Better Life with Steem|| The Diary Game||02 june 2024

in Incredible Indialast year
Picsart_24-06-03_18-48-53-095.jpg

বন্ধুরা বর্তমান সময় গুলো অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। বাসায় অনেক কাজ চলতেছে আর বর্তমানে দিনের বেলায় বৃষ্টি নেই বললেই চলে কিন্তু রাত হলেই নেমে আসছে বৃষ্টি সাথে বাতাস। গত কালকে রাতেও ভীষণ বাতাস ও বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেও সকাল থেকে রোদ ওঠে তাই কাজ থেমে নেই।

IMG_20240602_184839.jpg

গতকালকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে সর্বপ্রথম ভুট্টা ভাংগানো মেশিন কে ফোন করি। আর সে আমার ছোট ভাই ফোন করা মাত্রই চলে আসে। আমি ফোন করার কিছু সময় পরে সে চলে আসে তারপরে ভুট্টা ভেঙ্গে সেগুলো শুকাতে দেয়। আর ভুট্টা শুকাতে দিয়ে তার পর কিছু সময় বসে থাকার পরে চলে যায় জমিতে ভুট্টা উঠানোর জন্য।

IMG_20240602_183200.jpg

যেহেতু আবহাওয়া ভালো আছে তাই এখনই সব ভুট্টা উঠানোর চেষ্টা করছি। গতকালকে তিনটা লোক নিয়েছিলাম ভুট্টা উঠানোর জন্য সাথে আমরা দুই ভাই ছিলাম। আর জমিতে যেয়ে দেখি একপাশে কিছু পানি জমেছে আর ভুট্টা ক্ষেতে পানি জমলে ভুট্টা উঠাতে অনেক কষ্ট হয়। তাই আমরা অন্য একটা জমিতে ভুট্টা উঠানোর জন্য যায়।

IMG_20240602_183235.jpg

ভোটটা উঠাতে খুব বেশি সময় লাগে না যদি গাছগুলো একদম দাঁড়িয়ে থাকে। অনেক সময় বাতাসের কারণে সকল ভুট্টা ভেঙে পড়ে যায় তখন ভুট্টা উঠাতে অনেক কষ্ট হয় আর দ্বিগুণ সময় লাগে, এতে করে খরচ একটু বেশি হয়। পরে ভুট্টা উঠানোর পর আমি দুপুরের আগ মুহূর্তে বাসায় চলে আসি।

IMG_20240602_183123.jpg

আর বাসায় আসার পর কিছু সময় শুয়ে থেকে রেস্ট নেই তারপরেই গোসল করে খাবার খেয়ে রুমে চলে এসে কিছু সময় বসে থাকি। ভেবেছিলাম দুপুরে একটু ঘুমাবো কিন্তু না বাসায় কাজ থাকার জন্য ঘুম আর হলো না। পরে বাসায় আরো কিছু কাজ ছিল সেগুলো করি। প্রতিবছর এই সময়টা অনেক ব্যস্ততার মধ্যে যায় কিন্তু এই ব্যস্ততা দীর্ঘস্থায়ী হয় না, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সকল কাজ শেষ হয়ে যায়।

IMG_20240602_184515.jpg

পরে বিকাল মুহূর্তে আবারো জমিতে যাই আর যেয়ে দেখি সকল ভুট্টা উঠানো হয়েছে সেই সাথে সব প্যাকেটও করেছে। আমার ভাই সারাদিনে জমিতে ছিল কারণ লোক নেওয়ার পর সাথে না থাকলে তারা কাজ করতে চায় না সেজন্য সাথে একজন হলেও থাকতে হয়। পরে আমি জমি থেকে বাসায় চলে আসি আর বাসার আসার পথে আমাদের একটা সবজি ক্ষেত আছে সেখানে যেয়ে জমিটা দেখে বাসায় চলে আসি।।

IMG_20240602_182850.jpg

বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে থেকে বোনের সাথে গল্প করে। আর এই মাসে বোনকে সিজার করাতে হবে তাই একটু টেনশনে রয়েছি কারণ ওর আবার টিউমার আছে। যাইহোক কিছু সময় পরে আমি বারান্দায় বের হই আর দেখি একটা বিড়াল ইদুর ধরেছে আর তার সাথে খেলা করছে।। আমাদের বাসায় বিড়ালটা প্রায় ইঁদুর ধরে নিয়ে আসে এতে করে ইঁদুর অনেক কমে যাচ্ছে।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
 last year 

