ধুতরা গাছের ফটোগ্রাফি

in Incredible India10 months ago (edited)
Picsart_23-08-22_12-30-16-415.jpgedit PicsArt

আমাদের অঞ্চলে এই গাছটি ধুতরা নামে পরিচিত, একেক অঞ্চলের এটির নাম একেক রকম হতে পারে। ধুতরা গাছের বৈজ্ঞানিক নাম হল: Dutura metel, Solanaceae. ধুতরা গাছ একটি বিষাক্ত উদ্ভিদ।

IMG_20230822_122741.jpg
IMG_20230822_122708.jpg
IMG_20230822_122557.jpg

ধুতরা গাছ অনেক পরিচিত একটি গাছ, এই গাছ গ্রাম অঞ্চলে প্রায় সব জায়গায় দেখা যায়। এই গাছ সবচাইতে বেশি রাস্তার দুই পাশে জন্মে থাকে। আমাদের বাড়ির পাশে এই গাছ আছে, আমি এই গাছের একটা দিক লক্ষ্য করে বুঝতে পেরেছি, এই গাছের ফুলগুলো দিনের বেলায় নিস্তেজ হয়ে যায় এবং বিকালের দিকে ফুটে থাকে।

ধুতরা গাছের ফুলের ঘ্রান অন্যান্য ফুল থেকে আলাদা, ধুতরা গাছ দুরকম হয়ে থাকে, একটি সাদা একটি কালো। সাদা ধুতরা গাছের সাদা ফুল হয়ে থাকে এবং কালো ধুতরা গাছে সাদা এবং বেগুনি দু প্রকার ফুলের কালার হয়ে থাকে। ধুতরা ফুল থেকে এর ফল হয়ে থাকে এর ফল দেখতে অনেকটা কাকরোল এর মত দেখা যায়। ধুতরা ফলের শরীরে কাটা কাটা দাগ আছে।

ধুতরা গাছের উপকারিতা:-

IMG_20230821_180058.jpg
IMG_20230822_122631.jpg
  • যদি কারো শ্বাসকষ্ট নিতে সমস্যা থাকে তাহলে সে ধুতরা গাছের ফুল, পাতা, এবং ফল সিদ্ধ করে যদি বুকে দেওয়া যায় তাহলে শ্বাসকষ্ট অনেকটা ভালো হয়ে যায়।

  • যাদের হাঁপানি আছে তারা শুকনা পাতা এবং ফল শুকিয়ে তার সাথে আগুন লাগিয়ে বিড়ির মতো করে খাবেন দেখবেন আপনার হাঁপানি অনেকটা দূর হয়ে গেছে।

  • যাদের মাথায় চুল উঠে গেছে, তারা ধুতরা গাছের পাতা রস করে নিয়মিত মাথায় দিন, দেখবেন অনেকটা উপকার হচ্ছে।

  • যাদের বাতের ব্যথা আছে তারা যা করতে পারেন, ধুতরা গাছের পাতা রস করে সরিষার তেলের সাথে এক জায়গায় মিশ্রিত করে, যে জায়গায় ব্যথা করে সেখানে নিয়মিত মালিস করুন দেখবেন আপনার বাতের ব্যথা ঠিক হয়ে গেছে।

  • ধুতরা গাছ মেয়েদের অনেক কাজে লেগে থাকে।

ধুতরা গাছের অপকারিতা:-

IMG_20230822_122532.jpg
IMG_20230821_180131.jpg
  • ধুতরা গাছ হলো বিষাক্ত গাছ, কোন মানুষ এর সঠিক চিকিৎসা না জেনে, এই গাছের কোন কিছু দিয়ে শরীরের কোন চিকিৎসা করতে গেলে, বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন।
  • ধুতরা গাছ হল মারাত্মক Tropane Alkaloids বিষ। ধুতরা গাছের ভুল চিকিৎসায় মানুষ এবং পশুপাখির মৃত্যু হতে পারে। তাই ধুতরা গাছের সঠিক চিকিৎসা জেনে তারপর চিকিৎসা নিতে হবে।

  • যদি কেউ অতিরিক্ত ধুতরা গাছের ফল বা পাতা ব্যবহার করে থাকে, তাহলে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে এবং তার মাথা ঘুরাবে এবং বমি হওয়ার সম্ভাবনা থাকে।

  • ধুতরা যদি ইনজেকশন এর মাধ্যমে কোন মানুষের দেহে প্রবেশ করানো যায়, তাহলে সে পাগলের মত হয়ে যাবে এবং তার সাধারণ জ্ঞান থাকবে না।

