Better Life with Steem|| The Diary Game||06 June 2024
![]() |
---|
বন্ধুরা সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের জীবনে কোন না কোন ভাবে পরীক্ষা নিয়ে থাকে। কখনো অসুস্থতা দিয়ে কখনো বিপদ দিয়ে আর এই অসুস্থতা বা বিপদে পরে যে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায় না তাকে সৃষ্টিকর্তা অনেক বেশি পছন্দ করে থাকে। আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে কোন বিপদ বা অসুস্থ হলে সৃষ্টিকর্তা কে অনেক কিছু বলে থাকে,, যে সৃষ্টিকর্তা আমাকে কেন বিপদ দিলো বা অসুস্থতা দিল আসলে এরকমটা বলা কখনোই উচিত নয়।
![]() |
---|
বন্ধুরা গতকালকে ঘুমিয়ে থাকতেই বাইরে শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কি নিয়ে কথা হচ্ছে বাইরে। পরে উঠে দেখি আমাদের গরু বিক্রি করার কথা চলছে যেহেতু সামনে কুরবানীর ঈদ তাই এখন গরু বিক্রি করবে। আমি উঠে দেখতে পাচ্ছি দামাদামি চলছে পরে এক পর্যায়ে ১ লক্ষ ৪৩ হাজার টাকায় আমাদের গরুটি বিক্রি হয়। প্রতিবছরই আমাদের বাসায় দুই তিনটা গরু কুরবানীর ঈদের জন্য রাখা হয় যেগুলো কোরবানি ঈদের আগ মুহূর্তে বিক্রি করা হয় এ বছরে দুইটা রয়েছে তার মধ্যে একটা বিক্রি করা হলো।
![]() |
---|
গরু বিক্রি করার পর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেই তারপর বাসায় কিছু কাজ করি। আর কাজ করার পর বেশ কিছু সময় বসে থাকি। আর হ্যাঁ একটা জমিতে ভোটটা উঠানো বাকি আছে তাই লোক নেওয়ার জন্য যাই কিন্তু তারা অসুস্থ থাকায় বলে কয়েকদিন পর কাজ করবে। তার পর সেখান থেকে বাসায় চলে আসি, আর আসার পর দেখি আরো একটা পাইকার এসেছে গরু নেওয়ার জন্য। আমাদের দুটা গরু ছিল সকালে একটা বিক্রি করা হয়েছে আর দুপুরের সময় আরো একটা বিক্রি করার কথা চলছে। পরে কথা বলতে বলতে সেই গরুটা 85 হাজার টাকা বিক্রি করা হয়। এটা গাভী ছিল আর বেশ কিছুদিন আগে আমরা কিনে এনেছিলাম।
![]() |
---|
যাইহোক তার কিছু সময় পরেই দুপুরে গোসল করে খাওয়া-দাওয়া করি। পরে রুমে চলে এসে শুয়ে থেকে কিছু সময় মোবাইল দেখি আর তার একটু পরেই ঘুমিয়ে যাই। বর্তমান সময়ে রোদের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। আর এই রোদ প্রতিটি মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন কারণ সামনে ঈদ রয়েছে।
![]() |
---|
পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে কিছু সময় বসে থাকি। তারপরে বাইরে যেয়ে ভাইয়ের সাথে ভোটটা প্যাকেট করি, কিছু ভুট্টা ছিল প্যাকেট করার আর প্যাকেট করার পর সেগুলো রুমে তুলে রেখে দেই। কিছু ভুট্টা বিক্রি করা হলোও বেশ কিছু রুমে রেখে দেবো যখন দাম বাড়বে তখন বিক্রি করব।।
![]() |
---|
পরে সেই কাজ করার পর রুমে এসে বসি আর বোনের সাথে বসে থাকে গল্প করি। পরে দেখি আম্মু মিষ্টি এনেছে পরে বোনসহ মিষ্টি খাই আর তার একটু পরে শুয়ে থেকে ফোন ব্যবহার করতে থাকি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটা অতিবাহিত করি।।
আপনাদের ঈদের আমেজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ঈদ মানেই আপনাদের কাছে একটু বেশি স্পেশাল। বেশ ভালো দামেই গরুটা বিক্রি করেছেন দেখছি, যদিও আমার গরু বিক্রি করার মতো অভিজ্ঞতা নেই। আশা করি লাভবানই হয়েছেন।
ভুট্টাগুলো রেখে দিয়েছেন এবং দাম বাড়ার অপেক্ষা করছেন, আমি বলবো এটা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
জি ভাই ঈদ আমাদের অনেক স্পেশাল আর এই ঈদে আমরা অনেক বেশি আনন্দ করি।। আর হ্যাঁ গরু গুলো বেশ ভালো দামে বিক্রি করেছি প্রতিবছরই এরকম দামেই গরু বিক্রি করা হয়।।
ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।
ভাই গরুটা দেখে তো বেশি বড় মনে হচ্ছে না মনে হয় আপনারা লাভ করছেন এক লক্ষ ৪৩ হাজার টাকা অনেক দামী পেয়েছেন.
