হঠাৎ বিটকয়েনের এত পরিবর্তন কিন্তু কেন?

in Incredible India8 days ago (edited)
IMG_20240920_173940.jpg
google থেকে স্ক্রিনশট নেওয়া

আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা হয়তো সবাই বিটকয়েনের সাথে পরিচিত আছেন। বিশেষ করে যারা ট্রেডার আছেন তারা তো সব সময় বিটকয়েনের সাথে লেগেই থাকেন কখন কোন দিকে এর মোভ হতে পারে এগুলো এনালাইজ করে থাকেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে হঠাৎ করেই বিটকয়েনের একটা পরিবর্তন কিন্তু কেন?

pexels-photo-844124 (1).jpegpexels

বিটকয়েনের পরিবর্তন এসেছে ১৮ তারিখ রাত থেকে যারা খেয়াল করেছেন তারা হয়তো দেখেছেন। কিন্তু এমন কি হয়েছে এই ১৮ তারিখ যার জন্য বিটকয়েন এত পাম্প করল। আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থায়ীও থাকে না সব সময় ওঠানামার উপরে থাকে। যখন মার্কেটে ভালো নিউজ আছে তখন মার্কেট পাম্প করে আর যখন খারাপ নিউজ আছে তখন মার্কেট ডাম্প করে এটাই ক্রিপ্টোকারেন্সি মূল কনসেপ্ট। এছাড়াও বড় বড় হোয়েল যারা আছে তারা ইচ্ছা করেই বিটকয়েন কে অনেক সময় নিচের দিকে নিয়ে আসে আবার উপরে নিয়ে যায়, মূলত যারা ফিউচার ট্রেড করে তাদেরকে লিকুইয়েশন করার জন্য।

এখন আসি মূল কথায় মানে বিটকয়েনের হঠাৎ পরিবর্তন কেন? আপনারা হয়তো জানেন প্রতি চার বছর অন্তর অন্তর crypto markete একটা বুল মার্কেট আসে। আর এই বুল মার্কেটের অতি নিকটে আমরা।

pexels-photo-14354118.jpegpexels

চলুন জেনে নেই বুল মার্কেট কি?

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা সময় থাকে buyar market আর একটা সময় থাকে selling market. যখন buyar market থাকে তখন মানুষ কম দামে কয়েন কিনে থাকে। আর একটা সময় পর এই কয়েন গুলো কয়েক গুণ মানুষকে প্রফিট দিয়ে যায়, কিছু কিছু কয়েন আছে ১০০ গুন পর্যন্ত প্রফিট দেয়। আর এই সময়কে বলা হয় বুল মার্কেট।

১৮ তারিখে রাতে FMAC মিটিং হয়েছে আমেরিকাতে যেখানে 0.50 BPAS রেড কার্ড হয়েছে যার জন্য মার্কেটে এত বেশি পরিবর্তন। এখন মার্কেট উপরে যাচ্ছে তার মানে যে আর নিচে নামবে না এরকমটা কিন্তু না।

pexels-photo-14856619.jpegpexels

রেড কার্ড মূলত কি ? চলুন জেনে নেই

রেড কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা হলে আমেরিকান মানুষ কম সুদে ব্যাংক থেকে লোন নিতে পারে। এখন যদি সুদের হার ১০% থাকে রেড কার্ড হওয়ার পর সেটা চলে আসে ৭% বা ৫% রেড কার্ড যে হিসেবে হয় সেই হিসাবে সুদের হার কমে যায়। তখনই মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা স্টক মার্কেট ও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করে থাকে আর যেটার প্রভাবের কারণে মার্কেট কয়েক গুণ পাম্পে চলে যায়। কিন্তু হ্যাঁ রেড কার্ড হওয়ার সাথে সাথে যে এমন হবে তেমন কিন্তু না। এটা হওয়ার জন্য সময় লাগবে এক মাস অথবা দুই মাস তারপরেই মার্কেটের সিনারি পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। আপনারা এখন যেটা এক টাকা দেখছেন বুল রানে সেটা কয়েক গুণ উপরে থাকবে। কিন্তু সব কয়েন যে থাকবে এরকমটা না যে কয়েন গুলো ভালো বা স্ট্রং সেগুলোই অনেক ভালো পারফরমেন্স করে।

আর হ্যাঁ এই রেড কার্ড একবার হলো পরবর্তী মাসে আবারো হওয়ার সম্ভাবনা আছে। যদি আবারো হয় তাহলে মার্কেট অনেক বেশি বুলিশে চলে যাবে। শুধু যে মার্কেট সব সময় উপর যাবে এরকমটা না। মার্কেট নিচে নামবে উপরে যাবে নিচে নামবে উপরে যাবে, এভাবেই চলতে থাকবে আর একটা সময় পর কয়েকদিনের মধ্যেই মার্কেট ধরাছোঁয়ার বাইরে চলে যাবে‌

তো বন্ধুরা আমি খুব বেশি ক্রিপ্টোকারেন্সি বুঝিনা যতটুকু বুঝি বা দেখেছি বা শিখেছি সেখান থেকেই আমি ধারণা নিয়ে আপনাদের মাঝে আমার অভিমত শেয়ার করলাম। আজকের মত এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 8 days ago 

ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন হচ্ছে এক নম্বর কয়েন, অন্য সব কয়েন গুলো বিটকয়েন এই পিছে পিছেই ঘুরে, আমরা সবাই বিটকয়েনের নাম শুনলেও এটা বিস্তারিতভাবে খুব কমই জানি, আপনি খুব সুন্দর ভাবে বিটকয়েন সম্পর্কে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন, আপনার এই পোস্ট দ্বারা অনেক কিছু শিখতে পারলাম, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 days ago 

লেখা থেকে একটা সুন্দর বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে বুল মার্কেট কি। তবে কিছু সময় কয়েন গুলো অতিরিক্ত পরিমাণে দাম বেড়ে যায় যার কারণে সবাই ভালো পরিমাণে প্রফিট পাশ।আপনার সুন্দর লেখাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

ক্রিপ্টো কারেন্সির মার্কেট কখন কিভাবে পরিবর্তন হয় সেটা বোঝা বড়ই মুশকিল কেননা যদি সবাই বুঝতে পারতো তাহলে সবাই কোটিপতি হয়ে যেত আর যারা এই মার্কেট নিয়ে ব্যবসা করছে তারা রাস্তায় বসতো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিপ্ট মার্কেট সম্পর্কে আমাদের অবগত করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.60
ETH 2685.59
USDT 1.00
SBD 2.86