চলুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল:-

in Incredible India8 months ago (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা

কেমন আছেন সবাই? আমি আজ দুর্দান্ত একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

pexels-photo-301448.jpegpexels

ইঁদুরের উৎপাত সহ্য করতে হয় না এমন বাড়ি খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। আমরা অনেকেই ইঁদুরের যন্ত্রণা সহ্য করি। বাসায় পোকা মাকড়ের ক্ষতির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হলো ইঁদুর। জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য এরা দায়ী। একবার বাসায় ইঁদুর প্রবেশ করা মানে জীবনে অতিষ্ঠ শুরু হওয়া। বাসায় বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে কাপড়চোপড় পর্যন্ত ইঁদুরের থেকে রক্ষা পায় না। যদি বাসায় ইঁদুরের উপদ্রব শুরু হয়ে যায়, তাহলে আপনি কিছু কৌশল অবলম্বন করে ইঁদুরের হাত থেকে মুক্তি পেতে পারেন।

pexels-photo-10398545.jpegpexels

ইঁদুর সব সময় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। আপনি যদি বাসায় কোথাও ইঁদুর দেখতে পান তাহলে বুঝবেন সেখানে আরো ইঁদুর রেয়েছে। আমরা জানি ইঁদুর থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো কীটনাশক। কিন্তু বাসায় কীটনাশক ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ, মানুষ থেকে শুরু করে পোষা প্রাণীদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

pexels-photo-69221.jpegpexels

আপনি চাইলে কীটনাশকের পরিবর্তে ফাঁদ ব্যবহার করতে পারেন। বাজারে অনেক রকমের ফাঁদ রয়েছে ইঁদুর ধরার জন্য‌। আপনি চাইলে বাজার থেকে ফাঁদ নিয়ে আসতে পারেন। ফাঁদ ব্যবহার করলে বাসায় কোন ঝুঁকি থাকবে না।

pexels-photo-7846706.jpegpexels

ইঁদুর তাড়াতে আপনি বাসায় বিড়াল রাখতে পারেন। আপনার বাসায় বিড়াল থাকলে ইঁদুরের যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবেন। কারণ বিড়াল ইঁদুর ধরার জন্য অনেক পারদর্শী। খুব সহজে বিড়াল ইঁদুর শিকার করতে পারে। আর ইঁদুর বাসায় আসে মূলত খাবারের খোঁজে। আর বাসায় খাবার সন্ধানে ব্যর্থ হলে এমনিতেই ইঁদুর কমে যাবে।

আপনি চাইলে কিছু ঘরোয়া পদ্ধতিতেও ইঁদুর দূর করতে পারেন:-

pexels-photo-1084720.jpegpexels

✅মাথার চুল: ইঁদুর তাড়াতে মাথার চুল অনেক কার্যকর। ইঁদুরকে মারার জন্য ইঁদুরের যেখানে আনাগোনা বেশি রয়েছে সেই জায়গায় চুল রাখতে পারেন কারণ চুল মুখে গেলে বা পায়ে আটকে গেলে ইঁদুরের মৃত্যু হবেই।

pexels-photo-244395.jpegpexels

✅পেঁয়াজ: ইঁদুর তাড়ানোর আরেকটি পদ্ধতি হলো পেঁয়াজ। পেঁয়াজের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারেনা। যে জায়গাগুলোতে ইঁদুরের উৎপাত, সেখানে কাঁটা পিঁয়াজ ছড়িয়ে রাখলেই ইঁদুর অনেকটা কমে যাবে।

pexels-photo-750948.jpegpexels

✅রসুন: ইঁদুর রসুনের গন্ধও ইঁদুর সহ্য করতে পারে না। রসুন দিয়ে ও আপনি ইঁদুর তাড়াতে পারেন। তার জন্য পানিতে রসুন ভিজিয়ে রাখতে হবে। তার পরে, যেখানে ইঁদুরের যাতায়াত বেশি, সেই জায়গায় স্প্রে করে দিন। দেখবেন ইঁদুরের কমে যাবে।

pexels-photo-68563.jpegpexels

✅লবঙ্গ: বাসা থেকে ইঁদুর তাড়াতে আপনি লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। একটা কাপড়ে কয়েকটা লবঙ্গ বেঁধে ঘরের কোণায় রেখে দিন। দেখবেন ইঁদুরের যন্ত্রণা কমে গেছে।

pexels-photo-1340116.jpegpexels

✅মরিচের গুঁড়ো: ইঁদুর তাড়াতে আপনি মরিচের গুড়া ব্যবহার করতে পারেন। যে জায়গায় ইঁদুরের বাসা আসে তার চারপাশে শুকনো মরিচের গুঁড়ো ছড়িয়ে রাখেন দেখবেন ইঁদুর চলে গেছে।

আপনারা চাইলে এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে খুব সহজে ইঁদুর তাড়াতে পারেন।

