Better Life with Steem|| The Diary Game||04 July 2024

in Incredible India8 days ago
Picsart_24-07-05_16-20-42-433.jpg

বর্তমানের দিনগুলো একটু অন্যরকম ভাবেই যাচ্ছে, সকাল থেকে বিকাল পর্যন্ত বাসার মধ্যেই থাকতে হয়। বাইরে বের হতে চাইলেও হওয়া যায় না বৃষ্টির যন্ত্রনায়। মাঝে মাঝে মনে হয় আবহাওয়া মনে হয় ভালো হয়ে যাবে কিন্তু না কিছু সময় পরেই আবারো সেই বৃষ্টি। বৃষ্টি হোক বা রোধ তারপরও সৃষ্টিকর্তার প্রতি হাজার শুকরিয়া কারণ সবকিছু তার মাধ্যমেই ঘটে থাকে।

IMG_20240704_190938.jpg

ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে একটু বাইরে বের হয়, সকালের আবহাওয়া একটু ভালো ছিল। রুমের মধ্যে আর থাকতে ইচ্ছে করে না ,কতই থাকবো। যখনই বৃষ্টি আসে তখনি রুমের মধ্যে শুয়ে থাকতে হয়। তাই বৃষ্টি না থাকলে বাইরে সময় কাটাতে ভালোই লাগে। বেশ কিছু সময় বাইরে কাটিয়ে বাসায় চলে আসি।

IMG_20240704_190959.jpg

ইতিমধ্যেই দুপুর হয়ে গেছে, পরে প্রতিদিনের মতোই দুপুরের গোসল করে নেই আর গোসল শেষ করে বাহিরে যেয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকি। গতকালকে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া অনেক ভালো ছিল।

IMG_20240704_161545.jpg

পরে বাইরে থেকে এসে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি আর রুমে এসে শুয়ে থাকে মোবাইল দেখতে থাকি। আর crypto market দেখি হঠাৎ করেই একদম ডাউন হতে থাকে। আপনারা হয়তো জানেন আমি trade করে থাকি হঠাৎ করে মার্কেট পড়ে যাওয়াতে অনেক লসে পড়ে যায়, আর সেটা দেখে মনটা খারাপ হয়ে যায়। Crypto market এমনি কখন কোন দিকে যাবে সেটা কেউ বলতে পারে না। পরে বেশ কিছুক্ষণ crypto নিয়ে খাটাঘাটি করি অনেক নিউজ দেখি। আসলে মার্কেট ইচ্ছা করে ডাউন করানো হয়েছে কারণ যারা নতুন মার্কেটে এসেছে তারা ভয়ে তাদের কাছে থাকা কয়েন গুলো সেল করে crypto মার্কেট থেকে চলে আসবে। একটা নিউজে দেখলাম আগস্ট মাসে Bitcoin অনেক বড় একটা পাম করবে। এখানে বলা হয়েছে প্রায় এক লাখ যেতে পারে।

IMG_20240704_161526.jpg

যাই হোক কিছু সময় মার্কেট দেখার পর আবারও একটু বাইরে বের হই। যেহেতু বৃষ্টি ছিল না তাই বাইরে কিছুটা সময় পার করি। আর বিকাল মুহূর্তে হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালই লাগে। বেশ কিছু সময় হাঁটাহাঁটি করতে থাকি আর একটা জায়গায় যেয়ে দেখি একটা ভাই মাছ ধরতেছে। আর আমাদের এখানে এই জাল কে বলা হয় চটকা অঞ্চল ভেদে এটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে।

IMG_20240704_161825.jpg

যাই হোক বাইরে বেশ কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি। আর বাসায় এসে কিছু সময় ভাগনার সাথে দুষ্টামি করি। তারপরে মা দেখি নারিকেলের এনে দেয় পরে একটা ছুরি দিয়ে নারিকেল গুলো উঠিয়ে ভাইগ্না সহ খায়। নারিকেল আমার অনেক পছন্দ আর আমার ভাগনারও অনেক পছন্দ। আর নারকেল খাওয়ার পর বোনের পাশে যেয়ে বসে থাকে কিছু সময় গল্প করি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Sort:  

Congratulations! This post has been upvoted through the Steem Spark. We support quality posts, good comments anywhere, and any tags.

