সমাজে কিছু অবহেলিত মানুষ

in Incredible India10 months ago

আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, সমাজে কিছু অবহেলিত মানুষদের কে নিয়ে।

pexels-photo-5182735.jpeg

pexels

আমরা জীবনে চলার পথে অনেক মানুষকে দেখে থাকি, তার মধ্যে এক প্রকার মানুষ হলো যারা মানুষের কাছে হাত পেতে খায়। তারা সমাজের কাছে সবচাইতে বেশি অবহেলিত মানুষ, তাদেরকে কোন মানুষ মূল্যায়ন করে না। তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে, কোন মানুষ তাদের সাথে একটু ভালো ব্যবহার করে না, ভালোভাবে কথা বলো না। সব সময় একটা আলাদা চোখে তাদেরকে দেখা হয়।

যে মানুষ গুলো হাত পেতে খায়, আমরা তাদেরকে কখনো মানুষই ভাবি না। আমরা ভাবি শুধু আমরাই মানুষ তারা মানুষ না, তাই আমরা তাদেরকে অন্যরকম চোখে দেখে থাকি এবং কি তাদের সাথে কখনো ভালো আচরণ করি না। সবসময় তাদেরকে অবহেলিত করে থাকি কিন্তু এটা কি কখনো ঠিক, এটি কখনোই ঠিক না।

pexels-photo-9532046.jpeg

Prxels

আমি এমনও মানুষ দেখেছি, যারা সাহায্য চায় তাদেরকে বলে আল্লাহর হস্তে মাফ করবেন। আমরা মানুষ এতটাই নির্লজ্জ হয়ে গেছি যে, যারা আমাদের কাছে সাহায্য চায় তাদের কাছে আমরা মাফ চাই। আমরা কোন পর্যায়ে চলে গেছি একবার চিন্তা করে দেখুন, আমাদের চিন্তাভাবনা কি রকম। যারা আমাদের কাছে হাত বাড়াই তাদের খাওয়ার মত চলার মত কোন কিছু নাই জন্যই তারা হাত পাতে। কোন মানুষ কখনো এমনি এমনি মানুষের কাছে হাত পাতে না।

সৃষ্টিকর্তা আমাদের কে সৃষ্টি করেছেন, তাদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু আমরা এটা মনে করি না। সৃষ্টিকর্তা আমাদের কে অনেক কিছু দিয়েছে, তাদের হয়তো অনেক কিছু দেয়নি তার জন্য ওনারা মানুষের কাছে হাত পাতে আর আমরা মানুষের কাছে হাত পাতি না এতোটুকুই পার্থক্য। সৃষ্টিকর্তা চাইলে আমাদের কে তাদের মত করতে পারতো কিন্তু সেটা করেনি। এই জন্য সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া জানানো উচিত, এবং যারা আমাদের সমাজে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদেরকে সাহায্য করা উচিত, এটা প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে।

pexels-photo-3996734.jpeg

Pexels

আমরা যদি সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াই তারা একদিন আমাদের মত হতে পারে কিন্তু আমরা সেটা করি না। যারা অসহায় তাদেরকে আরো অসহায়ের মধ্যে রাখি, সেজন্য আমাদের সমাজে অসহায় মানুষ কিছুতে কমে না দিন দিন বেড়েই চলেছে।

আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে অনেক সাহায্য করে, ভালো পরামর্শ দেয় কিন্তু বেশিরভাগ মানুষই এটি করেন না। তাদের মনে হয় অসহায় মানুষ যারা আছে তারা তাদের শত্রু এরকম ব্যবহার করে থাকে এমন মানুষ আমি দেখেছি সমাজে।

আমাদের উচিত এরকম চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা, যারা অসহায় আছে তাদের পাশে থাকা এবং তাদেরকে ভালো পরামর্শ দেওয়া। ভালো দিকনির্দেশনা দেওয়া যাতে তারাও আমাদের মত হতে পারে তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব।

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 10 months ago 

অসহায় গরীব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো দরকার। কেননা তারা স্বচ্ছলতায় এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। তাদের পাশে যদি আমরা আর্থিকভাবে সাপোর্ট করি তাহলে দেখা যাবে দারিদ্রতা অনেকটাই দূরীভূত হবে।

বিশেষ করে আমরা মুসলমান সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত প্রদান করে সঠিকভাবে তাহলে দেখা যায় পথে যারা নিঃস্ব ভাবে রয়েছে এই পরিস্থিতি তাদের অনেকটাই দূরীভূত হবে।

ধন্যবাদ জানাই বিষয়টি সকলের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।

Loading...
 10 months ago 

অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। তবে আপনি যেটা বললেন যে অসহায় মানুষেরা যখন আমাদের কাছে হাত পেতে সাহায্য চাই তখন আমরা বলি যে মাফ করে দেন তাদের কাছে আমরা মাফ চাই। এটা করা একদমই ঠিক নয়। তবে আমাদের উচিত, যাদের সাহায্য দেওয়া দরকার তাদেরকেই শুধুমাত্র সাহায্য করা কারণ আমাদের সমাজে এখন অনেকেই ইচ্ছে করে মানুষের কাছে সাহায্য চাই কিন্তু তাদের অনেক ধন-সম্পদ আছে তবুও তারা এটা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে। এসব মানুষের কারণে যারা সত্যিকার অর্থে অসহায় তারা বঞ্চিত হয়।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 10 months ago 

আমাদের গরিব অসহায় মানুষদের সাথে সবসময় পাশে দাঁড়ানো দরকার আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে দেখা যাবে অনেক টাই দূরীভূত হবে। আমরা নিঃস্বার্থভাবে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য

 10 months ago 

আমাদের সমাজে গরীব মানুষ বা দুঃখি মানুষ রয়েছে সাধারনত এই ধরনের মানুষেরাই আমাদের সমাজে অবহেলিত হয়ে থাকে ৷ তাদের পাশে আমাদের অনেক ধনী মানুষ রয়েছে যারা কিনা এই সব মানুষের পাশে দাড়াতে চায় না ৷ তারপর যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যাদের বাড়ি ঘর নেই বললেই চলে এইসব মানুষেরাও আমাদের সমাজে অবহেলিত ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

আমরা যদি সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াই তারা একদিন আমাদের মত হতে পারে কিন্তু আমরা সেটা করি না।

ভাই আপনি একদম ঠিক বলছেন আপনার সাথে সহমত পোষণ করছি, যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই তারাও একদিন আমাদের মতই সচ্ছল হবে। তবে আমার মতে করণীয় হলো আল্লাহর দেওয়া বিধান মানলেই এটা সম্ভব। যেমন যদি আমরা সমাজের যাকাত ব্যবস্থা করি তাহলেই গরিবরা খুব দ্রুতই স্বাভাবিকভাবেই জীবন-যাপন করতে পারবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66222.23
ETH 3563.16
USDT 1.00
SBD 3.10