Better Life with Steem|| The Diary Game||16 may 2024

in Incredible India2 months ago (edited)
Picsart_24-05-17_19-11-38-526.jpg

বন্ধুরা গতকালকে আমার পরীক্ষার শেষ দিন ছিল তাই মনের মধ্যে একটা আনন্দ কাজ করতে ছিল। আসলে যে কয়দিন পরীক্ষা ছিল একটা আলাদা চাপের মধ্যে ছিলাম মনে হচ্ছিল কখন যে শেষ হবে, আর দেখতে দেখতে ঠিক শেষ মুহূর্তেই চলে এসেছি।

IMG_20240516_172322.jpg

গতকালকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসি। গতকালকে আমার মার্কেটিং পরীক্ষা ছিল খুব বেশি কঠিন নয় সাবজেক্টটা। বেশ কিছু সময় পড়াশোনা করার পর একটু বাইরে বের হই আর কিছু সময় পরে গোসল করে খাওয়া দাওয়া করে নেই।

IMG_20240516_172237.jpg

আর খাবার খাওয়ার পর আবারও একটু বই নিয়ে বসি যেহেতু শেষ পরীক্ষা তাই একটু ভালো ভাবে পড়তেছিলাম। পরে রেডি হয়ে বেরিয়ে পড়ি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে বের হওয়ার পর একটা অটোতে উঠে চলে যায় বড় বাড়ি। গতকালকেও বাসা থেকে বের হতে একটু দেরি হয়েছে । পরে বড় বাড়িতে যেয়ে দেখি আমার বন্ধু গুলো অপেক্ষা করতেছে। পরে আমরা একটা অটোতে উঠে চলে যাই পরীক্ষার কেন্দ্র। আর গত কালকে শুধু আমাদের ম্যানেজমেন্ট ও একাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল তাছাড়া বাকি সকল ডিপার্টমেন্টের পরীক্ষা শেষ।

আমরা যেয়ে দেখি এখনো গেট খুলে দেয় নাই, কিছুক্ষণ অপেক্ষা করার পরে গেট খুলে দেয়। পরে আমরা ভিতরে প্রবেশ করি আর পরীক্ষার্থী অনেক কম যেহেতু কারো পরীক্ষা নেই সেইজন্য। আর আজকে সিট পরিবর্তন করেছে পরে সিট খুঁজে সেখানে বসে যাই। আর কিছুক্ষণ পরেই আমাদেরকে খাতা দেওয়া হয় আর ঠিক ১.০০ সময় প্রশ্ন দেওয়া হয়। আলহামদুলিল্লাহ গতকালকের পরীক্ষা বেশ ভালো হয়েছে শেষ পরীক্ষা ভালো ভাবে দিতে পেরেছি।

IMG_20240516_175218.jpg

পরে আমরা পরীক্ষা দিয়ে বাইরে বের হয় আর একটা অটো নিয়ে বাসায় আসার জন্য রওনা দেয়। আর বাসার আসার পথে আমরা সবাই মিলে একটা হোটেলে ঢুকি যেহেতু শেষ পরীক্ষা তাই সবাই মিলে একটু নাস্তা করব সেই সাথে গল্প। আমরা সবাই একসাথে পরীক্ষা দিতে গেলেও সেভাবে বসে থেকে গল্প করতে পারি না তাই আজকে সবাই মিলে বসে থেকে অনেকক্ষণ গল্প করি।

তারপর আমরা সেখান থেকে বের হয়ে অটোতে উঠে চলে আসি বড়বাড়ি। গতকালকে পরীক্ষা শেষ মনের মধ্যে অনেক ভালোলাগা কাজ করতে ছিল। আজ থেকে অনেক বড় একটি বজা মাথা থেকে নেমে গেল। পরে আমি সেখান থেকে বাসায় চলে আসি আর বাসায় আসতে আসতে সন্ধ্যা ছয়টা পার হয়। গতকালকে তুলনামূলক একটু দেরি করে বাসায় এসেছি কারণ বাইরে অনেক সময় কাটিয়েছি। পরে বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে থেকে মোবাইল নিয়ে বসি।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Sort:  
 2 months ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য। আজকে আপনার পরীক্ষা শেষ দিন ছিল তাই আপনার মনের অবস্থা বুঝতে পারছি কতটা আনন্দে আপনি আছেন।

