কিছু কিছু দুর্ঘটনা মানতে অনেক কষ্ট হয়

in Incredible Indialast month

জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়বো এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু বিপদ বা সমস্যা আমাদেরকে সত্যি হতাশার মধ্যে ফেলে বা মনোবল দুর্বল করে দেয়। আর এই হতাশা বা মনোবল ঠিক করতেই আমাদের অনেক সময় লেগে যায় যার ফলে আমরা জীবনের অনেক ক্ষেত্রে অনেক পিছিয়ে যায়।

জীবনে কিছু কিছু সমস্যা মেনে নিলেও কিছু কিছু সমস্যা মেনে নিতে সত্যি অনেক বেশি কষ্ট হয়। তারপর আমাদের জীবন কিন্তু থেমে থাকে না জীবন জীবনের নিয়মে চলতে থাকে। আর যত বিপদ বা যত সমস্যা আসুক না কেন সব কিছু সৃষ্টিকর্তা আদেশই হয়ে থাকে তারপরও আমরা কিছু সময়ের জন্য অনেক বেশি ভেঙ্গে পড়ি।

pexels-photo-458991.jpegpexels

আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমার আঙ্কেলের একটা গরু মারা গিয়েছিল আর আজকেও তার আর একটা গরু মারা যায় এটি সত্যি অনেক দুঃখজনক ও হতাশা জনক। আমরা জানি সৃষ্টিকর্তা মানুষকে অনেক ভাবেই পরীক্ষা নেয় কিন্তু কিছু কিছু পরীক্ষা সত্যি অনেক কঠিন হয়ে দাঁড়ায় অনেকের জন্য।

pexels-photo-2252557.jpegpexels

আমি অনেক কষ্ট পেয়েছি আঙ্কেল এর গুরু মারা যাওয়াতে। কয়েকদিন আগে যেটা মারা গেছে সেটা মেনে নেওয়ার মতো আর আজকে যেটা মারা গেছে এটা সত্যি অপ্রত্যাশিত কোনভাবেই মেনে নিতে পারছিলাম না। তারপরও মানতে হবে কারণ সৃষ্টিকর্তা হয়তো এটার মাধ্যমে কোন এক মঙ্গল রেখে দিয়েছেন।

pexels-photo-5663606.jpegpexels

আমার আংকেল প্রাইমারি শিক্ষক হয়তো এটা উনি মেনে নিতে পারবে। কিন্তু অনেকেই আছে তাদের শুধুমাত্র সম্বল গরু বা ছাগল হয়ে থাকে। তাদের সাথে এরকম ঘটনা ঘটলে তারা হয়তো একদম নিঃস্ব হয়ে যাবে। এইতো কয়েকদিন আগে, আমাদের বাসার পাশেই একজন মানুষের তিনটা গরু মারা গেছে, তাহলে বুঝুন তার অবস্থাটা কতটা ভয়ানক হয়েছিল। আমাদের সাথে অনেক সময় অনেক কিছু ঘটে যায় কিছু কিছু মানতে পারলেও কিছু কিছু মানা কষ্টকর।

তারপর আঙ্কেলটা ভেঙ্গে পড়েনি বলতেছিল সৃষ্টিকর্তা নিয়ে গেছে এখানে কিছু করার নেই হয়তো আমার ভালোর জন্যই এটা হয়েছে। জীবনে যত বিপদে আসুক না কেন তারপরও সৃষ্টিকর্তার শুকরিয়া জানানো উচিত কারণ তিনি কার কপালে কি লিখে রেখেছেন সেটা আমরা কেউ জানি না। সব সময় যে আমাদের সাথে ভালই হবে এরকমটা ভাবা ঠিক নয় মাঝে মাঝে সমস্যা আসবে এটাই স্বাভাবিক।

জীবনে যত সমস্যা আসুক না কেন, সবকিছু মানিয়ে আমাদের জীবন সঠিকভাবে পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। তাই কেউ কোন বিপদে বললে হতাশা বা ভেঙ্গে পড়বেন না নিজেকে নিয়ন্ত্রণ রেখে আবারো নতুন করে শুরু করার চেষ্টা করবেন, দেখবেন আপনি একদিন বিজয়ী হয়েছেন।

Sort:  
 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। কিছু দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যেটা মানা খুবই কষ্টকর। আর আমাদের জীবনে দুর্ঘটনা ঘটা উচিত। এরও একটা কারণ আছে সেই কারণ হলো। আমরা বিপদে না পড়লে ভালো ও আপন মানুষ চিনতে পারি না। দুর্ঘটনা আসলে আমাদের যেমন মেনেও নিতে হবে তেমন অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last month 

দুর্ঘটনা কখন আসে সেটা আমরা কেউ জানিনা।। তারপরও কিছু কিছু দুর্ঘটনা আমাদেরকে সারা জীবন মনে রাখায়।। আর এই কারণে অনেক সময় আমরা অনেক পিছিয়ে থাকি।।

 last month 

ভাই সব সময় তো আর খারাপ সময় থাকে না। দুর্ঘটনা আসে ঠিক ই দুর্ঘটনার সময় টা খুব খারাপ যায় আর এই খারাপ সময় তো মনে থাকে। এইজন্যে মানুষ পিছিয়ে পড়ে ঠিক আছে তবে মনোবল শক্ত রেখে এগিয়ে চলাটাই ভালো।

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68773.73
ETH 2716.62
USDT 1.00
SBD 2.72