টাকা
পৃথিবীতে টাকাই একমাত্র জিনিস যেটার প্রয়োজনীয়তার শেষ নেই। যে কোন কাজ, যে কোন জিনিস করার জন্য টাকার বিকল্প কিছু নেই। এছাড়াও বর্তমান সমাজে সু-সম্পর্ক করার পেছনেও টাকার ভূমিকা সবচেয়ে বেশি। যে মানুষের কাছে যত অর্থ আছে সেই মানুষের তত বেশি সম্মান। আর সমাজে সবচাইতে নামি দামি মানুষ সেই হয়ে থাকে যার কাছে অফুরন্ত অর্থ আছে।
![]() |
---|
আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন টাকা চেনে না এমন মানুষ নেই। পাগল থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ টাকা কে চিনে থাকে আর টাকা দেখলেই তাদের মধ্যে অন্য রকম চিন্তা ভাবনা চলে আসে। আর এই টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। এছাড়াও এই টাকার জন্য একজন সন্তান তার নিজের বাবা-মাকে ও মেরে ফেলতে দ্বিধা করে না শুধুমাত্র এই টাকার জন্য। মানুষ টাকার কথা শুনলে নিকৃষ্ট হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না অমানুষ হয়ে যায় শুধুমাত্র টাকার জন্য।
![]() |
---|
একটা জিনিস অবশ্যই মানতে হবে জীবনে চলার জন্য টাকার বিকল্প কিছু নেই যার টাকা তার কাছেই সবকিছু। কারণ বর্তমান সময়ে টাকা দিয়ে সবকিছুই করা সম্ভব। যে মানুষের কাছে টাকা নেই সে মানুষের কোন মূল্য নেই, তার কথার কোন মূল্য নেই মানুষ তাকে মূল্যায়নই করে না। আর সমাজে এই মানুষের মত অসহায় মানুষ আর হয় না কারণ কেউ তাকে দেখতে পারে না শুধুমাত্র টাকা নেই জন্য। আর এই মানুষটাই যদি দুইদিন পর অধিক টাকার মালিক হয় সমাজে সবচাইতে সম্মানিত ও নামি দামী মানুষ সেই হয়ে ওঠে। এক কথায় বলা যেতে পারে মানুষ তেলের মাথায় তেল দিতে অনেক বেশি ভালোবাসে।
![]() |
---|
আপনাদের কাছে কি মনে হয় অর্থ কি সকল কিছুর মূল? দেখুন একজন মানুষ সুখে থাকার জন্য টাকার প্রয়োজন অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সব সময় অর্থ থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য ভালো মন-মানসিকতার প্রয়োজন আছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মানুষের অধিক অর্থ আছে সে আরও অর্থ উপার্জনের পেছনেই ছুটে থাকে। আর অধিক অর্থের পেছনে ছুটতে যেয়ে সুখী কি জিনিস সেটাই ভুলে যায়। তাই জীবনে শুধু অর্থ উপার্জন করলেই হবে না জীবনকে উপভোগ করতে হবে।
আমরা মানুষ আমাদের প্রতিটি মানুষের মধ্যে একটা জিনিস রয়েছে যে আমি অনেক টাকার মালিক হব। আর এই টাকা দিয়ে জীবনকে সুন্দরভাবে উপভোগ করব। আর প্রতিটি মানুষ এইজন্য টাকা উপার্জন করার পিছনে ছুটছে কিন্তু আমাদের চাহিদার শেষ নেই।। আমাদের যত হচ্ছে আমরা তত চাচ্ছি আর এই জন্যই আমরা জীবনে সুখী হতে পারি না।
একদম ঠিক কথা পৃথিবীতে টাকায় হল একমাত্র প্রয়োজনীয় সম্পদ। টাকা ছাড়া এই দুনিয়াতে কিছুই হয় না। এই পৃথিবীতে যার টাকা আছে তার সবকিছুই রয়েছে। আমার তো মনে হয় টাকার প্রতি সব মানুষেরই একটু লোভ রয়েছে। অর্থ ছাড়া আমরা যেমন সুন্দরভাবে বাঁচতে পারি না আবার যার অধিক অর্থ রয়েছে তার জীবন একেবারে ছারখার হয়ে যায়। মানে বেশি টাকা থাকাও মানুষের বিপদ বলতে পারেন। টাকা নিয়ে আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম যদি বর্তমান সময়ে টাকা ছাড়া কোন কিছুই হয় না এমনকি সম্মানটাও সঠিকভাবে পাওয়া যায় না যদি অর্থ না থাকে।। এটা একদম সঠিক বলেছেন টাকা ছাড়া যেমন আমরা সুন্দরভাবে চলতে পারি না তেমন অধিক টাকা থাকলেও আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি না।।
একদম সত্য কথা বলেছেন ভাই টাকা ছাড়া পৃথিবীর বুকে কোন কিছু নাই , মা বাবা তারাই শুধু টাকা ছাড়া ভালবাসে আর এই পৃথিবীতে সবাই টাকার পাগল।