"Better Life With Steem || The Diary game || 29 December "

in Incredible India9 months ago
Picsart_23-12-30_17-08-13-422.jpg

বন্ধুরা গত কালকে বাসায় একটু কাজ ছিল তাই সকালে একটু তাড়াতাড়ি উঠি। তারপর প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে একটু সময় রোদ্রের দাঁড়িয়ে ছিলাম। সকালে রোদ খেতে বেশ ভালোই লাগে। আর বর্তমান সময়ে ঠান্ডা অনেকটা কমে গেছে বললেই চলে। হয়তো অন্যান্য জায়গায় অনেক বেশি ঠান্ডা রয়েছে। কিন্তু আমাদের এখানে ঠান্ডা অনেক বেশি কমে গেছে।

IMG_20231229_151815.jpg

পরে আমি সকালের নাস্তা করে চলে যাই জমিতে। আমাদের একটা জমিতে ভুট্টা রোপন করা বাকি ছিল। গতকালকেই শেষ‌ ভুট্টা রোপন করা ছিল। তাই অলসতা বাদ দিয়ে চলে যাই ভুট্টা রোপন করার উদ্দেশ্যে। যেহেতু গতকাল শুক্রবার ছিল নামাজে যেতে হবে। তাই একটু তাড়াতাড়ি ভুট্টা রোপন করা শেষ করি। আর ভুট্টা রোপন করা শেষ করে বাসায় আস্তে আস্তে প্রায় ১১.৪০ বেজে ছিল।

IMG_20231229_151753.jpg

বাসায় আসার পর কিছু সময় শুয়ে থেকে ফোন ব্যবহার করতেছিলাম। আর অপেক্ষা করতেছিলাম কখন আমাদের টিম ওয়ার্কের রেজাল্ট দেবে। তার একটু পরেই আযান হয়ে গেল। পরে গোসল করে চলে যাই মসজিদে। পরে নামাজ শেষ করে বাসায় চলে আসি। আর রুমে ঢুকে দেখি আমার ভাগ্নে ফোন দেখতেছে খুবই মনোযোগ দিয়ে। আমি এসে ভাগ্নাকে একটু ডিস্টার্ব করি। মাঝে মাঝে যখন ফোন বেশি ইউজ করে তখন তার শরীরে কাতুকুতু দেয় ডিস্টার্ব করার জন্য।

IMG_20231229_151851.jpg

তারপর দুপুরের খাবার খেয়ে নেয়। আর রুমে এসে শুয়ে থেকে ফোন ব্যবহার করতেছিলাম তখনি আমার আম্মু আমাকে ডাকতে ছিল। পরে আমি যে বললাম বলো কি করতে হবে। পরে বলল হলুদ ভাঙ্গাতে হবে। আর প্রতি শুক্রবারে মেলে হলুদ ভাঙ্গায়। পরে আমি হলুদ নিয়ে চলে যাই মেলে। যেহেতু মিল একদম কাছে যেতে দুই মিনিট লাগে না। তাই আমি যেয়ে হলুদ রেখে বাসায় চলে আসি কারণ ভাঙ্গাতে একটু সময় লাগবে।

IMG_20231229_170911.jpg

পরে বাসায় এসে আবারো শুয়ে ছিলাম আর একটু পরে ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে বিকালে উঠে ফ্রেশ আবার মিলে চলে যায় যেহেতু হলুদ দিয়ে এসেছি সেটা নিয়ে আসতে হবে।। পরে যেয়ে দেখি হলুদ ভেঙ্গে রেখে দিয়েছে। পরে নিয়ে আসি। যেহেতু আমার আঙ্কেলের মেল তাই টাকা পরবর্তীতে দিলেও সমস্যা নেই।

IMG_20231229_151720.jpg
IMG_20231229_151653.jpg

পরে মেল থেকে বাসায় এসে আবার রুমে যেয়ে ফোনে কিছু কাজ করতে ছিলাম আর অপেক্ষায় ছিলাম কখন টিম ওয়ার্কের রেজাল্ট দেবে। তার একটু পরেই সন্ধ্যা হয়ে যায় পরে বিকালে নাস্তা করে আমার ভাগ্নের সাথে একটু খেলা করি। রুমে এসে দেখি সে একা একা বেলুন দিয়ে খেলতেছে পরে আমিও ভাগ্নের সাথে একটু খেলা করি।

ভাগ্নের সাথে খেলা শেষ করে আমি পড়তে বসি। আর ৯.৩০ আমাদের ক্যাপ্টেন মানে সম্পা দিদি আমাদের টিমের সবাইকে ডেকেছিল, আর তখন জয়েন হওয়ার পর দিদি বললো টিম ওয়ার্কের রেজাল্ট ১ তারিখে প্রকাশ করবে। তার মানে আমাদের আরো দুদিন কাজ করে যেতে হবে। পরে দিদি আমাদের বেশ কিছু কথা সম্পর্কে অবগত করল। পরে কথা শেষ করে আবারো কিছু সময় পড়তে বসি। আর এভাবেই আমার গত কালকের দিনটি পার হয়ে যায়।।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ। ‌

