Better Life with Steem|| The Diary Game||15 april 2024

in Incredible India7 months ago

Picsart_24-04-16_18-04-25-021.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম আমার একটি দিনের কার্যকলাপ নিয়ে।।

IMG_20240415_154819.jpg

তুলনামূলক গতকালকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। যেহেতু মামার বাসায় রয়েছি তাই সকালে ওঠার কোন পেরা ছিল না তাছাড়া পড়াশোনা করার মত অবস্থা নেই। তাই ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বসে ছিলাম আর এমন সময় মামী ডাকতেছিল সকালের নাস্তা করার জন্য। পরে মামীর কথামতো সকালের নাস্তা করে নিলাম।

IMG_20240415_154853.jpg
IMG_20240415_154913.jpg

আর নাস্তা করে কিছু সময় শুয়ে থেকে মোবাইল ব্যবহার করলাম। আর তার কিছুক্ষণ পরেই একটা ভাইয়ের বাসায় যায়। আর ভাইয়ের বাসায় যেয়ে দেখি একটা বেদনা গাছ রয়েছে আর বেদনা ধরেছে। সেই সাথে অনেক ভুল এসেছে। আসলে বাজারের মত বাসার বেদনা একরকম হয় না। আর বেদনাগুলো এখনো অনেক ছোট খাওয়ার উপযোগী হয়নি।

IMG_20240415_154440.jpg

যাই হোক পরে সেখানে কিছু সময় কাটিয়ে আবার মামার বাসায় চলে আসি আর শুয়ে থেকে কিছু সময় ফোন ব্যবহার করি। তার কিছু সময় পরে দেখি আমার মামা তামাক শুকাতে দিচ্ছে। আপনারা হয়তো অনেকেই তামাক চিনে থাকবেন। আর আমাদের এদিকে তামাক উৎপন্ন খুবই কম হয় কিন্তু আমার মামার বাসার ওখানে অনেক বেশি তামাক রোপন করে থাকে। আর হ্যাঁ এটা অনেক পরিশ্রমী একটি ফসল আর এর মূল্য অনেক বেশি। একজন কৃষক যদি তামাক খুব ভালোভাবে রোপন করতে পারে তাহলে সে এক মৌসুম থেকেই অনেক টাকা উপার্জন করতে পারে।

IMG_20240415_154826.jpg

পরে মামা তামাক শুকানো দেওয়ার পর বসে থেকে মামার সাথে বেশ কিছু সময় গল্প করি। তার কিছু সময় পরেই আযান হয়ে যায় পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে খাবার খেয়ে নেয়। আর মামি দুপুরে খিচুড়ি রান্না করেছিল। পরে খাবার খেয়ে রুমে শুয়ে থেকে কিছু সময় ফোন ব্যবহার করি তার একটু পরেই ঘুমিয়ে যায়।

IMG_20240415_154346.jpg

পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করি তারপরে বাসায় আসার জন্য মামীকে বলি। কিন্তু মামী কিছুতেই আসতে দেবে না পরে আমার সমস্যার কথা বললাম সেই সাথে পরীক্ষা রয়েছে সে কথা বললাম। পরে মামী রাজি হলো পরে আমি রেডি হয়ে একটা অটো স্ট্রেনে যায়।

আর কিছু সময় দাঁড়িয়ে থাকার পর একটা অটো পায় পরে সেখানে উঠে আমি বাসায় আসার জন্য রওনা হয়। পরে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর বাসায় এসে মনে হয় কতদিন পর বাসায় আসলাম। আসলে কোথাও গেলে মনে হয় বাসা থেকে অনেক দিন হয় বাহিরে রয়েছি।

যাই হোক বাসায় আসার পর ফ্রেশ হয়ে শুয়ে ছিলাম আর আম্মুর সাথে মামার বাড়ি সম্পর্কে কিছু সময় গল্প করলাম। আর তারপরেই পড়তে বসলাম আজ বেশ কয়েকদিন পড়তে বসলাম।।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 7 months ago 

মামার বাড়িতে যাওয়া মানেই অন্য রকম এক আনন্দ। সাথে ঈদের সালামি আর খাওয়া দাওয়াতো আছেই।
কোথাও বেড়াতে গেলে পড়াশোনা করার কোন চাপ থাকে না যার কারনে সকালে উঠারও কোন তাড়া নেই আপনার।
তবে সামনেই যেহেতু আপনার পরীক্ষা তাই মামিকে বুঝিয়ে বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেয়াটা আপনার সঠিক সিদ্ধান্ত হয়েছে।

