মশা কেন মানুষের রক্ত খায়?

in Incredible Indialast year
pexels-photo-255392.jpegpexels

"Hello everyone"

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে না, যার সাথে মশা এই প্রাণীটির পরিচয় ঘটেনি। আর এই প্রাণীটির প্রধান আড্ডাখানা হচ্ছে জমে থাকা পানি এবং নোংরা আবর্জনায়। ছোটবেলায় আমরা কমবেশি সকলেই পড়েছি মশার তিন ধরনের হয়, অ্যানােফিলিস, কিউলেক্স, এবং এডিস মশা। মশা ছোট প্রাণী হলেও এর কামড়ে কিন্তু কাবু হয়ে যায় বলিষ্ঠ চেহারার মানুষ।

মশার প্রধান খাদ্য বস্তু হল মানুষের রক্ত সেটা আমরা সকলেই জানি। আপনি কি জানেন মশার মধ্যে মেয়ে মশা মানুষের রক্ত পান করে, আর ছেলে মশারা ফুলের রস এবং অন্য কিছু খেয়ে থাকে। কিন্তু আমরা তো আর খালি চোখে দেখে বুঝতে পারিনা কোনটা ছেলে মশা আর কোনটা মেয়ে মশা। মশা ছোট প্রাণী হলেও যখন কানের কাছে এসে গুনগুন করে তখন এতটাই বিরক্তকর লাগে যেটা বলার বাহিরে। যখনি মশা কানের কাছে এসে গুনগুন করে তখনি কষে চড় মেরে মশাকে চির বিদায় করে দেই আর এই কাজ আমরা সকলেই করে থাকি।

আপনারা কি একটা জিনিস কখনো ভেবে দেখেছেন এই গোটা পৃথিবীতে এত কিছু খাওয়ার জিনিস থাকতে মশা মানুষের রক্ত কেন খায়। মশা রক্ত খায় এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক সে এডিস এজিপ্টি মশার ডিম সংগ্রহ করে। তারপর সেগুলোকে একটি ল্যাব বক্সে ছেড়ে দেই পর্যবেক্ষণের জন্য।

সে বিজ্ঞানী অনেক গবেষণা করে দেখতে পায় মশা রক্ত খায় না। যে অঞ্চলে পানি কম রয়েছে সেই অঞ্চলের মশা প্রজননের জন্য নিজের ক্ষুধা মেটাতে রক্ত পান করে থাকে। ধীরে ধীরে ঘন বসতি বেরে ওঠায় জলের অভাব দেখা যায় আর তখনই মশারা মানুষের রক্ত খাওয়ার পথ বেছে নেয়। আর আমরা তখন থেকে বিশ্বাস করতে শুরু করি, মশার প্রধান খাদ্য হচ্ছে মানুষের রক্ত।

মশা তিন প্রকার এটি আমরা সকলেই জানি। আর এই মশার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে; এডিস মশা। যার কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে এবং বেশিরভাগ মানুষই এখন আতঙ্ক রয়েছে। হসপিটালে বিছানায় অনেক মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে এই মশার কামড়ে। বর্তমান সময়ে প্রায় মানুষের জ্বর হচ্ছে। আর এই জ্বর হলেই মানুষ আরো আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে যে আমার ডেঙ্গু হলো নাকি।

বর্তমান সময়ে ডেঙ্গু এতটাই মারাত্মক হয়ে উঠেছে যার ডেঙ্গু জ্বর হচ্ছে সে মানুষটি এত সহজে সুস্থ হচ্ছে না। অনেকদিন তাকে জ্বরের সঙ্গে লড়াই করতে হচ্ছে এবং কি অনেকেই মৃত্যুবরণ করছে। এডিস মশা দিনে এবং রাতেও কামড়ায় কিন্তু আমরা অনেকেই জানি শুধু দিনের বেলায় মানুষকে কামড় কিন্তু এটি গবেষণা করে দেখা গেছে দিনে এবং রাতেও মানুষকে কামড়ায়।

