Better Life with Steem|| The Diary Game||14 august 2024

in Incredible India7 days ago
Picsart_24-08-15_19-47-51-393.jpg

বর্তমান সময়ে আমাদের এখানে প্রতিদিনই সকালে দলবদ্ধ হয়ে মানুষ মাছ ধরতে যায় প্রায় 100 মানুষের বেশি। এতো গুলো মানুষ এক জায়গায় হয়ে যে কোন একটা বিলে নামে আর একত্রিত হয়ে মাছ ধরে থাকে। দল বাধ্য হয়ে মাছ ধরার মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে আর সবাই একত্রিত হয়ে মাছ ধরলে অনেক মাছ ধরা যায়।

IMG_20240814_190127.jpg

গতকালকে ঘুম থেকে উঠে দেখি মানুষের আওয়াজ শোনা যাচ্ছে তাই ঘুম থেকে উঠেই বাইরে বের হয় আর দেখি মানুষ মাছ ধরতেছে। আমাদের বাসার কাছেই একটা বিল আছে সেখানে মানুষ অনেক সময় মাছ ধরে থাকে আর অনেক বড় বড় মাছ এখানে পাওয়া যায়। আমি মাছ ধরি না বললেই চলে কিন্তু আমার ভাইয়া প্রতিদিনই মাছ ধরতে যায় আর অনেক মাছ ধরতে পারে।

IMG_20240814_185838.jpg

যাই হোক কিছু সময় মানুষের মাছ ধরার দৃশ্য দেখে বাসায় চলে আসি আর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে কিছু সময় রুমে বসে থেকে ফোন দেখি। তার একটু পরেই বিদ্যুৎ চলে যায় বর্তমান সময়ে অনেক বেশি গরম পড়েছে যেটা বলার মত না। তাই বাইরে বের হয়ে একটা গাছ তলায় বসে একটা বন্ধুর সাথে কিছু সময় গল্প করি। আর একটু পরেই আবারো বাসায় চলে আসি।

আর বাসায় এসে দেখি ভাইয়া একটা গরু কিনে নিয়ে আসছে। যেহেতু গতকালকে বুধবার ছিল আর আমাদের এখানে সবচাইতে বড় হার্ট বুধবারে হয়ে থাকে। আর ভাইয়া সকালেই হাঁটে গেছিল গরু কেনার জন্য। প্রতিবছরই এই সময় আমরা গরু কিনে থাকি এ বছরের দুই গরু কেনা হয়েছে আরো একটা কেনার ইচ্ছা আছে।

IMG_20240814_185706.jpg

আমরা যেহেতু গ্রামে থাকি তাই প্রতিবছরে গরু পালন করে থাকি শুধু আমরা না আমাদের এখানে প্রতিটি পরিবার গরু পালন করে থাকে।। গরু পালনের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করে থাকে তাই গরুটা সবাই পালন করার চেষ্টা করে। যাই হোক তার কিছু সময় পরেই দুপুরের আজান হয়ে যায় তাই দেরি না করে গোসল করে নেই। আর গোসল করার পরে প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে নেই আর রুমে চলে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি।

এমন সময় বোন ফোন করে আর বলে ভাগনা নাকি অসুস্থ, আমরা আসার পরেই না অসুস্থ হয়েছে অনেক জ্বর ও কাশি। পরে বোনকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যেতে এবং ওষুধ খাওয়াতে। বোনের সাথে কথা শেষ করেই ঘুমিয়ে যায়, দুপুরে ঘুমাতে বেশ ভালই লাগে।

IMG_20240814_190049.jpg
IMG_20240814_185909.jpg

বেশ কিছু সময় ঘুমানোর পর ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আর আমাদের হলুদ বাগানে যাই যেয়ে দেখি হলুদের গাছ অনেক বড় হয়ে গেছে। প্রতি বছরে আমরা হলুদ লাগিয়ে থাকি তাই আমাদের আর হল কিনে খেতে হয় না। আর হলুদ গাছের পাশে একটা কচুর গাছ দেখতে পাই আর দেখি কচুর ফুল এসেছে এই ফুলগুলো মানুষ খেয়ে থাকে।

তার কিছু সময় পরেই প্রতিদিনের মতোই ক্রিকেট খেলার জন্য রেডি হয়ে যায়। বর্তমান সময়ে বিকাল মুহূর্তে ক্রিকেট খেলে থাকি এই গরমে ক্রিকেট খেলতে অনেক বেশি ক্লান্ত লাগে, তারপরও খেলে থাকি ভালই লাগে খেলতে। বেশ কিছু সময় খেলার পর সন্ধ্যার আগ মুহূর্ত বাসায় আছি আর ফ্রেশ হয়ে ফ্যানের নিচে বসে থাকি। আর এই ভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।।

Sort:  
Loading...
 6 days ago 

আপনার সারাদিনের কাজকর্ম গুলি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বর্ষাকালে খালে, বিলে মাছ ধরা দেখতে ভালো লাগে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 days ago 

আমাদের বাসায় গ্রামে থাকায় মাছ ধরার দৃশ্য প্রায় দেখে থাকে বেশ ভালো লাগে মাছ ধরতেও ভালো লাগে।। ধন্যবাদ মতামত করার জন্য ভালো থাকবেন।।

 6 days ago 

ঠিক বলেছেন, দলবদ্ধ হয়ে মাছ ধরার একটা অন্য রকম মজা আছে। ছোটবেলায় বিকালে সকলে মিলে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতাম। মাছ পাই আর না পাই মজা হতো অনেক। গ্রামের দিকে প্রতিটা পরিবারে গরু পালন করা হয়। আমাদেরও রয়েছে ৬ টা। ভালো থাকবেন।

 4 days ago 

আমিও বড়শি দিয়ে অনেক মাছ ধরেছি ভাই পুকুর থেকে বিশেষ করে।। শুনে ভালো লাগলো আপনিও মাছ ধরেছেন আনন্দের সাথে।। শুনে ভালো লাগলো আপনাদের বাসায়ও গরু আছে।।

 5 days ago 

আজকে আপনি সারাদিন কি কি করেছেন সে বিষয়টি আমাদের মাঝে অনেক সুন্দর করে আপনি শেয়ার করেছেন এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনাকেও ধন্যবাদ ভাই মূল্যবান মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য।। জেনে ভালো লাগলো ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60708.09
ETH 2619.74
USDT 1.00
SBD 2.58