বিকাশ প্রতারকের কাছ থেকে আপনার অর্থ নিরাপত্তা রাখার কৌশল:-
আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তারা অনেক মানুষকে অভিনব কায়দায় তার কাছে থাকা সম্পত্তি হাতিয়ে নেয়। আর এটার জন্য আমরা নিজেরাই দায়ি কারণ নিজেদের মধ্যে লোভ লালসা থাকার কারণে আমরা আমাদের কাছে থাকা সম্পত্তি অন্যদের দিয়ে দেয় আর দেওয়ার পরেই বুঝতে পারি আমাদের ভুলটা।
source |
---|
আমরা যারা বাংলাদেশী রয়েছি আমাদের প্রত্যেকেরই বিকাশ নগদ অথবা রকেট রয়েছে। এটা আমাদের জীবনকে যতটা সহজ করে তুলেছে আবার ততটাই ঝুঁকিপূর্ণ রেয়েছে। আমরা অনেক সময় প্রতারণা শিকার হয়ে আমাদের বিকাশ নগদ অথবা রকেটের টাকা হারিয়ে ফেলি। অনেক সময় মানুষকে বিশ্বাস করে এটি করি আবার অনেক সময় নিজের মধ্যে লোভ লালসা থাকার কারণে প্রতারণা শিকার হয়ে থাকি।
source |
---|
আমাদের মধ্যে অনেকেই এরকম প্রতারণা শিকার হয়ে থাকে। এইতো কয়েকদিন আগে একজন প্রতারক আমাকে ফোন করে বলতেছে আমি বিকাশ থেকে বলছি আপনার বিকাশ একাউন্টটি লক হয়ে গেছে। আপনি আর কোন লেনদেন করতে পারবেন না। আমি তাকে বললাম তাহলে আমার করণীয় সে আমাকে বলে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা আমাকে বললে আপনার বিকাশটি পুনরায় ঠিক হবে।
যখন তিনি আমাকে এই কথা বলল তখনই আমি বুঝতে পেরেছি এটি একটি প্রতারক। যে আমাকে তার কথার জালে ফেলে আমার বিকাশের সকল অর্থ হাতিয়ে নিবে। আমি তাৎক্ষণিক ফোনটা কেটে দেই। আমার মতো অনেকেই ফোন দিয়ে কথার জালে জড়িয়ে তার ভেরিফিকেশন কোডটি নিয়ে তার অর্থ সব হাতিয়ে নেয়।
pexels |
---|
আমার একটা ভাই ঠিক এরকম প্রতারণা শিকার হয়েছে। আর শিকার হওয়ার পর আমার কাছে এসে বলতেছে আমাকে একজন ফোন করেছিল। আমার বিকাশ নাকি ব্লক হয়ে গেছে আর সেটা ঠিক করার জন্য আমার কাছ থেকে ভেরিফিকেশন কোড নিয়েছে। আমি তাকে বিশ্বাস করে দিয়েছি আর পরে দেখি আমার বিকাশে কোন টাকা নেই।
পরে আমি তাকে বললাম তোমাকে একজন প্রতারক ফোন করেছিল। তোমার মত অনেক মানুষকে এরকম প্রতারিত করে তার বিকাশের সকল টাকা হাতিয়ে নেয়। এখন তুমি এই টাকা আর ফেরত পাবে না। পরে তাকে আমি তার পিন পরিবর্তন করে দেই আর বলি ভবিষ্যতে কেউ ফোন করলে আর বিকাশের কথা বললে সঙ্গে সঙ্গে কেটে দিবে।
চলুন জেনে নেই প্রতারকের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখার কৌশল:-
সর্বপ্রথম ও সর্বোত্তম প্রতারণা প্রতিরোধের হাতিয়ার হচ্ছে সচেতনতা। আমরা যদি সচেতন থাকি তাহলে এরকম প্রতারণায় কেউ পরবো না আর এই জন্য প্রত্যেকের কিছু কথা সবসময় মনে রাখা উচিত তাহলেই আপনার টাকা নিরাপদ থাকবে।
✅ আমাদেরকে যে যাই বলুক না কেন কখনোই বিকাশের ভেরিফিকেশন ওটিপি অথবা পিন কাউকে বলবো না। অফিসার সেজে অনেকে ভয় লোভ দেখালে সঙ্গে সঙ্গে কল কেটে দিবো।
✅ আবার অনেক সময় এজেন্ট সেজে ভুলে টাকা এসেছে বললে বুঝে নিবেন এটি একটি প্রতারক। আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেক কিছু আপনাকে বলবে। এ সময় তার সাথে কথা না বলে ফোন কেটে দিতে হবে।
✅ আবার অনেক সময় দেখা যায় কেউ একজন
ফোন করে অনুদান বা ভাতা দেওয়ার কথা বলে এটিও একটি প্রতারকদের কাজ।তাই আপনাকে সতর্ক হতে হবে আর ফোন কেটে দিতে হবে।
✅আপনার যদি মনে হয় আপনি প্রতারণার শিকার হয়েছেন তাহলে সর্বপ্রথম বিকাশ হেল্পলাইনে কল করে অথবা গ্রাহক সেবার মাধ্যমে ব্যাপারটি বিকাশ কর্তৃপক্ষকে দ্রুত জানান। সেই সাথে আপনাকে কিভাবে প্রতারিত করেছে সে বিষয়ে একটি বিকাশ কৃতপক্ষে জানান।