বর্তমান সময়ে যেহেতু মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে, সেজন্য আমাদের প্রত্যেকের সতর্ক হয়ে থাকা দরকার। রাতে ঘুমানোর সময় অবশ্যই ভালোভাবে মশারি দেওয়া এবং দিনের বেলায় একটু সাবধানতার সাথে চলাফেরা করা দরকার। তাহলে আমরা অনেকটা ডেঙ্গুর হাত থেকে বাঁচতে পারবো।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErGbV5TuGc5WvYzBZHcu3PvyCn2V3qzmB5rejCpFQyx3ufbVqeVxdzWthqt6ZUmudQZ8gKUq3ULMaRbrDVs1ifihY8P6zSScE1pg.png

তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

uxXm73TeYMn4BXLCpApWd9J2cdwvdJ8HhZApnD3TYqvg9onUxaF9bhXexm2HGwW7qAke2aDPtPCJQXT3MXBSTZwoULDgqRURtWnX4rc9qb...SmNTmSgBjp68TJHPZSAzfvh958QWZ5peZFyMvFw6a2xo9spN4iwbv96YbparmoYUcoTZPtj4ow6ZkcrvbjmwZ1UBPb6snxchwWdDmkrqm8AtBo6SXkyCoUQte.jpeg

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 last year 

আজকে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন,, মশা কেন মানুষের রক্ত খায়। আসলেই আপনার পোস্ট পড়ে জানতে পারলাম,, মশার খাবারের যখন কিছু না থাকে। তখন মশা মানুষের রক্ত খেয়ে জীবনধারণ করে। আসলে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যত কিছুই সৃষ্টি করেছেন। একটার উপর আরেকটা জিনিস নির্ভরশীল,, ঠিক তেমনি মশা।

অসংখ্য ধন্যবাদ,, এই অজানা তথ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপনার কমেন্টটি অসাধারণ ছিল ।খুব সুন্দর ভাবে আপনি কমেন্টস করেন প্রতিটা পোস্টে। এটি আমার অনেক ভালো লাগে।

 last year 

মশার রক্ত খাওয়ার কারন আমার জানা ছিলো না। নতুন তথ্য জানতে পারলাম আপনার লেখা পড়ে। ধন্যবাদ আপনাকে এমন কিছু শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

আমার পোস্ট এর মাধ্যমে আপনি কিছু জানতে পেরেছেন সেটা শুনে আমার অনেক ভালো লাগলো।। এবং আপনাকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

মশার প্রধান খাবার যে রক্ত সেটা আমরা সবাই জানি ৷ আর মশা নোংরা আর্বজনা জায়গায় খুব বেশী থাকে ৷ এই মশার কারনে অনেক মানুষ শান্তিতে থাকতে পারে না ৷ কোন ধরনের এলাকা রয়েছে যেগুলো এলাকাতে অনেক মশা থাকার কারনে মশারি টাঙিয়েও ঘুমানো যায় না ৷ মশার কামড়ে শরীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে থাকে ৷ আমাদের উচিত মশার আক্রমন থেকে সব ধরনের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা উচিত ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য।

 last year 

তাই আমার তো জানা ছিল না যে মেয়ে মশা মানুষের রক্ত খায় আর পুরূষ মশা ফুলের রস খায়। খুব ভালো লাগলো তা ও জেনে যে,৩ ধরনের মশার মধ্যএ এডিস মশা ই সব চেয়ে মারাত্মক। আপনাকে অনেক ধন্যবাদ।এত বাস্তবধর্মী একটি পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আপনি আমার পোষ্টের মাধ্যমে কিছু জানতে পেরেছেন এটা শুনে আমি অনেক আনন্দিত। আর আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।

 last year 

হ্যা, আপনার পোস্ট টি তথ্য বহুল ছিল। তাছাড়া আপনি আপনার প্রতিটি পোস্ট ই কিছু না কিছু
তথ্য যুক্ত করেন।যা থেকে কিছু না কিছু আমরা জানতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

 last year 

আপনাকে ধন্যবাদ ম্যাম এত সুন্দর ভাবে আপনার মন্তব্য করার জন্য।

 last year 

Welcome dear friend stay safe

 last year 

প্রিয় লেখক বন্ধু আজকে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন, মশা কেন মানুষের রক্ত খায়। আসলে এ সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না আমার আপনার পোস্টটি পড়ে অনেক ধারণা পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আজেকের উপস্থাপনা করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সম্পন্ন পড়ে কিছু বুঝতে পেরেছেন সেজন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67559.70
ETH 2674.90
USDT 1.00
SBD 2.70