অতিরিক্ত ঢেকুর এবং করণীয়:-
হ্যালো স্টিমিট বন্ধুরা
কেমন আছেন আপনারা? আশা রাখি সকলে অনেক ভালো আছে। আমিও সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব মানুষের ঢেকুর কেন হয়?
pexels |
---|
ঢেকুর হয় না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সবার মধ্যেই ঢেকুর বিদ্যমান। আমরা অনেক সময় অনেক মানুষের মাঝখানে গেলে হঠাৎ করে ঢেকুর উঠে আর এই জন্য অনেকেই এটাকে ভালো চোখে দেখে না বা নিজের কাছে এটাকে ভালো দেখায় না। আবার এমন সংস্কৃতি রয়েছে যেখানে খাবারের পর ঢেকুর তোলা সুস্বাদু খাবার ও পেট ভরে খাবার লক্ষণ প্রকাশ করে। তবে মানুষের মাঝে বিকট শব্দ করে ঢেকুর তোলা অস্বস্তিকর হয়ে ওঠে। ঢেকুর তোলা দেহের সহজাত কাজ। মাঝে মাঝে এটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে ঘনঘন হওয়াটা কিন্তু চিন্তার বিষয়।
pexels |
---|
অনেকেই রেয়েছে তারা সামান্য মশলা জাতীয় খাবার খেলেই ঢেকুর ওঠে। অনেক সময় খাবারের সমস্যার জন্য এই ঢেকুর উঠে। ঢেকুর ওঠা ভালো কিন্তু অতিরিক্ত ওঠা ভালো নয়। পেটে অস্বস্তিকর অবস্থা অন্ত্রনালীতে কোনো সমস্যা হলে ঢেকুর উঠে বারবার। আবার অতিরিক্ত ঢেকুর ক্যান্সারের লক্ষণ। এতে বুকের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়।
আবার বেশি মাত্রায় খাওয়ার ফলেও ঢেকুর উঠতে থাকে। অন্যদিকে বিশেষ কিছু খাবার এবং জীবন যাপনে সমস্যায় জর্জরিত করতে পারে। যেমন বাঁধাকপি, ফুলকপি ব্রকলি এবং কার্বোনেটেড এর ফলে ঢেকুর বেশি ওঠে। যাদের অতিরিক্ত ঢেকুর ওঠে তাদের এই খাবার গুলো থেকে নিজেকে পরিত্যাগ করা খুবই ভালো।
ঢেকুর থেকে স্বস্তি পেতে করণীয়:- |
---|
এমনিতে ঢেকুর তোলা মোটেও অস্বাভাবিক নয়। কিন্তু যখন তখন বারবার সবার সামনে জোরসে আওয়াজ করে ঢেকুর তুললে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ঢেকুর কমাতে যে সকল উপায় অবলম্বন করতে পারেন তা হলো:-
pexels |
---|
✅আদা সুস্বাস্থ্যের জন্য আদা অনেক উপকারী তাছাড়া অপ্রয়োজনীয় ঢেকুর সহজেই দূর করতে আদা খেতে পারেন। আদার ঝাঁঝালো গন্ধে সমস্যা না থাকলে রোজ দিনে দু-তিন বার কয়েক কুচি আদা সেবন করতে পারেন। চাইলে, একটু মধুও মিশিয়ে নিতে পারেন। এমনি চায়ের বদলে আদা চা খাওয়া অনেক উপকারী।
✅দই আপনার খাবারের সাথে টক দই রাখতে পারেন। ঢেকুর কমাতে সেরা অপশন দই। যদি নিয়মিত টক দই খেতে পারেন তাহলে অতিরিক্ত ঢেকুর থেকে মুক্তি পেতে পারেন।
✅ লেবু ও সোডা ঢেকুরের সমস্যা আটকাতে লেবু খুবই কার্যকরী। লেবুর রসে ১/৪ চা চামচ বেকিং সোডা মেশান। আস্তে আস্তে খেয়ে ফেলুন। দেখবেন আপনার ঢেকুর সমস্যা একদম দূর হয়ে গেছে।
pexels |
---|
✅পেঁপে রোজ পেঁপে খেলে হজম ক্ষমতা এমনিতেই বৃদ্ধি পায় সেই সাথে গ্যাস্টিকের অনেক উপকার করে ও ঘনঘন ঢেকুরও দূর করে।
✅জিরে প্রথমে জিরে শুকনো খোলায় ভেজে নিন। এরপর এটাকে গুড়া করে নিন এবং প্রতিদিন এক গ্লাস উষ্ণ জলে দু’চামচ মিশিয়ে রোজ খান। দেখবেন আপনার ঢেকুর একদম দূর হয়ে গেছে।
তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম ঢেকুর নিয়ে। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন । যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি আগে জানতাম না ঢেকুর উঠলে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু আজকে আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম কিভাবে ঢেকুর ওঠা বন্ধ করা যায়।
আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা শিক্ষামূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন জন্য।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন সবসময় সেই দুয়া করি।
ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।।
আপনি ঢেকুর এর কারন এবং এটি থেকে পরিত্রাণের অনেক গুলো উপায় উল্লেখ করেছেন।মা আমার আগে জানা ছিল না। খুব উপকারী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আরো একটি কথা শুনে
একটু চিন্তায় পড়ে গেলাম। বেশি ঢেকুর ক্যান্সারের ও লক্ষন। খুব ই উপকারে আসল। পোস্ট টি পড়ে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ম্যাম এত সুন্দর হবে কমেন্ট করার জন্য।।
আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।
অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়ার কারনে ঢেকুর এর সমস্যায় ভুগে না এমন মানুষ কমই আছে। আপনি খুবই চমৎকার ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া পদ্ধতি বর্ননা করেছেন।আপনার লেখা পড়ে অনেকেই উপকৃত হবে।
এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এতো সুন্দর ভাবে
তথ্যবহুল লেখা উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
ধন্যবাদ আপু এত চমৎকারভাবে কমেন্ট করার।।
আপনি আজকে আমাদের সাথে অনেক সুন্দর এবং উপকারী একটি পোস্ট শেয়ার করেছেন যা থেকে আমরা সবাই উপকার পেতে পারি।অতিরিক্ত ঢেকুর হলে যেসব কিছু করা দরকার তা আপনি অনেক সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন আর তাই আপনার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালো বাসা রইল যাতে পরবর্তীতে এই রকম উপকারী পোস্ট শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমার পোস্টটি সম্পন্ন পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।