আমরাও একটি কোরবানির গরু কিনেছি আপনাদের গরু থেকে তুলনামূলক অনেক বড় আমি দুই দিন আগেও আমার পোস্টে শেয়ার করেছিলাম আজকেও আপনার সাথে শেয়ার করছি মনে হয় আমাদের গরুটি কিনে মোটামুটি ভালই হয়েছে.
ভাই মোবাইলে গরুটা একটু ছোট দেখা যাচ্ছে তুলনামূলক এত ছোট নাম আর হ্যাঁ আমাদের এখানে গরুর দাম অনেক বেশি।। আর আপনাদের কুরবানির গরু বেশ বড় দেখা যাচ্ছে আর তুলনামূলক দাম কম মনে হচ্ছে আমার কাছে।।
সকল পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। খারাপ সময় ভালো সময় আসবেই জীবনে। একই দিনে কোরবানীত ঈদের জন্য আপনাদের দুইটি গরু বিক্রি হয়ে গেলো।পাইকারীতে বলে দাম একটু কম। কোন ফসলের সিজন হলে সেই ফসলের দাম কমে। আবার অন্য সিজনে একই ফসলের দাম বাড়ে। তাই কিছু ভূট্রা রেখে দিয়ে খুব ভালো কাজ করেছেন। আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।
এটা আপনি একদম সঠিক বলেছেন একটা মানুষের জীবনের সব সময় খারাপ মুহূর্তে থাকে না খারাপ মুহূর্তের পরেই ভালো সময় আসে আর এভাবেই প্রতিটা মানুষের জীবনে অতিবাহিত হয়।।
ধন্যবাদ মূল্যবান প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।
বর্তমান সমাজের মানুষ তো বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে ভুলে যায়। উল্টো সৃষ্টিকর্তাকে গালাগালিও পর্যন্ত করে। কিন্তু আমাদের প্রত্যেককেই বিপদে-আপদে সবসময় সৃষ্টিকর্তাকে অনুসরণ করা উচিত।
যাইহোক, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছেন আপনাদের গরু বিক্রি হচ্ছে। সত্যি বাড়ির লালন পালন করা গরু বিক্রি করার সময় খুব খারাপ লাগে।
আপনাদের গরুটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে ভাই আমার মনে হয় অন্যান্য বছরের তুলনায় এইবার গরুর দাম একটু বেশি।
সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
জি ভাই এরকম অনেক মানুষই রয়েছে বিপদে বলে সৃষ্টিকর্তাকে ভুলে যায় বরঞ্চ সৃষ্টিকর্তার প্রতি নারাজ হন।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ভালো থাকবেন।
আপনাদের বাসায় থাকা দুইটা গরু আপনারা বিক্রি করে দিয়েছেন। আশা করি যত টাকা দিয়ে কিনেছেন তার চাইতে একটু হলেও লাভবান হয়েছেন। বর্তমান সময়ে ভুট্টা নিয়ে আপনাকে অনেক বেশি ব্যস্ত। খুব বুদ্ধিমানের মত কাজ করেছেন। কিছু ভুট্টা আপনারা রুমে রেখে দিয়েছেন যখন দাম বাড়বে তখন বিক্রি করে দেবেন। বোনের সাথে গল্প করার পাশাপাশি আপনার মায়ের দেয়া মিষ্টি খেয়ে নিয়েছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
জি আপু প্রতিবছরে গরু বিক্রি করে বেশ লাভবান হয় আর এ বছর হয়েছি। আহা প্রতিবছরই ভোটটা এভাবে ঘরে উঠিয়ে রাখে আর যখন মূল্যটা বৃদ্ধি পায় তখনই বিক্রি করা হয় এতে করে বেশ কিছু টাকা লাভবান হওয়া যায়।।
