"ঘুরে এলাম বাণিজ্য মেলায়"

in Incredible India9 months ago
Picsart_23-10-02_12-42-08-400.jpgedit PicsArt

প্রতিবছরের ন্যায়ে এবারও আমাদের লালমনিরহাটে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।।। প্রতি বছরে যখন বাণিজ্য মেলা হয় আমি সেই মেলায় বেশ কয়েকবার যাই বন্ধুদের সাথে।। তাই এবারও আমার বন্ধুর সাথে মেলায় গেলাম।।। দীর্ঘ এক মাস ব্যাপী এই বাণিজ্য মেলা থাকে।।।

IMG_20231001_104009.jpg
IMG_20231001_103959.jpg

আজকে মূলত বাসা থেকে বের হয়েছিলাম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে।। অনেকদিন হয় পড়াশোনার বাইরে রয়েছি তাই আবারো পড়াশোনা শুরু করে দিচ্ছি।।।। আর এই জন্যই বাসা থেকে বের হওয়া এবং যার কাছে প্রাইভেট পড়বো সেই ভাইয়ের সাথে কথা বলার উদ্দেশ্যই যাওয়া।।। সর্বপ্রথম যে ভাইয়ের কাছে প্রাইভেট পড়বো তার কাছে যায়।। আর ভাইয়ের সাথে প্রাইভেট নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করি।। আমি আর আমার আরেকটা বন্ধু ছিল দুজনেই প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়া।।।

IMG_20231001_182656.jpg
IMG_20231002_125712.jpg

আমরা ভাইয়ের সাথে প্রাইভেট কথা বলা শেষ করে বাইরে চলে আসি।।। আমরা যেখানে প্রাইভেট পড়বো তার পাশেই বাণিজ্য মেলা হচ্ছে।। আমার বন্ধু আমাকে বললো চলো বাণিজ্য মেলায় ঘুরে আসি,, আমিও বললাম চলো যাই।।। আমরা দুইজন যাওয়ার সময় আমাদের আর একটা বন্ধুকে ফোন করে ডাকি এবং সে সঙ্গে সঙ্গে চলে আসে।।। তিন বন্ধু মিলে মেলায় প্রবেশ করি আর এই জন্য টিকিট কাটতে হয়।। একটা করে টিকিটের মূল্য ২০ টাকা করে।।। পরে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি।

IMG_20231001_182816.jpg
IMG_20231001_124647.jpg
IMG_20231001_182200.jpg
IMG_20231001_182016.jpg

আমরা যখন ভিতরে যায় তখন বাজে দুপুর ১২.৩০ আর এই সময় তেমন মানুষ ছিল না মেলায়।।। সাধারণত মানুষ বিকাল টাইমে মেলায় আসে কারণ বিকালের মুহূর্তটা অনেক সুন্দর থাকে আর অনেক লাইক দিয়ে মেলা সৌন্দর্য বাড়ানো হয়।।। পরে আমরা ভিতরে যেয়ে ঘোরাঘুরি করতে থাকি আর ফটোগ্রাফি নিতে থাকি।।। খুবই ভালো লাগছিল ঘোরাঘুরি করতে।।।

IMG_20231001_121036.jpg
IMG_20231001_114752.jpg
IMG_20231001_120417.jpg
IMG_20231001_182725.jpg

আমরা তিন বন্ধু প্রতিটি দোকানে যাই এবং পণ্যের দাম জিজ্ঞাসা করি।। প্রত্যেকটি পণ্যের দাম অনেক বেশি নেয়া হচ্ছে এই মেলায়।। সাধারণত বাইরে যে জিনিস ১০০ টাকা, সেখানের নিচে ২০০ টাকা করে।।। আসলে দোকানদারের ও কিছু করার নেই কারণ তাদের অনেক টাকা দিয়ে মেলায় দোকান বসানোর অনুমতি নিয়েছে আর এই জন্য মূলত সব জিনিসের দাম বেশি নিয়ে থাকে।।।

আমরা সম্পন্ন জায়গা পরিদর্শন করে দেখলাম।। এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে।।। সেখানে সার্কেস খেলার আয়োজন করা হয় সেটা এখনো শুরু করেনি সেটার ও কাজ চলছে।।। এরকম আরো বেশ কিছু কাজ চলছে।।। আমরা অনেক সময় ঘোরাঘুরি করেছি এবং অনেক ফটোগ্রাফি নিয়েছে।।। আমরা আরও একদিন সব বন্ধু মিলে ঘুরতে যাব সন্ধ্যার পর কারণ সন্ধ্যার পর মেলা অনেক সাজিয়ে থাকে এবং মানুষজন অনেক বেশি থাকে।।।

বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।।

DeviceName
AndroidRedmi not 10
Camera48MP 8MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@sabus
Sort:  
 9 months ago 

আপনি বন্ধুদের সাথে বানিজ্য মেলায় গিয়েছেন। কারণ আপনাদের ওখানে বানিজ্য মেলা প্রত্যেক বছর হয় আর এক মাস ব্যপী হয় এজন্য আপনি বন্ধুদের সাথে বেশ কয়েকবার বানিজ্য মেলায় যান। আসলে মাঝে মাঝে বন্ধুদের সাথে ঘুরতে গেলে অনেক বেশি মজা হয়।

আসলে আজকে আপনি মূলত বাসা থেকে বের হন প্রাইভেট পড়ার উদ্দেশ্য নিয়ে কারণ আপনি অনেক দিন পড়াশোনা থেকে বিরত ছিলেন।তো আপনি প্রাইভেট পড়ায় যে ভাইয়া তার সাথে কথা বলেন এবং আপনার বন্ধুর সাথে দেখা হওয়াতে আপনি বন্ধুর সাথে মেলা দেখতে যান।

