Better Life With Steem || The Diary game || 05 August

in Incredible India11 months ago
IMG_20230804_184223.jpg

আরো একটি নতুন সকাল

বন্ধুরা গতকাল ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ আর খারাপ হওয়ার একটি বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে, আমার বোন এবং ভাগনা প্রায় দুই মাস হয় আমাদের বাসায় আসছে। আমার বোনের অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তার পরীক্ষা শেষ তাই বোন চলে যাবে এটা শুনে আমার ভীষণ মন খারাপ।

IMG_20230806_120740_444.jpg

দুঃখ ভরা মন নিয়ে ঘুম থেকে উঠে, প্রতি দিনের মত ব্রাশ করে রুমে এসে মন খারাপ করে বসে আছি। আমার দুলাভাই আসছে আমার বোনকে নিতে, আমার দুলাভাই পঞ্চগড় থাকে, ওখানে চাকরি করে। আমার বোনকে নিয়ে ওখানেই থাকে, দীর্ঘ পাঁচ বছর হয় বোনকে নিয়ে ওখানে থাকে। এখন বোনকে নিয়ে যাবে কথাটা শুনে অনেক কষ্ট হচ্ছিল কারণ আমার ভাগনা সব সময় আর পাশে থাকতো। আমি যখন শুয়ে থাকতাম আমার পাশে শুয়ে থাকত এখন এই জিনিসটা খুব মিস করবো।

IMG_20230806_120728_437.jpg
IMG_20230806_120726_107.jpg
IMG_20230806_120734_793.jpg

কিছু সময় রুমে মন খারাপ করে শুয়ে ছিলাম তারপরে একটু বাইরে গেলাম ভাগিনা কে নিয়ে। ভাগিনা বাইরে যেয়ে আমাকে বলতেছে, আমি পেয়ারা খাব। আমাদের একটা পেয়ারা গাছ আছে, পরে আমি ভাগিনা কে পেয়ারা দেয়ার জন্য নিজেই গাছে উঠি এবং ভাগনা কে পেয়ারা পেরে দেই সে অনেক খুশি হয়।

IMG_20230806_120747_816.jpg
IMG_20230806_120717_396.jpg

সকালের নাস্তা

ভাগিনা কে পেয়ারা পেরে দিয়ে বাসায় আছি এবং তার একটু পর সকালের নাস্তা করে নেই প্রতিদিনের মতো। নাস্তা শেষ করে আমি আমার দুলা ভাইয়ের সাথে অনেক সময় গল্প করলাম। দুলাভাই আমাকে বলল এবার গেলে তুমি আমাদের বাসায় যাবে অনেক দিন যাওনা ।আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার গেলে আমি যাব।

IMG_20230806_120702_975.jpg

দুলা ভাইয়ের সাথে গল্প শেষ করে আমি গোসল করতে গেলাম। গোসল শেষ করে এসে দেখি আমার দুলাভাই এবং বোন যাওয়ার জন্য রেডী হয়েছে। আমার দেখে খুব খারাপ লাগতে ছিল কিন্তু কিছু করার ছিল না কারণ এখন বোনকে বিয়ে দিয়েছি এখন চাইলেও আগের মত থাকতে পারবে না। তাই মনকে বুঝ দিলাম এবং আপুদের সাথে কথা বললাম।

IMG_20230806_120700_686.jpg
IMG_20230806_120658_205.jpg

তার একটু পর আপুরা যাওয়ার জন্য বের হলো। আমার দুলাভাই গাড়ি নিয়ে আসছিল আর তারা গাড়ি দিয়ে যাওয়া আসা করে, এটাই তাদের জন্য অনেক সুবিধা হয়। পরে তারা বাসা থেকে বের হলো তারপর আমাকে বিদায় জানিয়ে চলে গেল তাদের গন্তব্যে।

IMG_20230806_120714_861.jpg

দুপুরে খাবার

চলে যাওয়ার পর আমি খুব মন খারাপ করে বাসায় আসলাম এবং দুপুরের খাবার খেলাম। খাবার খেয়ে রুমে এসে মন খারাপ করে শুয়ে ছিলাম আর ভাবতে ছিলাম আপু চলে গেল, এখন আমি কার সাথে গল্প করব কার সাথে কথা বলব,, এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি চারটা বেজে গেছে। আমি তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যায়।

IMG_20230806_120655_154.jpg

বিকালের নাস্তা

অনেক সময় বাইরে থাকার পর বাসায় চলে আসলাম এবং প্রতিদিনের মতো বিকালের নাস্তা করলাম। নাস্তা করার পর রুমে শুয়ে ছিলাম। এভাবেই আমার গতকাল কেটে গেল কষ্ট ভরা মন নিয়ে।

সত্যি আপন মানুষগুলো দূরে কোথাও চলে গেলে অনেক কষ্ট লাগে। আর কষ্ট লাগলে ও কিছু করার থাকে না। পরিস্থিতির কাছে হার মানতে হবে এটাই যে পৃথিবীর নিয়ম, আবার আপুরা কবে আসবে সঠিক জানিনা।

সবাই আমার বোন এবং ভাইয়াদের জন্য দোয়া করবেন তারা যেন ভাল থাকে। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

DeviceName
AndroidRedmi not 10
Camera48MP 8MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@sabus
Sort:  
Loading...
 11 months ago 

আপনি যেভাবে আপনার বোনকে মিস করেন?
ঠিক ততটাই আপনার বোন আপনাকে মিস করে আপনার তো বেশি কষ্ট হইতাছে আপনার ভাগনার জন্য কারন ও সব সময় আপনার পিছু হয়ে থাকতো। আপনার গাছে পেয়ারা গুলো দেখতে বেশ ভালো। থ্যাংক ইউ ভালো থাকেন

সকাল থেকেই আপনার আজ মন খারাপ আপনার বোন ও আপনার আদরের ভাগিনা আজ আপনাদের বাসা থেকে চলে যাচ্ছে এ কারণে। আপনার দুলাভাই আপনাদের বাসায় এসেছিল তাদের নেয়ার জন্য। দুঃখ ভরা মনে তাদের আপনি বিদায় জানাল। আপন মানুষ গুলা কাছে থেকে চলে গেলে অনেক কষ্ট হয়। এর জন্য আপনার সারাদিন মন খারাপ ছিল। আপনার জন্য শুভকামনা রইল। কষ্ট ভুলে আবার সামনের দিকে এগিয়ে এগিয়ে যান এই দোয়াই করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64292.31
ETH 3500.72
USDT 1.00
SBD 2.50