Better Life with Steem|| The Diary Game||02 July 2024

in Incredible India25 days ago
Picsart_24-07-03_17-52-13-068.jpg

বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকের দিনটি আপনাদের অনেক ভালো কেটেছে।

IMG_20240702_163148.jpg

ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই বিছানায় শুয়ে ছিলাম উঠতে ইচ্ছে করছিল না। ইতিমধ্যেই দশটা পার হয়ে গেছে তাই শুয়ে থাকতে ভালো লাগছে না, অবশেষে উঠে পড়লাম। আর ওঠার পর গেটে যেয়ে বাইরে তাকিয়ে দেখি টিপ টিপ বৃষ্টি হচ্ছে। পরে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে আবারো রুমে আসি আর বসে থেকে কিছু সময় ফোন দেখি।

IMG_20240702_173253.jpg

ইতিমধ্যেই ১১.০০ পার হয়ে গেছে, বৃষ্টি এখনো চলমান। পরে শুয়ে থেকে কিছু সময় বন্ধুদের পোস্টে কমেন্ট করলাম তার একটু পরেই বৃষ্টি থেমে গেল। পরে একটু বাইরের আবহাওয়া দেখার জন্য বের হলাম। বৃষ্টির পর আবহাওয়া দেখতে বেশ ভালই লাগে। বেশ কিছু সময় বাইরে কাটানোর পর বাসায় চলে আসি, আর ইতিমধ্যেই দুপুর হয়ে গেছে।

IMG_20240702_174920.jpg

যেহেতু দুপুর হয়ে গেছে তাই দেরি না করে গোসল করে নিলাম। আর গোসল করার পর রুমে এসে কিছু সময় বসে থাকি, তার একটু পরেই দুপুরের খাবার খায়। প্রতিদিন দুপুরে ঘুমানো হলেও গতকালকে আর দুপুরে ঘুমানো হয়নি কারণ সকালে দেরি করে উঠেছিলাম, আর শুয়ে থাকতে বেশি ভালো লাগছে না, পরে আবার একটু বাইরে বের হই।

IMG_20240702_173322.jpg

বাসার পাশেই ছোট একটা ব্রিজ রয়েছে, সেখানে যে বসি আর দেখতে পাই আমার একটা ভাই সেখানে বসে থেকে পানি দেখতে ছিল। বৃষ্টির ফলে পানি কিছুটা বাড়তে শুরু করেছে আর এই ভাই এখানে পানি আসার সঙ্গে সঙ্গে মাছ ধরে থাকে। তাই সে পরিকল্পনা করছে কখন মাছ ধরা যায়। আর প্রতি বছর এখান থেকে এই ভাইটা অনেক টাকার মাছ বিক্রি করে। বলতে গেলে সে একজন ছোটখাটো মাঝি। পরে ভাইয়ের সাথে আমি একটু কথা বললাম আর এই ভাইয়ের কাছ থেকে অনেক মাছ কিনে থাকি।

IMG_20240702_173359.jpg

কিছু সময় সেখানে অতিবাহিত করার পর বাসায় চলে আসি আর আসার পথেই দেখতে পাই একটা পোকা, দেখে গা শিউরে ওঠে। আর বর্তমান সময়ে এই পোকাটা অনেক দেখা যায়। বৃষ্টি হওয়ার ফলে এগুলো অনেক বৃদ্ধি পায় আপনারা হয়তো এই পোকাটা অনেকেই চিনে থাকবেন।

IMG_20240702_174207.jpg

যাই হোক পরে সেখান থেকে বাসায় আছি, ইতিমধ্যে বিকাল গড়িয়ে গেছে। পরে ভাইগ্না বলতে ছিল চিপস খাবে, পরে আমি ভাইগনাকে দোকানে নিয়ে যাই আর একটা চিপস কিনে দেই পরে সেখান থেকে বাসায় চলে আসি।

IMG_20240702_174006.jpg

বাসায় আসার পর দেখতে পাই বোন ছোট ভাগ্নাকে কোলে নিয়ে আসে আর ভাইগ্না ঘুমিয়ে গেছে। সৃষ্টিকর্তার রহমতে, নিয়ে আসার পর এখনও তেমন সমস্যা হয়নি। আর বোনও এখনো মোটামুটি সুস্থ আছে। আর এই মাসেই বোন চলে যাবে তার গন্তব্যে মানে পঞ্চগড় দেবীগঞ্জে। আমার দুলা ভাইয়ের তিন মাস ছুটি প্রায় শেষের দিকে আর এখন আগের চাইতে অনেক সুস্থ।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 25 days ago 

বৃষ্টির কথা আর বইলেন না ভাই সারাদিনই বৃষ্টি হতেই আছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে, এটা শুধু আপনাদের দিকে আমাদের দিকেও একই অবস্থা বৃষ্টি কিছুক্ষণ পর পর বৃষ্টি যাইহোক আপনার পোস্টটি আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি থেমে যাবে আবারো গরমের প্রবাহ পড়ে যাবে তখন মনে হবে এত গরম কেন বৃষ্টির দিনে ভালো ছিল।। ধন্যবাদ মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 25 days ago 

এট ঠিক যে সকালে ঘুম থেকে দেরি করে উঠলে দুপুরে আর ঘুমাতে ইচ্ছে করে না। যদিও বৃষ্টি পড়লে আবহাওয়ায় আলসেমি ভাব জন্ম নেয়। আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টি হলে মাঠে জল উঠে যায় তখন গ্রামের লোকজন রাতের বেলায় মাছ ধরতে বের হয়। এটা খুব মজার মুহুর্ত। আমি আর আমার বাবা একদিন বেরিয়েছিলাম মাছ ধরতে তবে একটাও পাইনি তাই আর কখনও যাইনি।

 24 days ago 

আমাদের এখানেও রাতে মাছ ধরে থাকে আর রাতে যেটাতে মাছ ধরে সেটার নাম আমাদের বাসায় বলা হয় কোচা। শুনে একটু খারাপই লাগলো প্রথমবার মাছ ধরতে যেয়ে একটা মাছও ধরতে পারেননি।।

 22 days ago 

ইদানিং ভালোই বৃষ্টি হচ্ছে। গ্রামে যারা এসময় বাস করেন তাদের জন্য এই সময়টা আসলে কিছুটা বিরক্তিকর । গ্রামে এমন ব্রিজের উপর বসে থাকা লোকজন দেখতে পাওয়া যায়।

আপনি যে পোকাটার ছবি দিয়েছেন ঐটাকে আমি পৃথিবীতে সবচাইতে ভয় পাই। ছবির দিকে একবার তাকিয়ে আর দ্বিতীয়বার তাকাই নাই। ওর ভালো নাম কেন্নো যদিও আমাদের এলাকায় বলতো কারা।
আপনার বোন -দুলাভাই ও বাচ্চাটা সুস্থ আছে জেনে ভালো লাগলো।

 22 days ago 

আমি খুব বেশি ভয় পাই না কারণ দেখে দেখে অভ্যাস হয়ে গেছে গ্রামের মানুষজনের কাছে এটা অনেক পরিচিত সহজ বিষয়।। আর হ্যাঁ ছেলেদের চাইতে যে কোন মেয়েরাই পোকা দেখে একটু বেশি ভয় পায়। ‌

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64