তেলাকুচা গাছের ফটোগ্রাফি

in Incredible Indialast year (edited)
IMG_20230823_115705.jpg

পৃথিবীতে হাজারো ফুল রয়েছে একেক ফুলের রং একেক রকম হয়ে থাকে। একেক ফুলের ঘ্রাণ একেক রকম হয়ে থাকে, সব ফুল এর কাজ এক রকম হয় না। এই তেলাকুচা গাছের পাতা দিয়ে এমন একটি ওষুধের কাজ করে যেটা শুনলে আপনারা অবাক হতে পারেন।

IMG_20230823_115747.jpg
IMG_20230823_115733.jpg

এই তেলাকুচা ফুল আমাদের অঞ্চলে অনেক জনপ্রিয়! এই জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ আছে সেটি হচ্ছে, এই ফুল গাছের পাতা যদি একজন মানুষ নিয়মিত খেয়ে থাকে তাহলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আমাদের অঞ্চলের মানুষ এই গাছের পাতা রান্না করে খেয়ে থাকে।

যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য এটি অনেক উপকারী একটি গাছ! যার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রিত করা যায়। এই গাছের পাতা খেতে অনেকটা পিচলা জাতীয়, আমি এটি খেয়েছিলাম! এটি অনেক সুস্বাদু হয়ে থাকে। আমি দেখি প্রায় মানুষ এই গাছের পাতা নিয়ে যায়।

IMG_20230823_115646.jpg
IMG_20230823_115627.jpg

এই ফুল গাছ আপনা আপনি হয়ে থাকে, এই ফুল গাছের এত উপকারিতা রয়েছে তারপরও এই ফুল গাছের মানুষ পরিচর্যা করে না। এই পরিচর্যা না করার কারণ হচ্ছে এই গাছটি এমনি হয়ে থাকে। আমি দেখেছি এই গাছের পাতার জন্য অনেক দূরে থেকে মানুষ এসে এর পাতা নিয়ে যায়। আমি মানুষের কাছে শুনি এটি আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করে‌ থাকে।

আমার মনে হয় এটি আসলে কাজ‌ করে থাকে! আর যদি কাজ না করতো তাহলে এত মানুষ এটি কখনোই খেত না। কাজ করে জন্যই সবাই এটি নিয়ে যায় এবং খেয়ে থাকে। পৃথিবীতে যত ফুল গাছ আছে প্রতিটি গাছের কোন না কোন কাজ আছে কোনটা আমরা জানি কোনটা জানি না।

IMG_20230823_115611.jpg
IMG_20230823_115556.jpg

তেলাকুচা ফুলের ঘ্রাণ নাই বললেই চলে, । আর এই ফুলটি বেশি সময় থাকে না। সকালের ফুটলে বিকালের মধ্যে এটি নিস্তেজ হয়ে যায়। এই ফুল‌ একদম সাদা রংগের হয়ে থাকে তাই সবাই এটি অনেক পছন্দ করে থাকে। আমার এক আন্টি আছে সে নিয়মিত এই গাছের পাতা খেয়ে থাকে তার ডায়াবেটিস মাত্রা অনেক বেশি। তিনি বলে এই পাতা খেলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কোন সমস্যা হয় না।

বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে তারা এটি খেয়ে দেখতে পারেন আসলে ডায়াবেটিসের জন্য কাজ করে কিনা। আমার মনে হয় এটি ডায়াবেটিসের জন্য অনেক কাজ করে থাকে।

বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি! আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন আলোচনা নিয়ে।

Sort:  
 last year 

তেলাকোচা গাছ সম্পর্কে আমার একদম কোন ধারণা ছিল না। পোস্টটি পরে অনেক কিছু জানতে পারলাম। ডায়াবেটিসের জন্য কাজ করার সম্ভাবনা বেশি। আপনার ফটোগ্রাফিটাও কিন্তুু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

তেলাকোচা গাছের পাতা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী এটি আমি আগে থেকে জানতাম। তেলাকোচা পাতা শহরে খুব একটা পাওয়া যায় না। আর বাজারেও বিক্রি হয় না। শহর থেকে গ্রামেই তেলাকুচা পাতা সহজলভ্য।তবে যখনই আমি পাই চেষ্টা করি খাওয়ার জন্য। এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি শাক। আপনি সুন্দরভাবে আপনার লেখায় বিষয়টি ফুটিয়ে তুলেছেন।ভালো থাকবেন আর এভাবে লেখা চালিয়ে যাবেন।