Sort:  

সুন্দর একটি দিন আমাদের মাঝে শেয়ার করেছেন। সকালে নাস্তা করে জমিতে গেলেন। অলসতা বাদ দিয়ে জমিতে গেলেন ভুট্টোর রোপন করতে। আমরা কাঁচা হলুদ সিদ্ধ করে প্রায় একমাস রোদে শুকাতে দিয়ে তারপরে গুড়া করি। সম্পূর্ণ ভেজার মুক্ত।। মামা ভাগ্নের খুনসুটি ভরা সম্পর্ক আসলে খুব মজার হয়ে থাকে।
চমৎকার একটা দিন কাটিয়েছেন আপনি।
শুভকামনা রইলো আপনার জন্য।

 9 months ago 

আমাদেরও এরকম করে হলুদ ভাঙ্গানো হয় ।ভালোভাবে সিদ্ধ করে শুকিয়ে নিয়ে ভাঙাতে হয়।।

 9 months ago 

সকালে ঘুম থেকে উঠে কিছু সময় রোদে কাটান।আপনাদের এলাকায় শীত কমে গেছে আর ঢাকায়তো শীত পরে নাই বললে চলে এ বছর। এর পর ভুট্টা রোপন করতে চলে যান।আমি কয়েকদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম সেখানে বেশ বড় বড় ভুট্টা গাছ দেখেছি।এই ভুট্টা কি সব সময়ই রোপণ করা যায়?
এর পর ভাগ্নেকে কিছুসময় বিরক্ত করেন।মামা ভাগ্নের খুনসুটি ভরা সম্পর্ক আসলে খুব মজার হয়ে থাকে।
চমৎকার একটা দিন কাটিয়েছেন আপনি।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমিও শুনেছি ঢাকায় নাকি একদম শীত নাই দিনের বেলায় ফ্যান ব্যবহার করতে হয়।। এখন গ্রাম অঞ্চলে অনেকটা শীতের প্রভাব কেটে গেছে বললেই চলে।।

Loading...

আমাদের এখানেও এখন ঠান্ডা প্রায় নেই বললেই চলে। আমার শুধু ঘুম থেকে ওঠার পরে একটু শীতভাব লাগে, তারপর সারাদিন আর লাগে না। আপনি ভাগ্নেকে ডিস্টার্ব করার সময় ও রেগে যায় না? গতকাল সারাদিন অপেক্ষা করার পর রাতে জানতে পারলাম যে খেলা এখনো চলছে। খেলা চলুক, কোনো আপত্তি নেই। আপনার সারাদিনটা মোটামুটি ভালোভাবেই অতিবাহিত করেছেন। ভালো থাকবেন।

 9 months ago 

সকালে একটু একটু শীতের প্রবাহ থাকে আর সেই কারণে আমারও ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না ভাই।।

 9 months ago 

সকালে বেশ রোদ পোহালেন অতঃপর চলে গেলেন ভুট্টা ক্ষেতে চারা রোপন করার জন্য। এই নিয়ে মনে হয় আপনারা দু-তিন দফা ভুট্টার চারা রোপন করলেন।। বিকেলে মাকে গোটা হলুদ ভাঙ্গিয়ে এনে দিলেন। তবে ভাগ্নের সাথে আপনার খুনসুটি গুলো প্রায়ই লক্ষ্য করি। মামা ভাগ্নের জুটিটা সবমিলিয়ে দারুন। সারাদিন আপনার মত আমিও রেজাল্টের অপেক্ষা করেছিলাম।পরে জানলাম রেজাল্ট পেতে আরো দুদিন সময় লাগবে। আপনার দিনলিপি পড়লাম। ভালো লাগলো পড়ে।

 9 months ago 

আরো কয়েকবার ভুট্টা লবণ করা হয়েছিল কিন্তু আমি ছিলাম না তখন ভাইয়া বাবা করেছে।। আজ থেকে এবছরের জন্য ভুট্টা রোপন করা শেষ।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য।।

 9 months ago 

সকালের রোদ সত্যিই অনেক ভালো লাগে। আমাদের এখানেও শীত তেমন একটা নেই। আমি তো বলি যে, ইলেকশন এর গরমে শীত কমে গেছে।
আপনার আজকের সারা দিন একটু অবসরে এবং বাড়ির কাছে পার করেছেন।
আমিও আমার মেয়েকে এমন বিরক্ত করি যখন একটু বেশি সময় মোবাইল ব্যবহার করে।

 9 months ago 

মজা পেয়েছি আপনার কমেন্ট পড়ে ইলেকশনের কারণে শীত কমে গেছে সত্যি অনেক মজার ছিল কথাটা।।