প্রিয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করার জন্য। আপনি এখন বেশ কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। কেননা এখন ভুট্টা ওঠানোর সিজন। ভুট্টা আমাদের দেশের অন্যতম লাভজনক একটি ফসল। প্রতিবছর ভুট্টা চাষাবাদ করে অনেকেই সাবলম্বী হচ্ছে। যাইহোক দিনে যেহেতু বৃষ্টির দেখা নেই তাই আপনাদের ভুট্টা উঠাতে কোন বেগ পেতে হয় না। বৃষ্টি হলে আর জমিতে পানি জমলে ভুট্টা ওঠানো বেশ কঠিন হয় আপনি যেমনটা বলেছেন।

আপনি এখন বেশ ব্যস্ত থাকছেন। এইদিকে আপনি একটি চিন্তাগ্রস্থ। কেননা আপনার বোনের সিজার করাতে হবে। সব মিলিয়ে একটু প্রেশানিতেই রয়েছেন। তবে দোয়া করি খুব তারাতারি আপনার যেন সব প্রেশানি দূর হয়। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

 last year 

আমাদের এখানে প্রতিটি মানুষ ধানের চাইতে ভুট্টা বেশি রোপন করে থাকে আর এমন মানুষ রয়েছে তারা ভুট্টা লাগিয়ে সেটা বিক্রি করে ধান ক্রয় করে থাকে।। আর হ্যাঁ বোনকে নিয়ে বেশ রয়েছি ভাই।।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন।।

 last year 

আজকে ভুট্টা ভাঙ্গানোর মেশিনওয়ালাকে ফোন করেছিলেন। আমাদের এখানে ভুট্টা চাষ করা হয় না তাই ভুট্টা ভাঙ্গানোর মেশিনও দেখা হয়নি কখনও তবে আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনার বিড়ালের ছবি দেখে আমার বিড়ালটার কথা মনে পড়লো। আমার বিড়ালটাও রাতে এমন ভাবে ইদুর ধরতো, তবে আমার পোষা বিড়ালটা মারা গিয়েছে সেই জন্য আর কখনও বিড়াল পুষি নি। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

 last year 

এখনো অনেক জায়গা রয়েছে সেখানে ভুট্টার চাষ খুবই কম করা হয়।। আমার মনে হয় আস্তে আস্তে পুরা বাংলাদেশেই ভুট্টা চাষ চলে যাবে কারন এটি আসলেই অনেক লাভজনক একটি ফসল।। আমার প্রশ্নের মাধ্যমে ভুট্টার মেশিন দেখতে পেরেছেন জেনে ভালো লাগলো।।

ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Loading...
 last year 

আসলে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের প্রত্যেক দিনে বাড়িতে কিছু না কিছু কাজ থাকে। তবে বিশেষ করে এই ধান কাটার সিজনে প্রতিদিনই রোদ হলে বেশি ভালো হয়। রাতে বৃষ্টি হওয়ার পর সকাল বেলা রোদ উঠেছে। এজন্য আপনাদের ভোটটা ভাঙ্গানোর কাজে ব্যস্ত ছিলেন। ভুট্টা ভাঙ্গানো শেষ করে আবারো জমিতে গিয়েছেন ভুট্টা উঠানোর জন্য।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

এটা একদম সঠিক গ্রামে বসবাস করলে মৌসুম অনুযায়ী কাজ চলে আসে কখনো ধানের কখনো ভুট্টা কখনো বা পাটের।। আর এই সবগুলো কাজের জন্যই দরকার রোদ যদি রোদ না থাকে তাহলে এই কাজগুলো করা কষ্টসাধ্য আর অনেক যন্ত্রণাদায়।

 last year 

ভাই আমরা যারা গ্রামে বসবাস করি তারা প্রত্যেকেই এই সময়ে রোদের মূল্যটা খুব ভালো করে বুঝি। বিশ্বাস করবেন কিনা ভাই, আমাদের বাসায় সব ধান এখনো পড়ে রয়েছে। বৃষ্টির কারণে এখনো চাল করতে পারিনি। তবে আশা করা যায় এই কয়েকদিন রোদ হতে পারে।

আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 last year 

জ্বি ভাই এই সময়টা রোদের অত্যন্ত প্রয়োজন যেহেতু সামনেই তাই সবাই ঈদের আগে সকল কাজ গুটিয়ে নিবে এরকমটাই চেষ্টা করে কিন্তু বৃষ্টি থাকার জন্য অনেক সময় ঈদের পরে চলে যায়।। আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ধান চাউল করতে পারবেন।

 last year 

মোটামুটি বর্তমান সময়ে আপনারা ভুট্টা উত্তোলন করার কাজে অনেক বেশি ব্যস্ত রয়েছেন। আসলে বাড়ির মধ্যে কাজ করার জন্য লোক নিলেও, আমরা যদি তাদের সাথে সঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু কাজ এগিয়ে যায় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যখন বাড়িতে কাজ করার জন্য লোক নেই। তখন সেই কাজে আমাদেরও হাত দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year 

জি আপু বাসায় কাজ নেই অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি এক্ষেত্রে অনলাইনে খুব বেশি সময় দিতে পারছি না আশা করি খুব শীঘ্রই কাজের পরিমাণ কমে যাবে।। ভালো লাগলো আপনার মন্তব্য করে ভালো থাকবেন সব সময় ধন্যবাদ।।

 last year 

বর্তমান সময়ে আপনারা ভুট্টা উঠানোর কাজে অনেক বেশি ব্যস্ত রয়েছেন। আসলে আমরা যে ফসল আবাদ করে থাকি, সেটা অবশ্যই সঠিকভাবে ঘরে উত্তোলন করতে হয়। তাতে করেই আমরা ভালো দামে সেটাকে বিক্রি করতে পারি। ভুট্টা ভাঙানোর মেশিন আমি আগে কখনো দেখিনি। এই প্রথম আপনার পোস্টে দেখলাম, দেখতে বেশ ভালই লাগছে। আসলে বাসায় কাজ থাকলে দুপুরে ঘুমানো টা সম্ভব হয় না। যার কারণে আপনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last year 

জ্বী আপু প্রতিবছরই এই সময় অনেক ব্যস্ত থাকতে হয় আর কয়েকদিনের মধ্যেই ব্যস্ততা কেটে উঠবো।। আর ফসল রোপন করার পর সেটা সঠিকভাবে ঘরে নিয়ে আসলে অনেক বেশি আনন্দ লাগে।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সব সময়।।

 last year 

কষ্ট করে ফসল চাষ করার পরে সেটা আবার কষ্ট করেই ঘরে তুলতে হয়। আর অতিরিক্ত ফলন হলে সেটা অতিরিক্ত দামে যখন বিক্রি করা হয়। তখন বেশ ভালোই লাগে। আসলে একটা সংসার পরিচালনা করার জন্য আপনাকে সব দিক দিয়ে কাজ করতে হবে, এবং সবদিক সামলে নিলেই আপনি একজন সুখী স্বাবলম্বী মানুষ হিসেবে, এই দুনিয়ায় বসবাস করতে পারবেন ধন্যবাদ।

 last year 

প্রতিটি কৃষক তার ফসল একটু বেশি দামে বিক্রি করার আশা করা আর এজন্য অনেক সময় অতিরিক্ত কষ্ট করে থাকে।। যেমন আমরা কষ্ট করে ফসল ঘরে উঠে রাখতেছি যদি এখনই বিক্রি করতাম তাহলে আর ঘরে ওঠানো লাগতো না বাইরে থেকে বিক্রি করা যেত।।

 last year 

মানুষ পরিশ্রম করে ভালো থাকার আশায়, আপনারা পরিশ্রম করেছেন ভালো দামে বিক্রি করার আশায়।এখন যদি বিক্রি করে দেন তাহলে দাম একেবারে কম, যেটা করা মোটেও ঠিক হবে না। তাই সেটাকে মজুদ করে রেখে দিচ্ছেন যখন বৃদ্ধি পাবে, তখন সঠিক সময় বিক্রি করে লাভবান হবেন।

 last year 

প্রতিটি মানুষ চায় যেকোনো জিনিস দু টাকা বেশি দামে বিক্রি করা জন্য আর এই জন্য কিছুদিন অপেক্ষা করতে হয়।। আসলে কষ্টের ফল সব সময় মিষ্টি হয় সেটা আমরা জানি তাই যে কোন কাজে কষ্ট করতে হবে।।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.33
JST 0.032
BTC 114545.00
ETH 3912.56
USDT 1.00
SBD 0.75