Better Life with Steem|| The Diary Game||05 February 2024||

in Incredible India7 months ago
Picsart_24-02-06_18-09-07-670.jpg

জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। জীবন তার গতিতে ঠিক ভাবে অতিবাহিত হয়ে যায়। মাঝে মাঝে যখন হতাশার মধ্যে কোন মানুষ পড়ে যায় তখন মনে করে হয়তো আমার জীবন এখানেই শেষ। কিন্তু না সে যতই হতাশার মধ্যে থাক না কেন তার জীবন ঠিকই অতিবাহিত হয়ে যায়।

IMG_20240205_150126.jpg

বন্ধুরা চলে আসলাম আবারো আপনাদের মাঝে আমার একটি দিনের কার্যক্রম নিয়ে। প্রতিদিনের মতোই সকালে ঘুম উঠা। গতকালকে আমার প্রাইভেট ছিল না তাই একটু দেরি করে উঠেছিলাম। ওঠার পর প্রতিদিনের মতই ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেয়। গতকালকে সকলে দুধ পিঠা খেয়েছিলাম।

IMG_20240205_150326.jpg

তারপরে বাইরে রৌদ্রে যেয়ে কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। আর আমার ছোট ভাইদের সাথে সেখানে বেশ কিছু সময় গল্প করি ।তার একটু পরেই রুমে চলে এসে শুয়ে থেকে মোবাইল ব্যবহার করি। আসলে সকালে আমার পড়তে বসা উচিত কিন্তু কেন জানি সকালে পড়তে মন চায় না শুধু রাতেই পড়তে বসি। চিন্তা করতেছি অভ্যাসটা পরিবর্তন করব এখন থেকে সকালেও কিছু সময় পড়তে বসবো।

IMG_20240205_144041.jpg

পরে আমি গোসল করার আগ মুহূর্তে একটু পাশের জমিতে যাই। যেহেতু পানি দেওয়া হয়েছে তাই একটু দেখতে গিয়েছিলাম ভুট্টা গাছের চেহারা কেমন হয়েছে। মাশআল্লাহ ভুট্টা গাছের চেহারা বেশ ভালো দেখা যাচ্ছে। আশা করি এবারের ফলন আগের চাইতে অনেক ভালো হবে।

IMG_20240205_150100.jpg

তারপরে আমি জমি থেকে বাসায় এসে প্রতিদিনের মতো গোসল করে নেই। সেই সাথে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি। আর দুপুরের খাবার খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। তারপর শুয়ে থেকে কিছুক্ষণ ফেসবুকে সময় দিলাম। আগের তুলনায় বর্তমানে ফেসবুকে সময় দেই না বললেই চলে আগে প্রায় সময় ফেসবুকে থাকা হতো।

তার কিছু সময় পরে বাইরে বের হই মূলত ক্রিকেট খেলার জন্য। একটা সময় ছিল যখন খাবার না খেয়েও খেলা খেলেছি। সকালে বাসা থেকে বের হয়েছি একদম বিকাল মুহূর্তে বাসায় এসেছি। বাবা মার কত ঝাড়ি খেয়েছি এই খেলা করার কারনে। মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলা হয়েছে।

বর্তমান সময়ে আগের মতো খুব বেশি ক্রিকেট খেলার ইচ্ছা হয় না। শুধু ক্রিকেট খেলা না যে কোন খেলায় এখন আর ভালো লাগেনা। এর পেছনের একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন থাকার কারণে এই খেলাধুলা থেকে অনেকটা দূরে চলে এসেছি। সেই সাথে বাইরেও আগের তুলনায় অনেক কম যাওয়া হয়।

IMG_20240205_141214.jpg

যাই হোক পরে ক্রিকেট খেলা শুরু করে দেয় ছোট ভাই ও বন্ধুদের সাথে। বেশ ভালই লাগে ক্রিকেট খেলতে সবার সাথে। আর ক্রিকেট খেলার মুহূর্তে সময় যে কোন দিক দিয়ে চলে যায় একটুও বোঝা যায় না। তারপর ক্রিকেট খেলা শেষ করে প্রতিদিনের মতোই বাসায় চলে আসি।

IMG_20240130_172236.jpg

আর বাসায় আসার পর একটু বাজারে গিয়েছিলাম। কয়েকদিন হয় বিকেলে বাজারে যাওয়া হয় না। আর আজ বাজারে যাওয়ার পর গরম গরম সিঙ্গারা খেয়েছি। তারপর বাসায় চলে আসি। আর বাসায় আসার পর প্রতিদিনের মতই পড়তে বসি।

আজকের লেখা আমি এখানেই ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 7 months ago 

সময় তার গতি অনুযায়ী চলতে থাকে। সেই সময়টাই দুঃখ থাকুক কিংবা কষ্ট। কখনোই কিছু থেমে থাকে না। হতাশার মধ্যে দিন পার করলেও মানুষ ভালো থাকার চেষ্টা করে। আপনাদের ওখানে বিকেল বেলায় গরম গরম সিঙ্গারা পাওয়া যায়। অথচ আমাদের এখানে সকালবেলায় পাওয়া যায়। বিষয়টা অনেকটাই অন্যরকম। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আমাদের বাজারে মূলত বিকালেই সিঙ্গারা তৈরি করে থাকে।। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।।

 7 months ago 

আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আসলে আপনি একদম সঠিক কথা বলেছেন জীবন সবসময় চলমান থাকে। এর মাঝেই অনেকের জীবনে হতাশা চলে আসে কিন্তু তাতেই অনেকে থমকে যাওয়ার মত হয়ে যায়। জীবনে চলার পথে ভাল মন্দ সময় আসবেই এসব কাটিয়ে উঠতে পারলেই জীবন সুন্দর। আপনার পোষ্টের চিতই পিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখে খেতে বেশ ভালোই লাগে। আরো যদি তার সাথে নারিকেল দিয়ে থাকে তাহলে তো আর কোন কথাই নেই।

 7 months ago 

আপনি ঠিকই বলেছেন নারিকেল দিয়ে এই পিঠা অনেক ভালো লাগে।।

 7 months ago 

আপনি ঠিকই বলেছেন , “আমাদের জীবন কারো জন্য কখনো থেমে থাকে না”। যেমন ঘড়ির কাঁটা ও নদীর স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না ,সে সবসময় তার গতিতেই চলতে থাকে ।

অনেক সুন্দর সাজের পিঠাটা দেখে তো খুবই লোভনীয় লাগছে ।আপনি পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনার ভাই ও বাবাকে কৃষিকাজে সাহায্য করেন।

পরিবারের সবাই মিলে যদি কাজ করা যায় তবে সেই পরিবারটি কখনো পিছিয়ে থাকে না ।কথায় আছে না যে , ”দশের লাঠি একের বোঝা” প্রবাদপরিবারের প্রতি আপনার দায়িত্ব দেখে আমারও খুব ভালো লাগলো ।বিকেলবেলা ক্রিকেট খেলেছেন এবং সন্ধ্যার পরে গরম গরম সিংগারা খেয়েছেন।
আপনার সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 7 months ago 

খুবই চমৎকার একটি প্রবাদ বলেছেন এটি একদম বাস্তব কথা।। ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58493.60
ETH 2468.39
USDT 1.00
SBD 2.41