Better Life with Steem|| The Diary Game||04 October 2024

in Incredible Indialast year
Picsart_24-10-05_18-14-21-973.jpg

রাতে ঘুম ভালো হলে সকালে উঠতেও ভালো লাগে আর সারাদিনও ভালোভাবেই যায়। তুলনামূলক গতকালকে রাতে অনেক ভাল ঘুম হয়েছে তাই সকালে উঠে ভালোই লাগছিল। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বাইরে বের হয় আর দেখতে পাই অসম্ভব সুন্দর বাতাস বইছে, তাই বাতাসের মধ্যে কিছু সময় দাঁড়িয়ে থাকি আর মনে হচ্ছে এই বাতাস কোন কিছুর আভাস দিচ্ছে হয়তো বৃষ্টি শুরু হবে বা সাতা‌

IMG_20241004_170929.jpg

কিছু সময় বাইরের আবহাওয়া অনুভব করার পর বাসায় চলে আসি আর সকালে নাস্তা খেয়ে কিছু সময় বাসার কাজ করি। কাজ করতে ইচ্ছে করে না তারপরও করতে হয় কারণ আমি না করলে সে কাজ বাবাকে করতে হয়। যেহেতু আমি বড় হয়েছি তাই দায়িত্ব নিয়ে কিছু কিছু কাজ করি। বাসার কাজ শেষ করে রুমে যেয়ে কিছু সময় শুয়ে থেকে ফোন দেখি। বর্তমান সময়ে সবচাইতে বেশি সময় crypto মার্কেটে দেওয়া হয় কারণ কখন কোন দিকে মার্কেট যাবে সেটা একটু বোঝার চেষ্টা করি।

IMG_20240927_184959.jpgপূর্বের ব্যবহৃত ছবি

যাইহোক কিছু সময় মোবাইল দেখার পর বাইরে বের হই আর হ্যাঁ গতকাল ছিল শুক্রবার মসজিদে যেতে হবে তাই একটু পরেই গোসল করে নেই। আপনারা জানেন অন্য অন্য দিন থেকে শুক্রবার একটু ভিন্নভাবেই কেটে যায়। কিছু সময় পরেই রেডি হয়ে চলে যায় মসজিদে আর নামাজ আদায় করার পর ইমাম সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনি তারপর ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করে বাসায় চলে আসি। ইতিমধ্যেই দুইটা পার হয়ে যায় তাই দেরি না করে দুপুরের খাবারটাও খেয়ে নেই তারপরের রুমে চলে আসি।

রুমে আসার পর শুয়ে থেকে বেশ কিছু সময় ফোন দেখি আর কিছু কাজ করি তারপরেই প্রতিদিনের মতো ঘুমিয়ে যায়। দিনের সময় ঘুমাতে আমার অনেক ভালো লাগে তারপরও মাঝে মাঝে ঘুমানোর সময় হয় না। বিকাল মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বাসায় কিছু কাজ করি। প্রতিদিনই সকাল ও বিকালে আমার কিছু বাসার কাজ থাকে আর সেগুলো আমি করার চেষ্টা করি।

IMG_20241004_171214.jpg

বিকেলের কাজ শেষ করে বাসা থেকে একটু বের হয়, বিকাল মুহূর্তেও আবহাওয়া মেঘলা ছিল সেই সাথে বাতাস আর রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছিল। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ফোনে কিছু কাজ করতে ছিলাম বেশ ভালোই লাগতেছিল। এই স্মার্টফোন কাছে থাকলে অনলাইনে কাজের কোন ব্যাঘাত ঘটে না যেখানেই যায় না কেন সেখান থেকেই কাজ করা যায়। বাইরে অনেকটা সময় পার করার পর বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা পেরিয়ে যায়। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।।

Sort:  
Loading...
 last year 

ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যদি সবাই জানতো যে এখন নিচে নামবে আর দুইদিন পর থেকে উপরের দিকে উঠবে তাহলে সবাই কোটিপতি হয়ে যেত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদেরকে উপস্থাপনা করেছেন ভালো থাকবেন।

 last year 

Crypto মার্কেট ঘোলাটে মার্কেট কখন কোন দিকে যাবে সেটা কেউ বলতে পারে না কিন্তু টেকনিক্যাল এনালাইসের মাধ্যমে সেটা কিছুটা আন্দাজ করা যায়।। ধন্যবাদ ভাই মতামত করার জন্য ভালো থাকবেন।।

 last year 

ভাই তাই তো আপনা আমি গুরি মানি কোন দিকে যাবে সেটা কেউ বলতে পারে না কিন্তু টেকনিক্যাল এনালাইসের মাধ্যমে সেটা কিছুটা আন্দাজ করা যায় ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট টা পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106601.18
ETH 3832.91
USDT 1.00
SBD 0.58