Better Life with Steem|| The Diary Game||14 january 2024||

in Incredible India2 years ago
Picsart_24-01-15_18-26-44-669.jpg

বন্ধুরা গতকালকে ছিল ১৪ তারিখ আর ১৪ তারিখে আমার একটা পরীক্ষা ছিল এটা আপনারাই ইতিমধ্যেই জানেন। আর গতকালকে পরীক্ষা থাকায় আমি ঘুম থেকে ৬ টার সময় উঠি আর পড়তে বসি। আর বাসায় মা বোন ভাবি কেউ নেই। আমি ভাই আর বাবা ছিলাম। আমি পড়া শেষ করে উঠি ৯.০০ টার পর। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাই পরীক্ষা দিতে।

IMG_20240114_182916.jpg

আমার পরীক্ষা শুরু হবে ১২.৩০ মিনিটে আর আমি বাসা থেকে বেরিয়ে পড়ি ১০.২০ মিনিটে। আর আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে আমার কলেজ। আপনারা হয়তো জানেন আমি কুড়িগ্রাম সরকারি কলেজে পড়াশোনা করছি আর আমার বাসা লালমনিরহাট। তারপর আমি বাসা থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে যাই। আর কিছু সময় অপেক্ষা করি আমার আরো কিছু বন্ধুর জন্য। পরে তারা চলে আসে আর আমরা একসাথে চলে যাই পরীক্ষার কেন্দ্রে।

IMG_20240114_142604.jpg

আমার যেতে যেতে ১২.০০ বেজে ছিল আর যাওয়ার পর দেখি অনেক স্টুডেন্ট চলে এসেছে। আর গেট এখনো খুলে দেয়নি তাই প্রত্যেক স্টুডেন্ট গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতে ছিল। আমি যাওয়ার কিছুক্ষণ পরে গেট খুলে দেয় পরে ঢুকে যাই পরীক্ষার রুমে। এবং যথা সময়ে পরীক্ষা শুরু হয়।

IMG_20240114_142535.jpg

আর আমাদের পরীক্ষা ৪ ঘন্টা হয় ১২.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত। আলহামদুলিল্লাহ মোটামুটি পরীক্ষা অনেক ভালো হয়েছে। পরে পরীক্ষা দিয়ে বের হয়ে আমার কয়েকটা বন্ধুর সাথে দেখা করি এবং তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলি।

IMG_20240114_143017.jpg

আর কলেজের পাশে একটা নার্সারি রয়েছে আমার বন্ধুরা বলে নার্সারিতে ঢুকবে পরে আমরা ঢুকি আর সেখানে অনেক রকমের ফুল দেখি। পরে আমার বন্ধুরা কিছু গাঁদা ফুল নেয়। আর আমিও নিতে চেয়েছিলাম পরে নেয়নি কারণ বাসায় ফুল রাখার মত এখনো পজিশন করা হয়নি। আর সেখানে অনেক রকমের ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে একদিন সেই ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20240114_142413.jpg

পরে আমরা সবাই অটোতে উঠে রওনা দেই বাসার উদ্দেশ্যে। আর আমার বাসায় আসতে দুই তিনটা অটো পরিবর্তন করতে হয়। আর আমার বাসায় আস্তে আস্তে আমার কয়েকটা বন্ধু নেমে যায় কারণ তাদের বাসা একটু কাছে। পরে আমি আর আমরা একটা বন্ধু এক জায়গায় নেমে হোটেলে যাই নাস্তা করার জন্য। তখন সময় বাজে ৬.৩০ । পরে নাস্তা করে আমি বাসায় চলে আসি। আর বাসায় আস্তে আস্তে আমার প্রায় ৭.৩০ বেজে ছিল।

পরে বাসায় এসে আমি ফ্রেস হয়ে রুমে এসে শুয়ে পড়ি। আর পোস্ট লেখতে বসি পরে পোস্ট লেখা শেষ করে পোস্ট করে দেই। পরে আমি ফোনটা চার্জে দিয়ে কিছু সময় শুয়ে ছিলাম কারণ মাথা বেশ ব্যথা করতেছিল। পরে ৯.০০ সময় হ্যাংআউটে জয়েন হয়ে আমাদের এডমিন দিদির অনেক মূল্যবান কথা শুনি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি পার করি।।

Sort:  

ভাই পরিক্ষা আসলে মনের ভিতর একটা ভয় ভয় কাজ করে আপনার তো আজকে পরিক্ষা গেছে আমাকে জানাবেন আপনার পরীক্ষা টা কেমন হয়েছে।আর আমি আশা করি আপনার পরীক্ষা টা ভালোই হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 2 years ago 

আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে ভাই।। আর আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।।

ভাই আমার বিশ্বাস ছিল আপনার পরীক্ষা ভালো হবে।ভাই মজার কথা কি জানেন আমি পরিক্ষা দিয়ে আসি আর তখন মনে হয় অনেক ভালোই দিয়েছি পরে রেজাল্ট এর সময় তেমন বেশি ভালো রেজাল্ট আসে না 😃। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

