"Better Life With Steem || The Diary game || 30 December "

in Incredible India10 months ago
Picsart_23-12-31_16-01-29-642.jpg

বন্ধুরা গতকাল ছিল শনিবার আর আমার শুক্রবার ও শনিবার প্রাইভেট বন্ধ। আর আজকে ভাইয়া বলছিল একটা জমিতে পানি দিতে হবে। আমাদের বাসার পাশেই একটা ভুট্টা ক্ষেত রয়েছে। আর এই ক্ষেতে সবার আগে ভুট্টা রোপণ করছিলাম। আর এখন ভুট্টার গাছ একটু বড় হয়েছে তাই পানি দেওয়ার সময় হয়ে গেছে। যেহেতু ভাইয়া সকালে এই কথাটা বলেছিল তাই আমি একটু প্রস্তুত ছিলাম।

IMG_20231230_150203.jpg

যেহেতু প্রাইভেট বন্ধ ছিল তাই একটু দেরি করেই সকালে উঠি । আর ফ্রেশ হয়ে নাস্তা করে রোদ্রে দাঁড়িয়ে ছিলাম। তখন আমার ভাগ্নে ডাক দিয়ে বলতেছিল মামা মামা‌ আজকে হাঁস দুইটা ডিম পেরেছে। পরে আমি যেয়ে দেখি আসলে দুইটা ডিম পেরেছে। পরে খপি থেকে ভাগনাকে ডিম বের করে দেয়।

তার কিছুক্ষণ পরে ভাইয়া মোটার নিয়ে চলে যায় জমিতে। বর্তমান সময়ে জমিতে পানি দেওয়া একদমই সহজ। আগে পানি দিতে অনেক কষ্ট করতে হতো কারণ প্রতিটি মানুষের মেশিন ছিল না। তাই অনেকের কাছ থেকে মেশিন নিয়ে এসে জমিতে পানি দেওয়া লাগতো। আর এখন যখন ইচ্ছা তখনই পানি দেওয়া যায় খুব সহজেই। যদি একটা মোটার ও বিদ্যুৎদের লাইন থাকে।

IMG_20231230_152903.jpg
IMG_20231230_152800.jpg

পরে ভাইয়া মোটর নিয়ে চলে যায় জমিতে। তার কিছুক্ষণ পর আমি যাই আর দেখি সবকিছু রেডি করেছে এবং পানিও দেওয়া শুরু করেছে। জমিতে রস কম থাকায় একটু তাড়াতাড়ি পানি দিচ্ছি। আর জমিতে পানি দিলে ফসল খুব তাড়াতাড়ি বড় হয় এবং ফলন ভালো হয়। তাই জমিতে রস কম থাকলে পানি দেওয়া জরুরী।

IMG_20231230_152844.jpg

আর আমরা গিয়েছি সাথে ভাগনা ও‌ গেছে। আর ভাইগ্না যেয়ে পানিতে নেমে গেছে। ভাইগ্না কাজের চাইতে দুষ্টুমি বেশি করে। আর আমার ভাগ্নের পানি সবচাইতে প্রিয়। পানি দেখলেই সেখানে নেমে যাবে আর কাদা করতে থাকবে।

পরে আমি সেখান থেকে বাসায় চলে আসি আর ইতিমধ্যেই দুপুরের আযান হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই গোসল করে নেই। আর রোদ্রে কিছুক্ষণ বসে থাকি। দুপুরে গোসল করার পর রোদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। পরে আমি দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি। আর বেশ কিছু সময় আমার বন্ধুদের পোস্টে কমেন্ট করি।

IMG_20231230_151913.jpg

গতকালকে দুপুরে ঘুমাইনি বেশ অনেক সময় ধরেই মোবাইল ব্যবহার করতেছিলাম। পরে একটু বাসার বাইরে বের হয় হাঁটাহাঁটি করার জন্য। আর একটু যেতেই দেখতে পাই আমার সেই ছোট বোনগুলো আজকে ঢেঁকি বানিয়ে খেলা করতেছে।। বর্তমান সময়ে ঢেঁকি অনেকটা বিলুপ্ত হওয়ার পথে। আর ছোটরা সেটিকে ধরে রেখেছে দেখে বেশ ভালো লাগলো।।

পরে বাহিরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি। আর বাসায় আসার পর। আমার একটা ভাইয়ের সাথে ফোনে বেশ কিছু সময় কথা বলি। আর ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। পরে একটু নাস্তা করে আবারো শুয়ে থাকি পড়তে কেমন জানি ইচ্ছে করছে না। কিছু সময় শুয়ে থাকার পর পড়তে বসি।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 10 months ago 

