লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি

in Incredible India2 years ago

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব,, লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি।

Picsart_23-08-02_10-40-26-688.jpgedit PicsArt

বন্ধুরা ফুলের নাম যদি আসে তাহলে সবার আগে লাল গোলাপের কোথায় আসে কারণ লাল গোলাপ এমন একটা ফুল যেটা সব জায়গায় ব্যবহার করা হয়। বিশেষ করে নতুন বন্ধুত্বের ক্ষেত্রে বা প্রথম ভালোবাসার মানুষের ক্ষেত্রে,, এই লাল গোলাপ ফুলটাই বেশি মানুষ দিয়ে থাকে। আর এই লাল গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর হয়।

লাল গোলাপ কয়েকটি রঙ্গের হয়, যেমন লাল, সাদা, হলুদ, গোলাপি, ও কালো রঙ্গের ও হয়। লাল গোলাপ যত রঙ্গের হক না কেন এদের সাইজ সবগুলো একই সমান হয়ে থাকে। শুধু দেখতে ভিন্ন ভিন্ন হয় কিন্তু এদের আকৃতি একই রকম থাকে আর এক একটি রঙের ভালোবাসার অনুভূতি একেক রকমের হয়ে থাকে।

IMG_20230802_104709_479.jpg
IMG_20230802_104702_091.jpg
IMG_20230802_104658_885.jpg

লাল গোলাপ এমন একটি ফুল যে ফুলটা বিশেষ করে বিয়ে বাড়িতে বেশি ব্যবহার করা হয়, এবং কি বিয়ের বাড়ির গেটের সামনে, অনেক মেয়েরা এই লাল গোলাপের পাপড়ি নিয়ে থাকে যখন বর যাত্রীরা প্রবেশ করে তখন তাদেরকে এই লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। শুধু এটি বিয়ে বাড়িতে না অন্যান্য বিশেষ অনুষ্ঠানও এই লাল গোলাপ ব্যবহার করে থাকে।

IMG_20230802_104727_009.jpg
IMG_20230802_104718_712.jpg
IMG_20230802_104715_420.jpg

আমার মনে হয় যত ভালোবাসা আছে সব ভালোবাসা এই লাল গোলাপ দিয়ে প্রকাশ করা হয়। লাল গোলাপের মধ্যে ভালোবাসা বেশি আছে এইজন্য লাল গোলাপকে মানুষ বেশি পছন্দ করে। লাল গোলাপ মানুষ বাসায় বেশি লাগায় অন্যান্য ফুলের থেকে। লাল গোলাপ সব জায়গায় পাওয়া যায়। যে কোন ফুলের দোকানে আপনি লাল গোলাপ পাবেন এবং কি এই লাল গোলাপ যেকোনো জায়গায় পাওয়া যায় সবাই জানে মানুষ লাল গোলাপটি বেশি পছন্দ করে।

IMG_20230802_104735_542.jpg
IMG_20230802_104732_186.jpg

আপনারা উপরে যে লাল গোলাপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের গাছের নয়। এটি আমার পাশের বাসার আন্টির কাছে লাল গোলাপ। আমি বিকালে তাদের বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে তাদের লাল গোলাপ ফুলের উপর চোখ পড়ে গেল দেখে খুব ভালো লাগছিল। আমি তখন লাল গোলাপের কাছে যাই এবং কিছু ফটোগ্রাফি নেই। আপনাদের সাথে শেয়ার করার জন্য।

আমাদের বাসায় লাল গোলাপ ছিল কিন্তু কোন এক কারণে এই লাল গোলাপ গাছটি উঠিয়ে ফেলেছি কিছু সমস্যার জন্য। আমি চিন্তা করতেছি আবারও আমাদের বাসায় লাল গোলাপের সাথে অন্যান্য ফুলের গাছ রোপন করব। ফুলের গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়ির অনেক সুন্দর দেখা যায় আর ঘুম থেকে উঠলেই যখন সেই ফুলের ঘেরানগুলো নাকে আসে তখন অন্যরকম একটা অনুভূতি আছে। এইজন্য বাসায় ফুলের গাছ রোপন করা দরকার।

ফুল সব সময় পবিত্র হয়ে থাকে সেটা যে কোন ফুলই হোক না কেন,, আর এই পবিত্র ফুল মানুষ সব সময় পবিত্র কাজে ব্যবহার করে থাকে।

আজকে আমি আপনাদের সাথে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন,, আমার ফটোগ্রাফি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন,, ধন্যবাদ সবাইকে।

DeviceName
AndroidRedmi not 10
Camera48MP 8MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@sabus
Sort:  
 2 years ago 
DescriptionInformation
Verified User
Burnsteem 25
#steemexlusive
Plagiarism Free
Bot Free
Gpt
300+ Words
Club5050
Voting CSINA
Quality8.5/10
Feedback / Observation
  • মানুষ লাল গোলাপ বেশি ভালোবাসে কারণ লাল গোলাপে ভালোবাসা বেশি থাকে।

  • Actually, red roses are loved by everyone. Thank you for sharing such a beautiful photos of roses.

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments.


Regards
@manisha.jain9 (Moderator)
Incredible India

4IJbBnRVy9Iq78L7aK.gif

 2 years ago 

অসাধারণ কিছু লাল গোলাপের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যে ফুলগুলো দেখে খুবই ভালো লাগছে, এবং লাল গোলাপ ফুল বিয়ে বাড়িতে কাজে ব্যবহার করা হয় আমরা কম বেশি অনেক মানুষ জানি এবং লাল গোলাপ সম্পর্কে আপনি অনেক কথা আপনার পোষ্টের মাধ্যমে শেয়ার করেছেন যেটা দেখে আরও বেশি ভালো লেগেছে ধন্যবাদ জানাই আপনাকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপ কে ফুলের রানী বলা হয়ে থাকে ৷ আর এই গোলাপ ফুল বাজারের সব চেয়ে দামি ফুল ৷ আর এই গোলাপ ফুল বেশ কয়েকটি রঙের পাওয়া যায় ৷ তবে আমার চোখে সাদা আর লাল রঙের গোলাপ ফুল বেশী চোখে পড়ে ৷ তার সাথে আপনি গোলাপ ফুলের বেশ কিছু বর্ণনা শেয়ার করেছেন আমাদের মাঝে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 87493.15
ETH 2068.47
USDT 1.00
SBD 0.80