যখন পরিচিত কেউ বড় কোনো দুর্ঘটনার শিকার হয় তখন সত্যি অনেক খারাপ লাগে

in Incredible Indialast year

হ্যালো স্টিমিট বন্ধুরা

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের সাথে কথা বলবো আমার এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা।

IMG_20231114_163316.jpg

আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন আমাদের জীবিকা নির্বাহ করার পদ্ধতি ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ আমরা চাকরি করে জীবিকা নির্বাহ করি, কেউ বা ব্যবসা, আবার কেউ কেউ অন্যের বাসায় কাজ করে, আবার অনেকেই ভ্যানও রিস্কা চালিয়ে জীবন যাপন করে থাকি। আমরা যে যেভাবে জীবিকা নির্বাহ করি না কেন প্রত্যেকের পরিশ্রম করতে হয় সময় দিতে হয়। তার বিনিময়ে আমরা পারিশ্রমিক পাই আর সেটাতেই আমরা আমাদের জীবিকা চালিয়ে থাকি।

pexels-photo-10590563.jpegpexels

আমার যে ভাইটা রয়েছে সে রিস্কা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো। আমার দুঃসম্পর্কের ভাই হয় আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে তার বাসা। বাবা মায়ের একমাত্র সন্তান এবং এক বছর আগে বিয়েও করেছে। খুব সুন্দর জীবন যাপন করতেছিল। তার স্ত্রীর পেগনেন্ট ৮ মাসের। সে খুবই খুশি ছিল আর একটা কন্যা হবে। এবং সে সবাইকে বলে বেড়াতো যে আমার একটা কন্যা সন্তান হবে। কিন্তু কেউ কখনো এটা ভাবেনি তার কন্যাকে সে নিজে দেখতে পাবে না।

২৫-০৬-২০২৩ ইং প্রতিদিনের মতোই সে গাড়ি নিয়ে বেরিয়ে পরে বাসা থেকে। আজকে খুব আনন্দ নিয়ে বের হয়েছিল কিন্তু এটাই যে তার শেষ আনন্দ হবে এটা তার পরিবারের কেউই বুঝতে পারেনি। আর বুঝতে পারবেই বা কিভাবে কখন কে কোথায় বিপদে পরবে সেটা আমরা কেউ জানি না। সে দুপুরের পর বাসা থেকে বের হয় কিন্তু আর বাসায় ফিরে না। সবাই ভেবেছিল কোন আত্মীয় স্বজনের বাসায় হয়তো গেছে কিন্তু সব জায়গায় খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান মিলেনা।

pexels-photo-1464230.jpegpexels

পরে বাধ্য হয়ে তারা থানায় একটা জিডি করে। থানা থেকে ও বেরিয়ে পড়ে খোঁজার জন্য কিন্তু কোন সন্ধান মেলে না। তারা তার মোবাইল লোকেশন দিয়ে অনেক চেষ্টা করে তাও কোনো সন্ধান মেলা না এভাবে কেটে যায় এক সপ্তাহ তার পর এক মাস তাও তার কোন সন্ধান মেলা না। এভাবে করতে করতে তার ফ্যামিলি, সবাই ভেবেছিল তার সন্ধান আর মিলবে না কারণ পুলিশ কিছুতেই তার সন্ধান খুঁজে পাচ্ছিল না। এভাবে আরও একটি মাস কেটে যায় তারপর তার কোন খোঁজ পাওয়া যায় না।

pexels-photo-3341189.jpegpexels

এরমধ্যে তার স্ত্রীর কন্যা সন্তান হয়। কিন্তু বাড়িতে কোন আনন্দ থাকে না কারণ যার আনন্দ করার কথা সেই তো নেই। এভাবে আরো একটি মাস চলে যায়। ঠিক ২৬-১০-২০২৩ তারিখে তার সন্ধান পাওয়া যায়। কিন্তু জীবিত না অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। ঠিক আমাদের বাসা থেকে ২ কিলোমিটার দূরে একটা প্রতিবন্ধী স্কুলের বারান্দায় তাকে পুতে রাখা হয়।

যে এই কাজটি করেছে সে সেই প্রতিবন্ধী স্কুলের পাশেই একটা রুমে ভাড়া থাকতো মূলত টাকার জন্য এই কাজটি করেছে।। তাকে অপহরণ করে তার বাড়ি থেকে টাকা নেবে এই পরিকল্পনা করেছিল কিন্তু সেটা না পারায় তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তার সাথে আরও দুজন ছিল মোট তিনজন মিলে এই কাজটি করে।

একটা লাশ তিন মাস মাটির নিচে থাকলে তার কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তারপর সেই লাশ থানায় নিয়ে যায় ঠিক দুই দিন পর সেই অর্ধগলিত লাশ বাসায় পাঠিয়ে দেয়। পড়ে থাকে মাটি দেওয়া হয়।

আমরা সব সময় বলি সতর্ক থাকতে কিন্তু মাঝে মাঝে এমন কিছু সময় আসে তখন সতর্ক থেকেও কোন লাভ হয় না যদি সৃষ্টিকর্তা নিজে তাকে উদ্ধার না করে। তার স্ত্রী ও পরিবারের অবস্থা এখন খুবই ভয়াবহ। সন্তান ও স্বামী হারানো শোখে তারা তাদের কান্না কিছুতেই থেমে রাখতে পারছে না। সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দেয়।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ।

Sort:  
 last year 

লোমহর্ষক কাহিনী। শুনে অনেক খারাপ লাগলো যে এরখন তরতাজা একটা প্রাণ অকালেই ঝড়ে পরলো। মানুষ কিভাবে পারে এরকম একটা কাজ করতে। মানুষ হয়ে শুধু টাকার লোভে আরেকজনকে খুন করা, ভাব্লেই কেমন যেন লাগে। মানুষের মধ্যে নূন্যতম মনুষ্যত্ববোধ থাকলে এমন কাজ করার আগে সে ১০ বার ভাবতো। যারা এই কাজ করেছে তাদের অতিদ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানাই

 last year 

জি ভাই খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে আমার সেই ভাইটার সাথে।।

Loading...
 last year 

খুবই দুঃখজনক ও লোহমর্ষক ঘটনা। তার জন্য এবং তার মেয়ের জন্য অনেক খারাপ লাগলো। আসলে পৃথিবী থেকে মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে মায়া মমতা কমে যাচ্ছে। সামন্য টাকার জন্য মানুষ মানুষকে খুন করতে একবারো ভাবছে না।

 last year 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

ভাই সত্যি কথা বলতে আমাদের পরিচিত কেউ বড় কোনো দুর্ঘটনার শিকার হতে দেখলে অনেক খারাপ লাগে কিন্তু আমার কাছে অন্যদের বিপদের কথা শুনলেও অনেক খারাপ লাগে কারন আমরা সবাই এক আকাশের তলে বসবাস করি।আমরা কাছে মানুষের খারাপ দিনে তাদের কাছে গিয়ে দাঁড়াতে পারি কিন্তু অপরিচিত কারো সময় তা হয়ে উঠে না।আপনি আমাদের সাথে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year (edited)

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।।

 last year 

সত্যি খুবই ভয়ানক একটি ঘটনা গা শিউরে ওঠার মত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারো জীবনে এরকম ভয়াবহ দুর্ঘটনা না ঘটে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দরভাবে কমেন্ট করার জন্য আর হ্যাঁ সত্যি এটি গা শিউরে ওঠার মতো ঘটনা।।

 last year 

Welcome

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.57
ETH 2439.22
USDT 1.00
SBD 2.34