আপনারা কয়েক দফায় ক্ষেতে ভুট্টা লাগিয়েছেন। সারা সকাল সেখানে পানি দেওয়ার কাজে আপনি ব্যস্ত ছিলেন। যেহেতু এখন মটর দিয়ে কারেন্টের মাধ্যমে পানি টানা হয় তাই কষ্ট অনেক কমে গেছে। আপনার ভাগ্নে মাশআল্লাহ খুবই দুষ্ট। আপনাদেরকে অনেক সহায়তা করে। ছোট বাচ্চাদের ঢেকি বানিয়ে খেলাটা দেখে খুব অবাক হলাম। কারন ঢেকি তো বাস্তবে এখন আর দেখাই যায় না। অতঃপর সন্ধ্যার পরে আপনি একটু পড়তে বসলেন। সব মিলিয়ে আপনি বেশ ব্যস্ত একটি দিন পার করলেন।

 10 months ago 

ভাগ্নে সহায়তা করার বদলে কাজ আরো বেশি পিছিয়ে দেয় 😆 তারপরও আলহামদুলিল্লাহ সাথে থাকে এটাই অনেক বেশি।।

আমাদের সাথে আপনার দিনের কার্যক্রম গুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমেই বলি আপনার ভাইগ্না দেখতে কিন্তু অনেক কিউট।আর ছোট তো ওরা দুষ্টুমি করবেই আরও পেয়েছে পানি। আপনি একদম সঠিক কথা বলেছেন ঢেঁকির ব্যবহার শেষের দিকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 10 months ago 

জি ভাই ছোট বাচ্চারা একটু দুষ্টুমি বেশি করে আর যে কাজে তাদের বারণ করা হয় সেটাই বারণবার করে।।

ভাই বাচ্চা দের বলে লাভ নাই আমরা ও ওই বয়সে এই রকম করছি ।আর তারা কোন ও বারন মানে না। আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 10 months ago 

আপনারা অনেক বড় একটা খেতে ভুট্টা চাষ করে করেছেন। মাটি শুকিয়ে যাওয়ার কারণে তারপর মেশিন দিয়ে ভুট্টা গাছে পানি দিলেন। আসলে সব বাচ্চারাই পানি পেলে খুব আনন্দ পায় ওদের দুষ্টুমিটা তখন এক থেকে দশ পরিমাণ বেড়ে যায়। জমিতে প্রচুর রোদ থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন এবং গোসল করে দুপুরে খাবার নিয়ে বিশ্রাম নেন এবং ফোন ব্যবহার করছিলেন। থ্যাঙ্ক ইউ আপনার সারাদিনে ডেইরি গেম আমাদের সাথে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

এটি আপনি একদম সঠিক বলেছেন।। সব বাচ্চারাই পানি পেলে একটু বেশি খেলা করে।।

 10 months ago 

গতদিন এর পোস্ট এই পড়েতিলাম যে আপনাদের জমিতে ভুট্টা লাগিয়েছেন।সেই ভুট্টা ক্ষেতে পানি দিতে হবে আপনাদের।
আপনার ভাগ্নে এসে বলে যে হাস দুটো ডিম দিয়েছে। যেয়ে দেখেন আসলেই দুটো ডিম। আপনার ভাগ্নে স্মর্ট আছে ।
আপনার ভাই মোটর নিয়ে ভুট্টা ক্ষেতে পানি দিতে যায়।
আপ্নার দিনলিপি পড়ে খুব ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি আপু ভুট্টা রোপন করা শেষ এখন প্রতিটি জমিতে পানি দিতে হবে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

আপনাদের বাসার পাশে ভুট্টা ক্ষেত একটা আছে। সবার আগে আপনারাই ভুট্টা লাগিয়েছেন। আপনার ভাগ্নে ডাকছে মামা মামা দুইটা হাঁসের ডিম বেশ সুন্দর করে তাকিয়ে ছবি তুলেছে 😅আধুনিক যুগে এখন বর্তমানে পানি ক্ষেতে পানি দেয়া সহজ আমরা ছোটবেলায় এই শ্যালো মেশিনে গোসল করতাম শীতের সময়ে এখন এগুলো সব কিছু স্মৃতি হয়ে আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার দেওয়ার জন্য।