আমার কাছে মনে হয় যাদের গরু পালন করার জায়গা আছে। তারা এভাবে দু একটা গরু পালন করলে, দিনশেষে মোটামুটি ভালোই লাভবান হওয়া যায়। আর এভাবে কষ্ট করতে হয় না। আপনারা প্রতি বছর এভাবে ঘরে রেখে দেন খুবই ভালো কথা। কেননা পরবর্তী সময়ে ভালো দামে বিক্রি করতে পারেন ধন্যবাদ।
একজন মানুষ গরু পালন করে স্বাবলম্বী হতে তার খুব বেশিদিন সময় লাগবে না।। আর আমাদের অঞ্চলে প্রতিটি বাড়িতেই গরু পালন করে থাকে আর এতে করে প্রতিটি মানুষ অনেক বেশি লাগবে হচ্ছে দিন দিন।। আর হ্যাঁ প্রতিটি কৃষকই চাই তার ফসল একটু বেশি দামে বিক্রি করতে।।
আরে ভাই গরু পালন করতে তো কষ্ট করতে হয়। কিন্তু বর্তমান সময়ের মানুষ তো কষ্ট করতে চায় না। কষ্ট করলে যে স্বাবলম্বী হয় এটা মানুষ ভুলেই যায়। আপনি একদমই ঠিক বলেছেন, গরু পালন করার মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায়। অসংখ্য ধন্যবাদ।
একদম সঠিক কথা বর্তমান সময়ের মানুষ কষ্ট করতে চায় না শুধু চায় বসে বসে উপার্জন করতে আর একটা কখনোই সম্ভব না।। জীবনকে ভালো জায়গায় বা ভালো কিছু করার জন্য একজন মানুষকে কষ্ট করতেই হবে।।
যে মানুষটা ধৈর্য ধারণ করে কষ্ট করে, সে মানুষটা কিন্তু দিনশেষে তার ফল ভোগ করতে পারে। যেমন আজকে আপনাদের কথাই বলি। আপনার দীর্ঘ একটা বছর এই গরু পালন করার ক্ষেত্রে কষ্ট করেছেন। আজকে তার ফল ভোগ করছেন। বসে বসে যদি খাওয়া শুরু করে প্রত্যেকটা মানুষ, তাহলে তো রাজার ভান্ডার ফুরিয়ে যাবে। পরিশ্রম করে খেলে তখনই কিছু শেষ হয়ে যায় না। বরঞ্চ নতুন নতুন কিছু তৈরি করা সম্ভাবনা দেখা যায়।
জি আপু কষ্ট করলে তার ফল পাওয়া যায়।। আমরা প্রতিবছরই এরকম গরু পালন করে থাকি আর যেখান থেকে আমাদের মোটামুটি একটা উপার্জন হয়ে যায়।। ইনশাল্লাহ এবারও বেশি গরু পালন করার ইচ্ছা আছে দেখা যাক সৃষ্টিকর্তা কতটুকু করতে দেয়।।
আসলেই আমাদের জীবনে বিপদ আসে পরিক্ষামূলক ভাবেই।আল্লাহ বিপদ আপদ দিয়ে বান্দার ধৈর্য পরিক্ষা করেন।আপনি সাতাদিনে অনেক কাজ করেছেন,বিশেষ করে ভুট্টা প্যাকেট করেছেন ভাইয়ের সাথে।আপনাদের একটা গরু বিক্রি করা হয়েছিলো ১.৪৩ লাখ টাকা দিয়ে।আপনার মা মিষ্টি নিয়ে এসেছেন আর আপনি বোনকে সাথে নিয়ে খেয়েছেন।ধন্যবাদ এতো সুন্দর একটা দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ভাই বিপদ সব সময় ধৈর্য পরীক্ষা নিয়ে থাকে।। তাই বিপদে পড়লে কখনো হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে আর সৃষ্টিকর্তার কাছে যেতে হবে যেন সবকিছু সমাধান করে দেয়।।
ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভাল থাকবেন ধন্যবাদ।।