✅ আপনার বিকাশ একাউন্টের পিনটি দ্রুত পরিবর্তন করে ফেলুন। পিন পরিবর্তনের সময় নতুন পিনটি কারো সাথে শেয়ার করবেননা। আর যদি আপনি এটি না পারেন অবশ্যই বিকাশ হেল্প লাইনে ফোন করে বলুন তারা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনার পিন পরিবর্তন করে দিবে।
✅ আপনাকে আরো বেশি সচেতন হতে হবে কেউ ফোন দিয়ে বিকাশের কথা বললেই আপনার ফোন কেটে দিয়ে বুঝতে হবে এটি আপনাকে প্রতারক ফোন করেছে।
বন্ধুরা আমরা সব সময় সতর্ক হয়ে থাকবো। যাতে আমরা কখনো প্রতারকদের শিকার না হয়। প্রতারণা সব সময় ফাঁদ পেতে থাকে আমার আপনার মত মানুষ জনকে তাদের ফাঁদে ফেলিয়ে আমাদের সকল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য।
কিছুদিন আগেই আমার মেয়েকে যেই ম্যাডাম আরবি পড়ান তার ফোনে এমন একটা কল আসে,, হুজুর ম্যাডাম অনেক চিন্তায় পরে গিয়েছিলেন এবং আমাকে তার মেবাইলে আাসা পিনটা বের করে প্রতারে বলতে বলেন আমি ফোন হাতে নিয়ে সাথে সাথে কেটে দেই।। এবং ম্যাডামকে সকল বিষয় টি বুঝিয়ে বলি এবং উনাকে সতর্ক থাকতে বলি।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি সচেতনতা মূলক পোস্ট করে সকলকে সচেতন করার জন্য।
এরকম হাজারো মানুষের কাছে ফোন আসে।। যাক শুনে ভালো লাগলো যে আপনার মেয়ের হুজুরের কোনো ক্ষতি হয়নি।। যদি আপনার কাছে না আসতো হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো।।
পরিচিতজনদের অনেকেই বিকাশ প্রতারণা স্বীকার হয়েছে। আসলে এই প্রতারকরা মানুষকে লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।
আমরা যদি নিজেদের লোভকে একটু সামলে রাখি তাহলে খালি চোখেই এদের চালাকি বুঝতে পারবো। ধন্যবাদ আউন্দর টপিক নিয়ে লেখার জন্যে।
তবে,
আপনার লেখার হেডলাইনে নিরাপত্তা না হয়ে মনে হয় নিরাপদ শব্দটা ইউজ করলে বেশি ভালো হতো।
আপনি সঠিক বলেছেন এই লোভের কারণে আমরা অনেক বেশি প্রতারিত হয়ে থাকি।
এই বিকাশ প্রতারনা আমাদের দেশে একসময় খুবই চলেছিল কিন্তু সাধারন মানুষেরা তারপরও বুঝতে পারে নি কারন তাদের মধ্যে টাকার লোভ ছিল বেশী ৷ বিকাশ প্রতারক গুলো অনেক গ্রাহকে ফোন দিয়ে টাকার লোভ দেখিয়ে বিকাশের সব তথ্য নিয়ে বিকাশ হ্যাক করে নেয় তারপর সাধারনত মানুষেরা যখন টাকা হারায় তারপর তারা ঠিকি বুঝতে পারে তাদের ভূল গুলো ৷ এই বিকাশ প্রতারক থেকে সবসময় দুরে থাকবেন ৷ আর আপনি বিশেষ করে বিকাশ প্রতারক দের কাছ থেকে বাচার কিছু কৌশল আমাদের মাঝে তুলে ধরেছেন তা দেখে অনেক ভালো লাগলো ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনি ঠিকই বলেছেন বিকাশ গাহকরা লভে পড়ে অনেক বেশি প্রতারিত হয়ে থাকে।
আমরা অনেক সময় বিকাশের এই প্রতারণার শিকার হয়ে থাকি। এক প্রতারক আপনার থেকেও পিন কোড নেওয়ার চেষ্টা করেছে, যদি আপনি প্রেম করতে দিয়ে দিতেন তাহলে হয়তো আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত। তাই আমাদের সকলের অনেক সতর্ক থাকতে হবে। আপনি অনেক সতর্কতার কথা অবলম্বন করতে বলেছেন অবশ্যই এগুলো আমাদের জেনে থাকা খুবই প্রয়োজন। আপনি অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনি ঠিকই বলেছেন যদি আমার পিন করতাম বা ভেরিফিকেশন কোড তাকে দিতাম ।। সঙ্গে সঙ্গে আমার বিকাশের সকল উত্তর তারা হাতে নিত তাই আমাদের সতর্ক থাকতে হবে সবার।।
গত পরশুদিন আমার বাবার মোবাইলেও এরকম একটা কল এসেছিল। বাবা চুপচাপ কথা বলছিল কিন্তু উনার কথার ধরন শুনে আমি বুঝতে পারলাম। এটা একটা প্রতারকের কল, যখনই বলল যে পিন কোড দেয়ার জন্য। আমি অনেকটা বেশি অবাক হলাম।