Sort:  
 8 months ago 

আমাদের বাসার পিছনে গাছগাছালির বেশি হওয়ায় ইঁদুরের জ্বালাতন একটু বেশি সহ্য করতে হয়। এরজন্য আমি ইঁদুরের কল ব্যবহার করি এক মাইরে ইঁদুর পটল তুলে। তবে আপনার পোস্টে দেওয়া তথ্য গুলো প্রথম জানলাম। বাড়িতে চেষ্টা করে দেখবো কাজে দেয় কি না।

 8 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য।।

Loading...
 8 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি গ্রামে বাস করি আর এখানে ইদুরের উপদ্রব্য এত বেশি যেটা কিনা বলার বাহিরে ,আমি আপনার পোস্টে পড়ে বেশ উপকৃত হয়েছি এবং জানতে পেরেছি কিভাবে এদের দূর করা যায়।

 8 months ago 

এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সব সময়।।

 8 months ago 

জি ভাইয়া আপনিও ভালো থাকবেন সবসময়।

 8 months ago 

জি আপু।।

 8 months ago 

আমাদের বাসার পিছনে গাছগাছালির বেশি হওয়ায় ইঁদুরের জ্বালাতন একটু বেশি সহ্য করতে হয়। এরজন্য আমি ইঁদুরের কল ব্যবহার করি এক মাইরে ইঁদুর পটল তুলে। তবে আপনার পোস্টে দেওয়া তথ্য গুলো প্রথম জানলাম। বাড়িতে চেষ্টা করে দেখবো কাজে দেয় কি না।

 8 months ago (edited)

আপনি ইঁদুর মারার জন্য কল ব্যবহার করেন শুনে ভালো লাগলো।।

 8 months ago 

আমাদের বাসার পিছনে গাছগাছালির বেশি হওয়ায় ইঁদুরের জ্বালাতন একটু বেশি সহ্য করতে হয়। এরজন্য আমি ইঁদুরের কল ব্যবহার করি এক মাইরে ইঁদুর পটল তুলে। তবে আপনার পোস্টে দেওয়া তথ্য গুলো প্রথম জানলাম। বাড়িতে চেষ্টা করে দেখবো কাজে দেয় কি না।

 8 months ago 

ধন্যবাদ ভাই।।

 8 months ago 

আপনার লেখাটা পড়ে আমার খুবই উপকার হলো ভাই। বাড়িতে দেখছি কিছু দিন ধরে ইঁদুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। কীভাবে যে এই ইঁদুরের উৎপাত কমাবো তা বুঝতে পারছিলাম না।
আপনার লেখা পড়ে এখন বুঝলাম কিভাবে ইঁদুর হাত থেকে বাড়ি ঘড়ের জিনিস পত্র রক্ষা করতে হয়। আর আপনি ইঁদুর তাড়ানোর জন্য কি কি করা লাগবে তা সুন্দর ভাবে তুলে ধরেছেন।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন।

 8 months ago 

এত চমৎকার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।।

 8 months ago 

আর বলিয়েন না ভাই ইঁদুরের জন্য বাড়িতে কাপড় তারপর কাগজ তারপর যে কোন খাবার খুব সহজেই নষ্ট করে ফেলে এরা ৷ আর এদের তারানোর জন্য বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন যেগুলো আজকে প্রথম জানতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 8 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

ইঁদুর তাড়ানোর এই ঘরোয়া পদ্ধতিগুলো আমার একেবারেই জানা ছিলো না। এখন আমার বাসায় কোনো ইঁদুর নেই কিন্তু আগে ছিলো। আবার ইঁদুর উৎপাত শুরু করলে এই ঘরোয়া পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখবো।

 8 months ago 

খুবই সুন্দর একটি কমেন্টস করেছেন ভাই খুবই ভালো লাগলো ধন্যবাদ।।

আমাদের সবার ঘরে এখন কমন একটি সমস্যা হলো ইঁদুরের সমস্যা।আর এটা থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন আমি মনে করতাম কিন্তু আপনার পোস্টটি পড়ার পর আমার সেই কঠিন টা আর কঠিন বলে মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল গুলো ভাগ করে নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

 8 months ago 

আপনার প্রতিটি কমেন্ট অসাধারণ হয় অনেক বড় করে গুছিয়ে কমেন্ট করেন।। আপনার জন্য ভালোবাসা রইলো এভাবেই এগিয়ে যান।।

 8 months ago 

ইঁদুর দমন করতে আমি সাধারণত কার্ডবোর্ডের আঠা ব্যবহার করি। এটি বেশ কার্যকরী। তবে এ ঘরোয়া পদ্ধতি গুলো আমার একেবারেই জানা নেই। পেঁয়াজ ,রসুন, মরিচ,লবঙ্গ এগুলো ছিটিয়ে রেখে যে এদের কে দূর করা যায় তা জানা ছিল না। এমন কিছু যে কার্যকরী হতে পারে এটি তো আমার কাছে একটু অকল্পনীয় ব্যাপার। যাই হোক ভাই খুব ভালো লিখেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25