পরীক্ষা! পরীক্ষা! পরীক্ষা!
গত পোস্টে পড়েছিলাম, আপনার পরীক্ষা এবং আপনি বেশ চিন্তিত এবং নিজেকে প্রস্তুত করছিলেন তবে ,আজ একটা পরীক্ষা শেষ হল।
তবে এটা জানা ছিল না আপনি লালমনিরহাট থেকে কুড়িগ্রাম সরকারি কলেজে পড়াশোনা করছেন। তবে হ্যাঁ শুনে ভালো লাগলো আপনার আজকের পরীক্ষাটা বেশ ভালই হয়েছে।
কলেজের পাশে নার্সারিতে ফুল গুলো দেখতে যদি বেশ ভালো লাগছিল। পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটিয়েছেন এর পরে সন্ধ্যা সাতটায় বাড়ি পেয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ।

 2 years ago 

পরীক্ষাটা নিয়ে একটু বেশি চিন্তিত ছিলাম আপু।। যেহেতু ইম্প্রুভ সাবজেক্ট তাই আরো বেশি টেনশন হচ্ছিল।। অবশেষে পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পেরেছি।।

Loading...
 2 years ago 

পরীক্ষা থাকার কারণে সকাল ৬ টায় উঠে পড়তে বসে একবারে ৯ টার সময় উঠেছেন। এরপর নাস্তা করে পরীক্ষা দিতে চলে যান। পরীক্ষা ভালো হয়েছে জেনে ভালো লাগলো। এক্সাম হল থেকে বের হয়ে বন্ধুদের সাথে নার্সারিতে চলে যান আর সেখানে সুন্দর একটা সময় কাটান।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

পরীক্ষা দিতে যেয়ে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা অনেক আনন্দ মজা করে বেশ ভালো লেগেছে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লালমনিরহাট থেকে কুড়িগ্রাম গিয়ে এক্সাম দিতে হচভহে শুনেই তো ভয় লাগছে। এত দুড়ে এক্সাম হল কেন?

আপনার কলেজের পাশের নারসারিতে ফোটা ফুল গুলো কিন্তু বেশ সুন্দর।

আপনার রেজাল্ট ভালো হোক সেই কামনা করি।

 2 years ago 

আমি কুড়িগ্রাম কলেজে পড়াশোনা করি ভাই।। আর আমার বাসা লালমনিরহাট যেতে খুব বেশি সমস্যা হয় না।।

 2 years ago 

আপ্নি আমার এলাকার ই মানুষ ভাই। কখনো আপনার এলাকাইয় গেলে অবশ্যই জানাবো। ভালো থাকবেন।/

 2 years ago 

অবশ্যই ভাই কখনো আসলে জানাবেন। আর দুই ভাই মিলে অনেক মজা করব।। অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আজ আপনার পরীক্ষা ছিলো, আপনার পোস্ট পড়ে বুঝলাম যে আপনার পরীক্ষা ভালোই হয়েছে। পরীক্ষা করে বন্ধুদের সাথে নার্সারিতে গিয়েছেন এবং আপনার বন্ধুরা ফুল গাছ কিনেছে। ভালোভাবে দিনটি কেটেছে আপনার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলহামদুলিল্লাহ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে ভাই।। আর বন্ধুদের সাথে অনেকটা সময় পার করেছি খুবই ভালো লেগেছে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কত 14 ই জানুয়ারি পরীক্ষার দিন ছিল। তাই আপনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই পড়েছিলেন । আপনার বাসায় আপনার মা-বোন ভাবী কেউই ছিল না। আপনি বই পড়া শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া করে পরীক্ষা দিতে গিয়েছেন। আপনার বাসা লালমনিরহাটে কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্র বা আপনি পড়াশোনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজে। আমার বাসা রংপুর শহরে তাই আমি মোটামুটি জানি লালমনিরহাট থেকে কুড়িগ্রাম যেতে কত সময় লাগে। যাই হোক আপনার পরীক্ষাটি ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

সৃষ্টিকর্তা রহমতে আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে ভাই।। আর আপনাকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।।

 2 years ago 

পরীক্ষা থাকার কারণে সকাল ৬ টায় ঘুম থেকে উঠে পড়তে বসে একবারে ৯ টার সময় উঠেছেন। এরপর নাস্তা করে পরীক্ষা দিতে চলে যান। পরীক্ষা ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো।৷ পরীক্ষা শেষে বন্ধুদের সাথে নার্সারিতে চলে যান আর সেখানে সুন্দর একটা সময় কাটান। তারপরে বন্ধুর সাথে
আবার হোটেলে বসে নাস্তা করেছেন।
থ্যাংক ইউ আপনার একটা দিনে কার্যক্রম গুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করলেন।

 2 years ago 

জ্বী আপু পরীক্ষা ভালো হয়েছে জন্য আমারও অনেক ভালো লেগেছে।।

 2 years ago 

আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে শুনে খুব খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84