Better Life with Steem|| The Diary Game||18 january 2024||

in Incredible India2 years ago (edited)
Picsart_24-01-19_17-06-58-666.jpg

বন্ধুরা আমরা মানুষ আর আমাদের প্রতিদিন দিন বা সকাল এক রকম হবে না এটাই স্বাভাবিক। আমাদের প্রতিটি মানুষের যেমন ভিন্নতা রয়েছে তেমনি প্রতিটি দিন বা সকালের ভিন্নতা রয়েছে। কিন্তু আমরা যেদিন যেভাবে কাটাই না কেন আমাদের সৃষ্টিকর্তার কাছে সব সময় শুকরিয়া জানানো উচিত।।

IMG_20240118_152939.jpg

বন্ধুরা গতকালকে আমার প্রাইভেট ছিল তাই একটু সকালে ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ি প্রাইভেট পড়ানোর উদ্দেশ্য। আর যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন তেমন কুয়াশা ছিল না কিন্তু আস্তে আস্তে কুয়াশার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আমি যখন বাসা থেকে বের হয়ে বাইরে তাকায় আর দেখতে পাই অত্যধিক কুয়াশা পরেছে।

IMG_20240118_152855.jpg

পরে আমি বাসা থেকে একটু হেঁটে যেয়ে অটোতে উঠি। আর অটোতে ওঠার পর আমি যতদূর যাচ্ছিলাম তত কুয়াশার পরিমাণটা কমে যাচ্ছিল। আর আমি যখন প্রাইভেটে যেয়ে পৌছায় তখন একেবারেই কুয়াশা ছেড়ে যায় আর রোদ উঠে যায়। পরে আমি বেশ কিছু সময় দূর থেকে দাঁড়িয়ে ছিলাম। কারণ প্রাইভেট পড়ানোর একটু দেরি রয়েছে।

IMG_20240118_152752.jpg

গতকালকে আমার প্রাইভেট ৯.৪০ শুরু হয়েছিল। আর প্রাইভেট শেষ করতে করতে ১১.০০ বাজে। পরে আমি প্রাইভেট শেষ করে একটা দোকানে যাই ঘড়ি কেনার জন্য। মূলত আমার হাত ঘড়ি নষ্ট হয়ে গেছিল তাই একটা নতুন ঘড়ি কেনার জন্য যায়। পরে আমি অনেকগুলো ঘড়ি দেখে আমার এই ঘড়িটা পছন্দ হয়। আর ঘড়িটার মূল্য নিয়েছিল ৩৫০ টাকা আর এটা ওয়াটার প্রুফ ঘড়ি।

আমি যে দোকান থেকে ঘড়িটা নিয়েছি এটি আমার একটা বড় ভাইয়ের দোকান। অনেক আগে থেকেই তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তাই ঘড়িটা আমার কাছে একটু কম দামেই দিয়েছে।। সাধারণত এই ঘড়িটা ৪৫০-৫০০ টাকার নিছে বিক্রি করে না।

IMG_20240118_152726.jpg

পরে আমার বাসায় আসতে আসতে ১২.০০ পার হয়। আর বাসায় এসে আমি সর্বপ্রথম গোসল করে নেই যেহেতু রোদ উঠে গেছে। পরে খাওয়া দাওয়া করে রোদ্দুরে বসে ছিলাম।। অনেকদিন পর একটু ভালোভাবে রোদের দেখা পেয়েছি তাই রোদে বসে থাকতে বেশ ভালো লাগতেছিল।

IMG_20240118_152826.jpg

পরে কিছু সময় রোদ্দুরে থাকার পরে আমি বাসায় চলে আসি আর রুমে এসে শুয়ে থেকে একটা পোস্ট লিখে ফেলি। ইতিমধ্যেই বিকাল পার হয়ে গেছে। তারপর পোস্টটা করে আমি একটু হাঁটাহাঁটি করতে যায়। প্রতিদিন বিকালে আমি একবার হলেও বাইরে বের হই হাঁটাহাঁটি করার জন্য। বলতে গেলে বিকালে হাঁটাহাঁটি করা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে ‌

IMG_20240118_153918.jpg

পরে বাইরে হাঁটাহাঁটি করে বাসায় এসে বোনের জন্য দুধ আনার জন্য যাই। আর সেখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। পরে রুমে চলে আসে কিছু সময় বসে ছিলাম আর ইতিমধ্যে আমার ভাগ্নে চলে আসে। আর সে লুডুস খাচ্ছিল আর আমিও ভাগনার সাথে নুডুলস খেয়ে পড়তে বসি।।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Sort:  
Loading...
 2 years ago 

খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি ছবিটা দেখেই বোঝা যাচ্ছে বেশ কুয়াশা ছিল সকালের দিকে।
শীতের সকালে রোদ্দুরে হাঁটতে বেশ ভালো লাগে আমার। আপনার দিনটি শুভ হোক সে প্রার্থনা করছি।

 2 years ago 

জি আপু শীতের সকালে রোদ্রে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে।।

 2 years ago 

এই দুই তিন দিন ধরে ঠান্ডার পরিমাণটা অনেকটাই কম। রোদ উঠলে ঠান্ডা পরিমাণটা খুব কম লাগে। আপনি প্রাইভেট পড়া শেষ করে একটি ঘড়ির দোকানে গেলেন ঘড়ি কেটে তাও আবার আপনার এক বড় ভাইয়ের বউ দোকানে। ঘড়িটা দেখে অনেক দামী ও মনে আছে কিন্তু আপনার পরিচিত দোকান বলে ঘড়ির দামটা অনেক কম রেখেছে। বিকাল বেলা বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পরে বোনের জন্য দুধ আনতে যান তার পাশে এখান থেকে আসতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা ভাগিনা সাথে গরম গরম নুডুলস খেয়েছেন।