ভালে লাগলো আপনার দিনলিপি পড়ে। এত সুন্দর করে দিনলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 7 months ago 

এটা একদম সঠিক কথা বলে কোন কিছুর প্যারা থাকে না।। আর হ্যাঁ পরীক্ষা না থাকলে আরো দুই দিন থাকতাম।।

 7 months ago 

ঈদ উপলক্ষে মামাবাড়ি বেড়াতে গিয়েছিলেন। মামা-মামি আপনাকে যথেষ্ট আদর ও আপ্যায়ন করলেন এটা আপনার পোস্ট পড়েই বুঝতে পারলাম। আসলে নানার বাড়ি এবং মামার বাড়ি এমনই হয়। এক্ষেত্রে আপনাকে খুব ভাগ্যবান বলতে হবে।

তামাক পাতা আমি দেখেই চিনেছি। এগুলোর বাজার মূল্য সত্যিই অনেক ভালো। মামা মামীর কাছ থেকে বিদায় নিয়ে আপনি বাড়ি ফিরে এসেছেন বিকেলে। আসলে নিজের বাড়ির থেকে শান্তি আর কোথাও নেই। সব মিলিয়ে আপনার দিনলিপি পরে বেশ ভালো লাগলো।

 7 months ago 

আপনি একদম সঠিক বলেছেন তামাকের বাজারজাতকরণ অনেক ভালো।। খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ভালো থাকবেন।।

 7 months ago 

আপনার বিগত পোস্ট করে জানতে পেরেছিলাম আপনি মামার বাড়িতে গিয়েছেন। সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোন তাড়া ছিল না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়েছেন। আপনাদের ওই দিকের মত আমাদের এদিকে তামাক পাতা রোদে শুকাতে দেয়।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

জি ভাই অনেকদিন পর মামার বাসায় গিয়েছিলাম বেশি ভালো লেগেছে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 7 months ago 

ঈদের সময় মামার বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম সেই সাথে অনেক মজার মজার খাওয়া -দাওয়া ও সালামি। কোথায় বেড়াতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠতে কোন তাড়া থাকেনা।

তবে আপনার সামনে পরীক্ষা তাই এই কথাটি সবসময় আপনি মাথায় রাখেন। এই পরীক্ষার কারণে মামা বাড়িতে থাকেননি। এবং আপনার মামীও আসতে দিতে চাইছিল না তারপর মামীকে পরীক্ষার কথা বুঝিয়ে বাড়িতে আসার সিদ্ধান্ত নিলেন।

খুব সুন্দর একটি দিন কাটালেন এবং আমাদের সাথে শেয়ার করলেন। থ্যাঙ্ক ইউ

 7 months ago 

আমার বাড়ি যেতে বেশ ভালো লাগে কিন্তু ব্যস্ত থাকার জন্য যাওয়া হয় না।। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ভালো থাকবেন।।

 7 months ago 

ব্যস্ত বলতে তো মানুষ আছেই,, তবে সে ব্যস্তর ভিতর নিজেকে একটু সময় দিয়ে আনন্দ ফুর্তি করতে। ঠিক যেমনটি আপনি মামা বাড়িতে গিয়ে মামাতো ভাইদের সাথে সময় কাটালেন এবং অনেক আনন্দ করলেন।

ধন্যবাদ কমেন্টে খুব সুন্দর একটি রিপ্লাই দিলেন।।

 7 months ago 

তামাক মানেই বিষ, জানিনা মানুষ কেন জেনে শুনে এই তামাকের চাষ করে। রংপুর অঞ্চলে এই তামাক চাষ বেশি হয় দেখেছি। আপনার ডায়েরি পড়ে এই তামাকে কথা আমার মনে পড়লো।

ভাই আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। সকাল বেলা নাস্তা টা দেখতে বেশ সুস্বাদু লাগছিল।আর ডালিম গাছ আমার নানা বাড়ি ও একটা আছে কিন্তু এখন আর ফল হয় না। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 6 months ago 

ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আমার পোস্টটি করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

ভাই আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট টি পেয়ে সেটার আবার রিপ্লাই করেছেন।আসলে আপনার রিপ্লাই পেয়ে সত্যি অনেক খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69505.86
ETH 2493.71
USDT 1.00
SBD 2.54