Better Life with Steem|| The Diary Game||08 april 2024

in Incredible India6 months ago

বন্ধুরা দেখতে দেখতে রমজান একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আর মাত্র দুটি রোজা রয়েছে তাই আমাদের পবিত্র ঈদুল ফিতর চলে আসবে মুসলমানদের সবচাইতে বড় আনন্দের দিন। সৃষ্টিকর্তার রহমতে রমজান মাসটা বেশ ভালোভাবেই শেষ করলাম বলা যেতে পারে।

Picsart_24-04-09_18-15-19-426.jpg

প্রতিবছরই রমজানের শেষের দিকে একটু ব্যস্ততার মধ্যেই দিন পার হয়। যেহেতু সামনে ঈদ তাছাড়াও বাসায় বেশ কাজ থাকে এছাড়া আত্মীয়-স্বজনের দাওয়াতের একটা ব্যাপার তো রয়েছে। সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই দিন পার করতে হয় রোজার শেষ দিকে এসে।

IMG_20240408_181256.jpg

প্রতিদিনের মতোই গতকালকেও সেহেরীতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আর ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে ছিলাম যেহেতু সামনে পরীক্ষা তাই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। পরে ঘুম থেকে উঠে কিছু সময় পড়াশোনা করে একটু বাহিরে যাই আর বাইরে যেয়ে একটা জায়গায় বেশ কিছু সময় বসে থেকে মোবাইল ব্যবহার করি। তার কিছু সময় পরেই বাসায় চলে আসি।

আর হ্যাঁ আজকে আমাদের বন্ধুদের একটা ইফতার মাহফিল রয়েছে। প্রতিবছর ই আমরা এসএসসি ব্যাচ ইফতার মাহফিল করে থাকি আর এ বছরও আয়োজন করেছি। বাসায় এসে কিছু সময় শুয়ে ছিলাম আর এমন সময় আমার বন্ধু ফোন করে যে ইফতারের যাবতীয় জিনিস কিনতে হবে। পরে আমি তাদের বললাম আমি যেতে পারব না তোরা সব কিছু রেডি করে নিয়ে আসিস, পরে তারা বলল ঠিক আছে।

IMG_20240408_173304.jpg

পরে আমি একটু সময় শুয়ে থাকার পর প্রতিদিনের মতোই দিনের গোসল করে নেই। আর গোসল করে রুমে চলে আসি যেহেতু ইফতার মাহফিল রয়েছে তাই আর ঘুমাইনি। তার কিছু সময় পরে আমার বন্ধু ফোন করে যে স্কুলে যেতে হবে। আমরা যে স্কুল থেকে এসএসসি পাস করেছি সেখানে ইফতারের আয়োজন করেছি। পরে আমার বন্ধুসহ চলে যাই স্কুলে আর যেয়ে দেখি সবাই এখনও আসেনি।

IMG_20240408_173326.jpg

প্রতিবছরের চাইতে এ বছরে অনেক বন্ধু কমে গেছে। আসলে যতদিন যাচ্ছে সবাই ততো ব্যস্ত হয়ে পড়ছে তাছাড়া অনেকেই বিবাহিত জীবনে পা রেখেছে। সব মিলিয়ে অনেকেই ব্যস্ততার মধ্যে থাকার কারণে আসতে পারবেনা শুনে একটু খারাপ লাগলো। আসলে আমরা ২০১৭ সালে এসএসসি পাস করি আর তারপরে থেকেই ইফতারের আয়োজন করে থাকি সবচাইতে এ বছরে বন্ধু খুবই কম। যাইহোক আমরা যাওয়ার কিছু সময় পরেই সকল বন্ধু চলে আসে আর আমরা মাঠে একটা জায়গায় বসে যাই ।

IMG_20240408_173356.jpg

আর সবাই একত্রিত হয়ে কিছু সময় গল্প করলাম তারপরেই ইফতারের সবকিছু আয়োজন করে নিলাম। আর কিছু সময় পরে ইফতারের সময় হয়ে যায় পরে আমরা সকলেই ইফতার করে নেই। আর ইফতার করা হলে আমরা সেখানেই মাগরিবের নামাজ আদায় করে সবাই বেশ কিছু সময় গল্প করার পরে বাসায় চলে আসি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।

Sort:  
Loading...
 6 months ago 

স্মৃতির পাতায় কিছু কিছু কথা সারা জীবন যে গাঁথা থাকে সেটা আপনার পোস্টে পড়েই অনুভব করতে পারছি ২০১৭ সাল থেকে এই পর্যন্ত আপনারা এই ইফতার পার্টিটা একইভাবে আয়োজন করে আসছেন এটা আসলে একজনের ইচ্ছাশক্তিতে কখনো সম্ভব নয়।
আপনাদের সকলের জন্য দোয়া রইল ভালো এই উদ্যোগে সারাটা জীবন যেন আপনারা এভাবেই আয়োজন করতে পারেন ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেকদিন পর আপনার কমেন্ট দেখে অনেক ভালো লাগলো।। আর হ্যাঁ দিন চলে যায় কিন্তু মুছে যায় না আর এরকমই আমাদের বন্ধুত্ব ধরে রেখেছি।।

 6 months ago 

আসলে সত্যি বলতে আপনাদেরকে অনেক মিস করছি। বন্ধুত্ব হয়তো বা সবাই টিকিয়ে রাখতে পারে না তবে প্রকৃত বন্ধুগুলো কখনোই ছেড়ে যায় না। আপনাদের সকলের জন্য ভালোবাসা রইলো দীর্ঘ হোক আপনাদের ভালোবাসা।

 6 months ago 

যতই পিছনে দিন চলে যাক না কেন মানুষের স্মৃতি গুলো সবসময় মনে পরে।তাই আপনাদের ২০১৭ সালের এসএসসি ব্যাচের ইফতার পার্টি আয়োজন করে যাচ্ছেন।

আর হ্যাঁ রোজা শেষের দিকে একটু ব্যস্ততা এর ভিতরই দিনগুলো কাটে। সবকিছু কেনাকাটা আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া এরকম ব্যস্ততার ভিতরে থাকতে হয়।

ধন্যবাদ খুব সুন্দর একটি ডাইরি গেম শেয়ার করলেন।

 6 months ago 

সত্যি কথা বলতে ভাই আপনাদের বন্ধুদের একসাথে ইফতার করার আয়োজনটি খুব সুন্দর ছিল। আপনাদের মত আমরাও এসেছি দেশের সবাই মিলে একসঙ্গে ইফতার পার্টি করেছিলাম।

পুরনো সব বন্ধু-বান্ধবের সাথে এভাবে ইফতার পার্টি করা আনন্দই আলাদা। আপনি একদম ঠিক বলেছেন ঈদ আর মাত্র ২ দিন পর। বলতে গেলে ঈদ আমাদের খুবই সন্নিকটে।

সারাদিনের কার্যক্রম গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

একদম ভাই বন্ধুদের সাথে ইফতার পার্টি করতে অনেক বেশি মজা লাগে।। আর অনেকদিন পর সবাই একত্রিত হলে এমনি ভালো কাজ করে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65