Loading...
 last year 

তেলাকুচা পাতার গুনাগুন অপরিসীম,,, যা হয়তোবা বলে শেষ করা যাবে না! বিশেষ করে ডায়াবেটিস রোগীরা এই পাতা অনেক বেশি খেয়ে থাকেন! কেউ ভর্তা তৈরি করে খায়! কেউ আবার এই পাতার ডাটা দিয়ে শিল পাটার মধ্যে ভালো করে মিহি করে বেটে,,, রস বের করে মধুর সাথে খেয়ে থাকে।

আজকে আপনি খুব সুন্দরভাবে তেলাকুচা পাতার ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন! যেটা দেখে বেশ ভালো লাগলো,,, এবং তার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ জানাই আপনার মতামত প্রকাশ করার জন্য।

 last year 

ভাই আপনি আজকে দুর্দান্ত কিছু তেলাকুচা গাছের ফুলের ফটোগ্রাফি উপস্থাপনা করেছেন এবং তেলাকুচা গাছের ঔষধে গুণ সম্পর্কেও উল্লেখ করেছেন। এই ফুলের ঘ্রাণ নাই তবু গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট উপস্থাপনা করার জন্য।

 last year 

@mdsahin111

ধন্যবাদ ভাই, আমার পোষ্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last year 

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।তেলাকচু প্রায় সব এলাকায় এ্যাভেলএবেল। কিন্তু এর সঠিক পরিচর্যা কেউ করে না, এই উদ্ভিদটি সর্বাবস্থায় অবহেলিত। যেহেতু এই উদ্ভিদটির ওষুধি গুণাগুণ রয়েছে তাই আমাদের উচিত এর সঠিক পরিচর্যা করা।

 last year 

@xhadhin

আপনি ঠিক বলেছেন ভাই আমরা অনেক গাছ চিনি কিন্তু এর উপকরণ গুলো জানিনা।

 last year 

সর্ব প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তেলাকচু গাছের ফুলের ফটোগ্রাফি এবং তেলাকচু গাছের পাতা সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমাদের গ্রাম গঞ্জের মানুষেরা এই গাছটি অনেক ব্যবহার করে থাকে কারণ তারা কম বেশি সবাই জানে এই গাছের কিছু উপকারিতা সম্পর্কে এবং আপনিও কিছু উপকারিতা আপনার পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো।

 last year 

@baizid123

এত সুন্দর একটি মতামত করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

এই তেলাকুচা গাছ গুলো বর্তমান কেন জানি চোখে পড়ে না ৷ কয়েক বছর আগেই এই তেলাকুচা গাছ গুলো খুবই দেখা যেত ৷ আমরা গরু ছাগলের খাদ্য হিসবে এই গাছ গুলো কেটে নিয়ে আসতাম ৷ তবে আমরা শুনছি গ্রাম অঞ্চলের মানুষদের কাছে এই তেলাকুচা গাছ থেকে নাকি নানা ধরনের ঔষুধি গুনাগুন রয়েছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

@yoyopk

আসলে সব গাছ সব জায়গায়, সব সময় থাকে না আস্তে আস্তে কিছু কিছু গাছ হারিয়ে যায়।

 last year 

তেলা কুচার পাতার অনেক উপকার রয়েছে বিশেষ করে এর পাতার শাক ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই উদ্ভিদের উপকারিতা সম্পর্কে বলার জন্য

 last year 

@shasan

জি ভাই এই গাছটা আসলেই অনেক উপকার কিন্তু আমরা অনেকে এটা জানি না।

 last year 

আমার এলাকায় এটি কে তেলাকচু বলে।এটি অনেক উপকারী একটি উদ্ভিদ।এর শাক খুব সুস্বাদু। কিন্তূ এর এত গুণ তা জানতাম না। ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ম্যাম এটা আসলে অনেক উপকারী কিন্তু আমরা অনেকেই এটা জানি না।।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত তথ্য বহুল পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61830.18
ETH 2457.48
USDT 1.00
SBD 2.54