আজকে আপনি চমৎকারভাবে বিকাশ প্রতারকদের কাছ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। এবং প্রতারিত হওয়ার পর আমাদের যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। সে বিষয়গুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন। বর্তমানে এই বিষয়টা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকেই প্রতারিত হচ্ছে। চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
এই প্রতারক গুলো প্রতিদিনই কাউকে না কাউকে ফোন দিয়ে থাকে এবং তাদের কাছ থেকে অর্থ হাতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে।। আমাদের প্রত্যেককেই সচেতন থাকা খুবই প্রয়োজন।।
পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।
এইতো কিছুদিন আগে আমার পাশের বাড়ির এক কাকার কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছে, বিকাশের এক প্রতারক চক্র। তিনি একটু এসব বিষয়ে কম বুঝতেন তাই বিশ্বাস করে পিন নাম্বারটা বলে দিয়েছিলেন আর সেই সুযোগেই তার অনেক বড় ক্ষতি করে দিয়েছিল।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর এ বিষয়টি উপস্থাপনা করার জন্য ।যেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং নিজেকে সতর্ক রাখার চেষ্টা করছি ভালো থাকুন এবং পরবর্তীতে আকর্ষণীয় পোস্টের অপেক্ষায় রইলাম।
শুনে সত্যি অনেক খারাপ লাগলো।। আপনার পাশের বাসার একজনের কাছ থেকে চল্লিশ হাজার টাকা বিকাশ প্রতারক নিয়ে গেছে।। এটি সত্যি দুঃখজনক
এরকম হাজারো মানুষের কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নিচ্ছে এই প্রতারকরা অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।
জি তাই আমাদের আরো বেশি সচেতন হতে হবে
খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনি আজ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যেটা আমাদের বর্তমান খুবই প্রয়োজন।
কারণ আমার একটি চাচা একটি প্রতারকের হাতে পড়েছিল ঘটনাটি ঘটেছিল অনেক দিন আগে । বিকাশের মাধ্যমে আমার একটি চাচা ৪০০০০ টাকা ধরা খেয়েছে।
আপনার পোষ্টের মাধ্যমে বিকাশ প্রতারকের কাছ থেকে অর্থ নিরাপত্তা রাখার কৌশল জানতে পারলাম যা জানে খুবই ভালো লাগলো কারণ এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শুনে খারাপ লাগলো আপনার একটা চাচী অনেক টাকা তারা খেয়েছে বিকাশ চক্রের কাছে।। এরকম হাজারো গ্রাহক প্রতারণা শিকার হচ্ছে আমাদের সবার সতর্ক থাকা খুবই জরুরী।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।বিকাশ প্রতারক চক্র এখন বর্তমান সময়ে
খুব বেশি তৎপর।ওরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে নিরীহ মানুষের অর্থ আত্মসাত করে থাকেন।আপনি যে সব বিষয় গুলো বলেছেন বা পয়েন্ট আকারে আলোচনা করেছেন।তা অনুসরণ করলে। আমার মনে হয় এই প্রতারক চক্রের হাতে থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেক গুরুত্বপূর্ণ ছিল পোস্টটি। আমি ব্যক্তিগত ভাবে খুব উপকৃত হয়েছি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় ভাইয়া।
বর্তমান সময়ে এই ধরনের প্রতারক অনেক বেশি বেরিয়ে গেছে।। তাই আমাদের প্রত্যেকের সতর্ক থাকা খুবই জরুরী।।
হে একদম ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের রিপ্লাই দেওয়া জন্য।
আমাদের কাছে কে প্রতারকরা এই দুইবার টাকা নেওয়ার ফন্দি আটছিল। কিন্তু পারেনি আমি আমাদের আশেপাশের অনেক লোক এর টাকা নিয়ে জেতে শুনেছি।বিকাশ প্রতারকের কাছ থেকে আমাদের অর্থ নিরাপত্তা রাখার কৌশল গুলো প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার পোস্ট টি পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।