আর দুপুরের দিকে যাওয়ার কারণে সেখানে খুবই কম লোকজন ছিল। আর টিকিটের মূল্য যেহেতু ২০ টাকা করে এজন্য আপনারা ভিতরে প্রবেশ করেন এবং জায়গাটি খুব সুন্দর ভাবে পরিদর্শন করে। আর যেহেতু মেলায় দোকানদারদের অনেক টাকা দিয়ে ভিতরে দোকান বসাতে হয় এজন্য ১০০ টাকা জিনিস 200 টাকা করে বিক্রি করে। যেমনটা আপনি বলেছেন। আসলে দোকানদারদের কোন কিছুই করার নেই।

আপনার সম্পূর্ণ পোস্টটি পড়ে জানতে পারলাম যে আপনার দিনটি খুবই ভালো কেটেছে। আমি খুবই আনন্দ করেছেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 9 months ago 

আপনার কমেন্টটি পড়ে মনে হল আপনি আমার পোস্টটি খুবই মনোযোগ দিয়ে করেছেন।।।। আর খুব সুন্দর হবে কমেন্ট করেছেন।।।।। খুবই ভালো লাগলো এত সুন্দর কমেন্ট দেখে।।

 9 months ago 

আসলে যে কোন পোস্ট পড়লে অবশ্যই মনোযোগ দিয়ে পড়া ভালো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।

TEAM BURN

Your comment has been successfully curated by @sduttaskitchen at 10%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content and comment.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increases its price.

 9 months ago 

Thank you so much.

আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনি বন্ধুদের সাথে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছেন সেখানে গিয়ে অনেক সুন্দর কিছু সময় পার করেছে আর মাঝে মাঝে এই রকম সময় লাইফে থাকা উচিত। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী আকর্ষণীয় পোস্ট উপহার দিবেন।

 9 months ago 

জি ভাই আমি চেষ্টা করব আকর্ষণীয় পোস্ট করার আর আপনার পোস্ট অনেক আকর্ষণীয় হয় আমার কাছে খুব ভালো লাগে।।।

 9 months ago 

আপনি আপনার ৩বন্ধুকে নিয়ে বানিজ্য মেলায় ঘুরতে যান। এবং পন্যের দাম শুনে মনে হল মে
একটু বেশি। আপনার দিন টি খুব সুন্দর ভাবে কেটেছে। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনাকেও ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য।।।

 9 months ago 

আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

 9 months ago 

Reading your post, it seems you enjoyed the Hat trade fair very well. In our Kushtia and trade fair is held once every year there many products are available for wholesale purchase. I try to go there every year. Anyway reading your post I know you enjoyed a very nice day. And I also got to know that you love to travel a lot. Every one of us should take a little walk in between our busy schedule to keep our mind healthy. Anyway, thank you so much for sharing your beautiful moments with us. Best wishes to you.

 9 months ago 

অনেকদিন যাবত পড়াশোনা থেকে নিজেকে দূরে রেখেছেন। তাই এখন থেকে আবার পড়াশোনায় মন দেয়ার চেষ্টা করতেছেন। সেইসাথে প্রাইভেট পড়তে গিয়েছিলেন,,, এবং ওখান থেকে বন্ধুদের সাথে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছেন। আসলে বাণিজ্যমেলার মধ্যে জিনিসের দাম প্রচুর পরিমাণে বেশি নিয়ে থাকে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, বন্ধুদের সাথে বাণিজ্য মেলায় ঘুরতে যাওয়ার আনন্দটা আমাদের সাথে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 9 months ago 

আমার ব্লগটি পরে এত সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ।।।

Loading...
 9 months ago 

প্রিয় লেখক বন্ধু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সুবাদে আজকে আমরা দেখতে পেলাম লালমনিরহাট বাণিজ্য মেলা অনেক দৃশ্য যেটা আপনি আপনার ফটোগ্রাফির মধ্যে তুলে ধরেছেন । আপনার লেখাগুলো পড়ে আরও জানতে পারলাম লালমনিরহাট বাণিজ্য মেলা সম্পর্কে।

 9 months ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।।।।।

 9 months ago 

বন্ধুরা মিলে ঘোরাঘুরি করার মজাটাই আলাদা তাই মেলায় হোক কিংবা যেকোনো জায়গায় হোক আজকে আপনি বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছেন এবং তার সম্পর্কে আমাদেরকে অনেক সুন্দর পোস্ট দিয়েছেন এর কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি সামনের দিকে আরো সুন্দর সুন্দর পোস্ট আপনার থেকে আমরা দেখতে পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য।।

 9 months ago 

বন্ধুদের নিয়ে আগে আমিও ঢাকার বানিজ্যমেলায় ঘুরতাম।আগে বানিজ্য মেলাতে প্রচুর বিদেশি স্টল বসতো। ইদানীং আগের মতো বিদেশি স্টল থাকে না এখন আনার কাছে অনেকটা নিউমার্কেট এর মতোই লাগে তাই যাওয়াও কম হয়।
আপনার বানিজ্য মেলা নিয়ে লেখা পড়ে মনে পরে গেল এসব কথা।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 9 months ago 

আপনিও কোন এক সময় ঢাকায় বাণিজ্য মেলায় ঘুরতেন কিন্তু এখন অনেক কারণেই ঘুরখ হয় না ।।।সেটা আপনি খুব সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে বলেছেন শুনে ভালো লাগলো ‌‌।।

 9 months ago 

Un día muy especial con sus amigos. Se nota que se disfrutaron el recorrido por la feria. Es muy hermoso poder compartir con ellos y tomar fotografías que quedarán en el recuerdo.

Gracias por compartir. 👍

Saludos cordiales.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63186.04
ETH 3392.68
USDT 1.00
SBD 2.50