুলো আমরা নিজেরাই সমাধান করে থাকি ঠিক তেমনি আমাদের জীবনকে উপভোগ করার দায়িত্বটা আমাদেরই নিজেদেরই নিতে হবে।

শেষবার যখন সবচেয়ে বেশি উপভোগ করেছেন? আমাদের সাথে গল্প শেয়ার করুন.

IMG_20240309_120922.jpg
পূর্বে ব্যবহৃত ছবি

প্রতিটি মানুষের জীবনে আনন্দের কিছু মুহূর্ত থাকে, আর এই মুহূর্ত গুলো আমাদের জীবনকে আনন্দ এনে দেয়। আমি শেষবারের মতো সবচাইতে বেশি আনন্দ উপভোগ করেছি কলেজ থেকে শিক্ষা সফরে যেয়ে। এখানে বন্ধুদের সাথে ও স্যারদের সাথে অনেক আনন্দের কিছু মুহূর্ত কাটিয়েছি আর এটাই আমি শেষবারের মতো বেশি উপভোগ করেছি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZe6ExyDepQbW3SKvoLLPjLVm77wHWqAGjqGgJZz8tjRJ7NC9mGro5sAbeRXMLjew5MpMhKfQZow4.png

বন্ধুরা আজকের মত এখানেই ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...

image.png
CONGRATULATIONS!!
This post has been upvoted - Steem's Angels with @steemcurator09/ Curated by: @weisser-rabe

প্রথমেই আপনার জন্য শুভ কামনা, আপনি জুলাই মাসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এইবারের প্রতিযোগিতার বিষয়টা অনেক সুন্দর, আপনি জীবন উপভোগ করা নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন, এই প্রতিযোগিতার প্রশ্নগুলোর উত্তর খুব ভালভাবে দিয়েছেন, আপনি ঠিক বলেছন, ব্যস্ততার কারণে আমরা জীবনকে উপভোগ করতে পারি না। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। জীবনকে কিভাবে উপভোগ করা যায়। আমার মতে বিভিন্নভাবে জীবনকে উপভোগ করা যায়। একা ঘুরতে যাওয়া পরিবার নিয়ে ঘুরতে যাওয়া পরিবার নিয়ে কোথাও খাওয়া-দাওয়া করা। বন্ধুদের সাথে আনন্দ করা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ইত্যাদি বিষয়ে জীবন উপভোগ করা যায়। আরো অনেক বিষয় আছে উপভোগ করার মত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45