আর আপনিও আপনার মেয়েকে এমন বিরক্ত করেন শুনে বেশ ভালো লাগলো।।

 9 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয় একটু রোদের পোহাতে গেলেন। পরে সেখান থেকে এসে সকালে নাস্তা করে আপনাদের নিজেদের জমিতে গেলেন ভুট্টার ওপর করতে। করতে পারিনা আপনার ছবিতে দেখে মনে হচ্ছে জমিটা অনেক বড়। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং হলুদ গুলো ভাঙাতে মিলে গেলেন। আরে এখনকার দিনের ছেলেমেয়েরা মোবাইল উপর এত আসক্ত। যেমন আমার ছেলে তিন বেলা খাওয়াতে গেলে তিনবেলা ফোন সামনে দিতে হয়। ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের সাথে উপস্থাপনা করেছেন।

 9 months ago 

জি আপু আজকে বেশ কিছু কাজ করেছি।। এবছরের জন্য ভুট্টা রোপন করা একবারে শেষ।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 9 months ago 

ঘুম থেকে উঠে সকাল বেলা মিষ্টি রোদে বসে থাকতে ভীষণ ভালো লাগে।।
বাহিরে কিনে আনা মশলা খাওয়ার থেকে বাসায় মসলা তৈরি করে নেওয়াই ভালো ভেজাল মুক্ত এবং খুবই স্বাস্থ্যকর। মশলা খাওয়া খুব ভালো।
আপনার মা আপনাকে হলুদের গুড়া ভাঙ্গাতে দিয়েছিল এবং সেটা কি খুব সুন্দরভাবে গুঁড়ো করে এনে দিলেন একদম ভদ্র ছেলের মত একটা কাজ করেছেন।
বাবা, মায়ের কাছে সাহায্য করা খুবই ভালো এর থেকে অনেক কিছু শেখা যায়।

 9 months ago 

এটি আপনি একদম সঠিক বলেছেন।‌ বাইরে থেকে না কিনে সেটি বাসায় তৈরি করে নিলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার করে।

 9 months ago 

আপনি দেখবেন যে কোন খাবারের জিনিস বাহির থেকে কিনে আনার থেকে ঘরে তৈরি টা স্বাস্থ্যসম্মত বেশি হয়।

  • এছাড়াও শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।
  • এছাড়াও খেতে তো খুবই সুস্বাদু হয় এক কথায় ভেজালমুক্ত।
    তাই আমি বললাম কোন জিনিস খেতে হলে ঘরে তৈরি করে খাওয়াই ভালো।
 9 months ago 

এটা অবশ্যই মানতে হবে বাইরের খাবারের চাইতে বাসা তৈরি করা খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।।

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।আপনি অলসতা করেন এটা জানা ছিলো না ভট্টা রোপণ করেছেন।আর আপনি আপনার মায়ের কথায় হলুদ ভাঙ্গাতে গেছিলেন এটা শুনে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

আমার মধ্যে অলসতা অনেক বেশি ভাই কিন্তু পরিস্থিতির শিকারে অনেক সময় অলসোতাকে দূর করে কাজ করতে হয়।।

ভাই অলসতা নিজের ভিতরে রাখলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর তাই আপনি অলসতা কাটিয়ে যেমন কাজ করেছেন তেমনি করে জান। আমার কমেন্ট পড়ে রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

নতুন সাল থেকে নিয়ত করেছি নিজেকে অনেক বেশি পরিবর্তন করব।। আর নিজের লক্ষ্য গুলো পূরণ করা সর্বোচ্চ চেষ্টা কর।।

ভাই আমাকে ও আপনার সাথে নিয়েন কারণ আপনার ইচ্ছা আর আমার ইচ্ছা এক‌।আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন ও আপনার না শুধু সকলের ইচ্ছা পূরণ হক ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

আপনি আপনার ভাগিনার সাথে খুব ভালো সময় কাটাচ্ছে। ভুট্টা গাছে পানি দিচ্ছেন। নিজের চাষ করা জমিতে হলুদ। তা ভাঙ্গিয়ে
নিয়ে আসছেন। একেবারে অর্গানিক। আমরা তো সব মসলা ভেজাল খাই। আপনার সবকিছুই
টাটকা খান। যার শরীরের জন্য খুবই ভালো। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

বাসায় ছোটখাটো একটু কাজ করতে হয়, এতে করে বাসায় অনেক সুবিধা হয় ।। আর ভাইয়ের সাথে কাজ করলে ভাই অনেক খুশি হয়।।

 9 months ago 
  • খুবই ভালো উদ্যোগ। কাজ করলে শরীর-স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া আপনার ভাই যেহেতু খুশি হয় তাই আপনাকে করা উচিত। তাছাড়া একটি কথা আছে না দশের লাঠি একের বোঝা। আপনার ভাইয়ের একার পক্ষে তাজ জুলুম হয়ে যায় তাই আপনি যতটুকু পারেন সাহায্য করবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61852.16
ETH 2402.53
USDT 1.00
SBD 2.60