 8 days ago 

বৃষ্টি না থাকলে বাইরে সময় কাটাতে সবারই ভালো লাগে তবে বৃষ্টির কারনে সব সময় সেটা সম্ভব হয় না। ক্রিপ্টো মার্কেট নিয়ে আমিও মাঝে মাঝে ঘাটাঘাটি করি, এতে ট্রেড করা যেমন ভাল জনক তেমনই ঝুঁকি পূর্ন কাজ কারন মার্কেট কখন কোন দিকে যাবে কেউ বলতে পারে না। আগে অনেকেই এভাবে মাছ ধরতো। অনেক দিন পর আপনার পোস্টে এমন ভাবে মাছ ধরার চিত্র দেখলাম।

 8 days ago 

এটা অবশ্য সঠিক বলেছেন ট্রিড করা একটু মুশকিল, মার্কেট কখন কোন দিকে যায় সেটা কিছু বলতে পারে না।। তারপরও crypto পারে মানুষের মানুষের জীবন মুহূর্তের মধ্যে পরিবর্তন করে।।

 8 days ago 

আসলে এখন বৃষ্টির সময় বৃষ্টি প্রতিনিয়তই হবে এবং এই বৃষ্টির মধ্যেও অনেকটা আনন্দ লাগে, যাই হোক আপনি বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারেন না সেটা আসলে সবারই ক্ষেত্রে একই রকম বৃষ্টি যদি হয় তাহলে বাইরে যেতে মন চায় না। আজকে আপনার সারাদিনই কার্যক্রমটা অনেক সুন্দর ছিল এবং আপনি অনেক সুন্দর একটি সাপোর্টও পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

গরমের সময় যখন হঠাৎ করে বৃষ্টি আসে তখন অনেক বেশি ভালো লাগে মনে হয় অনেক শান্তি চলে আসলো।। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 8 days ago 

বর্ষাকালে এই এক সমস্যা কখনো মেঘ আবার অনেক সময় বৃষ্টি। বৃষ্টির কারণে অনেক সময় বাইরে বেরোনো সম্ভব হয়ে ওঠে না। তবে বর্ষাকালটা আমার ভীষণ পছন্দের। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

এটা একদম সঠিক বুঝতে থাকার জন্য আমরা অনেক সময় বাইরে যেতে পারি না।। আর হ্যাঁ বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক।। শুনে ভালো লাগলো বর্ষাকাল আবদার অনেক পছন্দ আসলে মানুষ যেমন ভিন্ন ভিন্ন তাদের পছন্দ গুলো ভিন্ন।।

 8 days ago 

বৃষ্টির যন্ত্রনায়

ভাই আমি আশা করি নাই যে আপনি এই শব্দটি এত দ্রুত উচ্চারণ করবেন। আসলে বর্ষার সময় যদি বৃষ্টি না হয় তাহলে আর কখন হবে। বৃষ্টি আমাদের জন্য রহমত স্বরূপ অনেকদিন আকাশে বৃষ্টি ছিল না কত হাহাকার মানুষ করছে তার ঠিক নাই।

হয়তোবা বৃষ্টির কারণে অনেক কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে তবে এটা কিন্তু আমাদের হতে পারে আমাদের ধৈর্যের পরীক্ষা। বাংলাদেশের যেহেতু তিন মাস বর্ষার সিজিল তাই প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে মেনে নিতেই হবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে বেশ ভালোভাবে উপস্থাপনা করার জন্য।

 8 days ago 

এটা একদম সঠিক বলেছেন এটা আমাদের ধৈর্যের পরীক্ষা হতে পারে অনেকভাবেই মানুষের পরীক্ষা নিয়ে থাকে।। যখন যেমনি থাক না কেন সব সময় সৃষ্টিকর্তার শুকরিয়া জানানো উচিত।।

 7 days ago 

আমার কমেন্টা ভালোভাবে বুঝতে পারার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিটা ব্যক্তিরই বৃষ্টির সময় শুকরিয়া জানানো উচিত এটার সাথে আমি সহমত পোষণ করছি।

 7 days ago 

একদম ভাই প্রতিটা মানুষের উচিত বৃষ্টির সময় বা যেকোনো সময় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানানো।। আর সৃষ্টিকর্তার শুকরিয়া করলে তিনি অনেক খুশি হন।।

Loading...
 7 days ago 

দেশে এখন বৃষ্টি অনেক কমে গেছে। আমি ছোটবেলায় দেখতাম সারা মাসই বৃষ্টি হতো। আসার মাসের প্রথম সপ্তাহের নাম ছিল সাত কন্যা। গল্প প্রচলিত ছিল যে মেয়েরা এই সময় বাবার বাড়ি যাচ্ছে তাই এত কান্না করতেছে। পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি হতো তাই এই গল্প। এখন আবহাওয়া পুরোই পাল্টে গেছে।
আমি কয়েকটা কয়েনের নাম ছাড়া ক্রিপ্টোর তেমন কিছু একটা বুঝি না আসেলে। ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

 7 days ago 

এরকম কথা আমিও শুনেছি কিন্তু আগের তুলনায় এরকম কথা খুবই কম বলে থাকে।। এটা সঠিক বলেছেন এখন যখন বৃষ্টি হয় তা হতেই থাকে আবার যখন বৃষ্টি নেই একদম নেই কিন্তু আগে এরকমটা ছিল না সেটা আমি দেখেছি।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44