থ্যাংক ইউ আপনার সারাদিনে কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করলেন ।

 2 years ago 

পরিচিত মানুষের কাছে জিনিস নিলে অনেক সময় অনেক কমিশন পাওয়া যায়। আবার অনেক সময় বেশি মূল্য দিতে হয় কারণ পরিচিত মানুষদের সাথে দামাদামি করা যায় না।

 2 years ago 

তবে এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। অনেক সময় পরিচিত মানুষের কাছ থেকে কম দামে কিছু নেওয়া যায়। আবার অনেক সময় পরিচিত মানুষের কাছ থেকে দামাদামি করা যায় না যা বলে সেটাই লজ্জা করে দিতে হয়। যেমন আমি কোন জিনিস কিনতে গেলে দামোদামি করতে পারি না। তারা যা বলে প্রথমে না বলি পরে যে ওই জিনিসটা পছন্দ হলে সেই দাম দিয়ে কিনে নিই। থ্যাংক ইউ খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য।

 2 years ago 

তাহলে তো দোকানদার আপনাদের মত কাস্টমার চাই।। যা চাইবে আপনারা তাহাই দিবেন।।

 2 years ago 

আসলে ভাইয়া ঠিকই বলেছেন আমি কোন জিনিসের দামাদাম করতে পারি না। যেটা পছন্দ হয় সেটা দেখে আমি অবাক হয়ে তার জন্য দামাদামির দিকে সহজে যায় না । থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার এলাকায় কুয়াশার পরিমাণটা আপনার তোলা ছবি দেখেই আন্দাজ করতে পারছি। ওয়াটারপ্রুফ ঘড়ির দাম আমাদের এখানেও ৫০০ টাকার মত। আপনার পরিচিত বলে আপনার কাছ থেকে যথেষ্ট কম দাম নিয়েছে। এই ঘড়ি আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে চুটিয়ে ব্যবহার করতে পারবেন।

 2 years ago 

জি ভাই আমার পরিচিত জন্য ঘড়িটা আমি অনেক কম দামে নিতে পেরেছি।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 2 years ago 

এখন এমনটাই হচ্ছে সকাল বেলা কুয়াশা কম থাকে। ৭ টার পর এর পরিমাণ বাড়তে শুরু করে। আপনার কুয়াশার ছবি দেখেই তো আমার ঠান্ডা লাগছে।
ঘড়িটা কিন্তু কম দামে খুব ই সুন্দর হয়েছে, তার উপর সত্যি যদি ওয়াটার প্রুফ হয় তাহলে তো ১০০ ই ১০০

 2 years ago 

সঠিক ভাই খুব সকালে কুয়াশা পরিমাণটা কম থাকে কিন্তু আস্তে আস্তে এটা অনেক বেশি বেড়ে যায়।।

 2 years ago 

ভাই প্রতিদিনের মতো আজও দেখতে পেলাম যে আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ি প্রাইভেট পড়ানোর উদ্দেশে। তবে এখন বাংলাদেশ প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে সকালে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আরো বেশি ঠান্ডা পড়ছে সেই সাথে হালকা বৃষ্টিপাত হচ্ছে যেমনটা আম্মা বলল।
আপনার একটি দিনের কার্যাবলী পড়ে বেশ ভালই লাগলো আপনার পরবর্তী দিনালিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।

 2 years ago 

বাংলাদেশে থাকলে এত সুন্দর শীত উপভোগ করতে পারতেন ভাই 😊 আপনি না যদি ভাবি থাকতো তাহলে সুন্দরভাবে আপনাকে বলতে পারত শীতের বিবরণ 😆

 2 years ago 

যেদিন আপনার প্রাইভেট থাকে সেদিন আপনাকে ঘুম থেকে দ্রুত উঠে যেতে হয়।আজকেও আপনার প্রাইভেট ছিল তাই দ্রুত উঠে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দশ্যে অটোতে ওঠেন।
যখন ঘুম থেকে উঠেছিলেন তখন প্রচুর পরিমানে কুয়াশা ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণও কমতে থাকে। আপনি প্রাইভেট এ যাওয়ার পরে কুয়াশা কেটে রোদ উঠে যায়।
রোদে কিছুসময় বসে থাকেন।এরপর বাসায় চলে আসেন।এসে ভাগ্নের সাথে নুডলস খেয়ে পড়তে বসেন।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো ্।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতের সময় রোদের দেখা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে।। আর রোদে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে।।

আপনি একদম সঠিক কথা বলেছেন আমার দিনের কিছু মূহুর্ত হয়তো বা মিল থাকতে পারে অন্য সব দিন এর সাথে কিন্তু সকল কিছু মিল থাকে না।আপনি প্রাইভেট পড়তে গিয়েছিলেন।আর শেষ করে আপনি ১১ টার দিকে বাসায় যান। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।।

 2 years ago 

আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই।। ধন্যবাদ জানাই আমার পোস্ট পরে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।।

Posted using SteemPro Mobile

ভাই আপনি আমার কমেন্ট এর রিপ্লাই করেছেন দেখে অনেক ভালো লাগলো।আর কমেন্ট করার পর রিপ্লাই পেলে অনেক ভালোই লাগে। আপনার পরবর্তী কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110448.16
ETH 4414.59
USDT 1.00
SBD 0.83