 10 months ago 

আমিও ছোট থাকতে মেশিন দিয়ে জমিতে পানি দিয়েছি।। বর্তমান সময়ে মেশিন নেই বললেই চলে ।। সব জায়গায় মটার ব্যবহার করে।।

আপনার প্রাইভেট যেহেতু বন্ধ ছিল সেহেতু আপনি ঘুম থেকে একটু দেরি করে তো উঠবেনই। আমি আপনার জায়গায় থাকলেও তাই করতাম। আধুনিক যুগে ঢেঁকি প্রায় বিলুপ্তির পথে। বাচ্চারা খেলার ছলে হলেও ঢেঁকি তো বানিয়েছে আর বলতে কোন দ্বিধা নেই যথেষ্ট ভালোভাবেই ওরা ঢেঁকিটা তৈরি করেছে। খুব ভালো লাগলো আপনার সারাদিনের কার্যাবলী পড়ে। ভালো থাকবেন।

 10 months ago (edited)

আমিও তাদের ঢেঁকি দেকে আশ্চর্য হয়েছিলাম। এত সুন্দর ভাবে তৈরি করেছে খুবই ভালো লেগেছে দেখে।

 10 months ago 

আপনার অনেক জমিতে আবাদ করেন তা শুনেছি। জমিতে ভুট্টা গাছ লাগিয়েছেন। জমি শুকিয়ে যাওয়াতে সেচ দিচ্ছেন। আর আপনার ভাগ্নে টা খুব ট্যালেন্ট। ওর প্রতি বিশেষ যত্ন
নিবেন। দোয়া করি অনেক বড় যেন হয়।

 10 months ago 

জমিতে রস না থাকলে পানি দিতে হয় ।। আর সময়ের পানি সময় না দিলে ফসল ভালো হয় না।

 10 months ago 
  • পানি হচ্ছে জমির প্রাণ। জমিতে পানি না থাকলে ফসল হবে কি করে। একটি ফসলকে ঘর পর্যন্ত আনা অব্দি বহুবার পারি দিতে হয়। আপনি ঠিকই বলেছেন পানি না থাকলে ফসল হবে না। খুব ভালো কাজ করেছেন আপনি। পরিবারের কাছে সাহায্য করছেন। এত বড় আপনার নিজের পরিবারে দুজনের উপকার হচ্ছে। কয়েক পরিশ্রম করে শরীর ভালো থাকে ব্রেন সচেষ্টাকে খুব দ্রুত পরা মুখস্ত হয়।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনাকে জান্য রইল নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা । আপনি পড়াশোনার পাশাপাশি আপনার বাবাকেও কাজে সাহায্য করছেন সেটি দেখে খুবই ভালো লাগলো ।শুক্র ও শনিবার আপনার প্রাইভেট বন্ধ থাকায় আপনি একটি ঘুম থেকে দেরিতে উঠেছেন এবং আপনার বড় ভাইয়ের বলেছেন খেতে পানি দিতে তাই আপনি খেতে পানি দিতে গেলেন ।
হ্যাঁ এখন আধুনিক প্রযুক্তির উন্নয়নের জন্য আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে । আমরা খুব কম সময়ে করতে পারি এবং লোকসংখ্যাও কম লাগে ।দারুন তো আপনারা হাঁস মুরগি পালন করছেন । বাবুটা কি সুন্দর দুটো ডিম নিয়ে মামাকে ডাকতেছে। ওর জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা ।
অনেকদিন পর ঢেকি দেখলাম ।একদিন এই ঢেঁকিতে ধান ভেঙ্গে চাল তৈরি করা হতো এবং অন্যান্য কাজ করা হতো ।আপনার সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আজ বাসায় একটু কাজ ছিল। ‌ মাঝে মাঝে ভাইয়ের সাথে কাজ করতে হয়।। এতে করে ভাইয়ার অনেক সুবিধা।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 10 months ago 

আপনার প্রাইভেট বন্ধ থাকায় আপনার ভাই বলে ভূট্টা ক্ষেতে পানি সেচ দিতে হবে ৷ তাই আপনি চলে যান ভূট্টা ক্ষেতে পানি সেচ দিতে ৷ সাথে আপনার ভাগ্নে ছিল ৷ সে অনেক দুষ্টামি করতেছে ৷ তারপর আপনি পানি সেচ দেওয়া হলে বাড়িতে চলে আসেন ৷

ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

বাসায় মাঝে মাঝে ভাইয়ের সাথে একটু কাজ করি। এতে করে ভাইয়ের অনেক সুবিধা হয়।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58