যে কয়দিন পরীক্ষা ছিল যে পরিমাণ প্রেসার আপনার উপর দিয়ে গেছে সেটা আপনার প্রতিদিনের দিনলিপি পরে বুঝতে পারছি।

 2 months ago 

পরীক্ষা শেষ তাই আর কোন প্যারা নেই আর শেষের দিনে সবাই মিলে অনেক আনন্দ করেছি।।

 2 months ago 

সেটা আপনার চেহারা এবং বন্ধুদের সাথে উঠানো ছবিগুলো দেখেই বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য।

 2 months ago 

আপনারা অনেক বুদ্ধিশালী মানুষ যায়, ছবি দেখলেই অনেক কিছু বুঝতে পারেন ভাই 😆😆 এটা একদম সত্যি যে আমরা অনেক বেশি আনন্দ করেছি শেষ পরীক্ষার দিন।।।

Loading...
 2 months ago 

পরিক্ষা শেষের দিন মন একটু বেশি খুশি থাকবে এটাই স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। পরীক্ষা একবার শুরু হলে খুব দ্রুতই শেষ হয়ে যায়। আপনার পরীক্ষা ভালো হয়েছে জেনে ভালো লাগলো। পরীক্ষা শেষে সকলে মিলে হোটেলে গিয়েছিলেন এবং কিছুসময় গল্প করেছিলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

পরীক্ষা শেষের দিন আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে মনের মধ্যে কোন কিছু নিয়ে টেনশন ছিল না।।

 2 months ago 

যাক আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনি ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করতে পেরেছেন।
শেষ পরীক্ষার দিনে সবার মাঝে একটা অন্যরকম আনন্দ কাজ করে। পরীক্ষা শেষ করে সবাই মিলে বাইরে নাস্তা খেয়েছেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

জি ভাই মুক্ত হয়েছি পরীক্ষা এখন আর কোন সমস্যা নেই।। আর হ্যাঁ শেষের দিন সবাই মিলে অনেক আনন্দ করেছি।।

 2 months ago 

আজকে আপনি ১৬ই মে তারিখে কার্যক্রম আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে আপনার মার্কেটিং পরীক্ষা ছিল, সারজেক্টটা খুব বেশি কঠিন না থাকায় আপনার খুব বেশি পড়ার চাপও ছিল না আজকে।
সেই সাথে আজকে আপনার পরীক্ষার শেষ দিন ছিলো বলে মনের মাছের আলাদা আনন্দও কাজ করেছে। এটা ঠিক যে যখন পরীক্ষা চলে তখনমনের মাঝে একটা আলাদা আনন্দ কাজ করে। এটা আমারও হতো। পরীক্ষা শেষ হওয়ার আগেই মনে হতো যে পরীক্ষা যেদিন শেষ হবে এই করবো সেই করবো। যদি আসলে খুব একটা বেশি কিছু করতাম না।
তার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আপনি বড় বাড়িতে যান তারপর সব বন্ধু-বান্ধবদের সাথে মিলে একটা অটো নিয়ে পরীক্ষা কেন্দ্র যান।
পরীক্ষা শেষ হওয়ার পরে গল্প গুজব করে বাড়িতে ফেরত আসেন।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো এবং সুস্থ থাকবেন সব সময় শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আপনি একদম সঠিক কথা বলেছেন, যে পরীক্ষার শেষের দিন মনে হয় পরীক্ষা শেষ হলে অনেক কিছুই করবো। কিন্তু পরীক্ষা শেষ হলে ওই আগের মতই অনেকটা লাগে।।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনি আপনার সারাদিনের কাজকর্ম আমাদের সাথে তুলে ধরার জন্য। পরীক্ষার শেষের দিন সবারই মন আনন্দে ভরে ওঠে। পরীক্ষা যেদিন থেকে শুরু হয় ।শুধু মনে হয় কবে শেষ হবে ।তাই শেষের দিন টা সত্যিই খুব মজার। পরীক্ষা চলাকালীন সত্যিই খুব প্রেসার থাকে। ভালো থাকবেন।

 2 months ago 

আপনি একদম সঠিক বলেছেন পরীক্ষা চলাকালীন অনেক বেশি প্রেসার থাকে আর শেষের দিন অনেক ভালোলাগা কাজ করে।। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ভালো থাকবেন ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51