ধুতরা গাছের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতা আছে। এই গাছ যতটা ভালো ততটাই বিষাক্ত, তাই আমরা যারা এই গাছের সঠিক চিকিৎসা জানিনা তারা ভুলেও এই গাছের চিকিৎসা নিতে যাবো না, কারণ এই গাছের দ্বারা মানুষের মৃত্যু হতে পারে।

ধন্যবাদ সবাইকে

DeviceName
AndroidRedmi not 10
Camera48MP 8MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@sabus
Sort:  
 10 months ago 

ধুতরা ফল আমরা ছোট থেকেই শুনে আসছি এগুলো অনেক বিষাক্ত ৷ তারপর শুনে আসছি এই ধুতরা ফুল ও ফল গুলো খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় ৷ যার জন্য আমরা ভয়ে এই গাছগুলো থেকে অনেক দুরেই থাকতাম ৷ তবে একটি জিনিস এই ধুতরা গাছ বিষাক্ত হলেও এর ব্যবহার করার নিয়ম রয়েছে ৷

তারপর আপনি বেশ সুন্দর ভাবে ধুতরা গাছের অপকারিতা ও উপকারিত দুটোই আমাদের মাঝে উপাস্থাপন করেছেন যেন আমরা খুব সহজেই বুঝতে পারি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

জি ভাই, এই গাছ অনেক বিষাক্ত। আমরা যদি এই গাছ সম্পর্কে সঠিক চিকিৎসা না জানি, তাহলে আমাদের সবার এই গাছ থেকে দূরে থাকাই ভালো।

Loading...
 10 months ago 

আগে ছোট বেলাতে এই ধুতরা দেখেছি আমি তবে এখন চোখে পরে না।

এই ধুতরা খেয়ে নাকি আমার এক মামা আর এক খালা একসাথে পাগলামি শুরু করেছিলো।পরে কারন খুজতে গিয়ে দেখে যেখাে খেলেছে সেখানে ধুতরা পরে আছে।

ভুলে যাওয়া স্মৃতি মনে পরে গেল আপনার এই ধুতরার ছবি দেখে।
ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইলো আপনার জন্য

 10 months ago 

জি আপু ধুতরা অনেক মারাত্মক একটি গাছ, এই গাছের ভুল চিকিৎসায় মানুষের বড় বড় বিপদ হতে পারে, তাই সাবধানে থাকাই আমাদের ভালো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 10 months ago 

আমার মা সব সময় একটা কথা বলতো,, এই ধুতরা গাছ থেকে দূরত্ব বজায় রাখবি। কারণ আমার বড় জেঠু এই ধুতরা গাছের ফল খেয়ে,, উনার মাথা নষ্ট হয়ে গেছিল। যার কারণে উনি নিজেই আত্মহত্যা করেছিলেন।

কিন্তু আজকে আপনি,,,,, ধুতরা গাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। যেটা পড়ে অনেক বেশি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 10 months ago 

জি আপু, ধুতরা গাছ আসলে একটি মারাত্মক গাছ।

ছোটো বেলাতে ধুতরা গাছ ফুল নিয়ে খেলার কারনে আম্মুর কাছে অনেক বকা খেয়েছি। সব সময় এই গাছের অপকারিতাই শুনেছি। আজ আপনার পোস্টটি পরে এর উপকারিতা সম্পর্কে অবগত হলাম।অনেক ধন্যবাদ এমন তথ্যপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

আমরা ছোটবেলায় অনেক কিছু, না জেনে করতাম, কিন্তু আমাদের মা-বাবা সেটা করতে দিত না। তারপর আমরা করতাম কারণ আমরা তো তখন বুঝতাম না।

 10 months ago 

এই ধুতরা ফুল দুই রকমের হয়ে থাকে যা আপনি উল্লেখ করেছেন। আমরাও দেখেছি, তবে যখন আমার ভাইয়ের পায়ে আঘাত লাগে তখন তার পায়ে অনেক ব্যথা অনুভব করে।

কবিরাজের কাছে নেওয়ার পর তারা এই ধুতরা ফুল গাছের পাতা সকাল বেলায় বেটি মালিশ করতে বলেছে এবং রাত্রিবেলায়। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে।

এছাড়াও আরব বেশ কিছু উপকারিতা উল্লেখ করেছেন যেমন শ্বাসকষ্ট। ধন্যবাদ জানাই এমন উপকারী ধুতরা ফুল গাছ নিয়ে প্রতিবেদন করার জন্য।

 10 months ago 

বাতের ব্যথার জন্য এই গাছ দুর্দান্ত কাজ করে থাকে।

 10 months ago 

আমাদের অঞ্চলে এর আরেকটা নাম আছে এই মূহুর্তে মনে পড়ছে না। তবে অনেক কিছু জানলাম এই ফুলটার সম্পর্কে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই ফুলের প্রয়োজনিয় তথ্য গুলো জানানোর জন্য।

 10 months ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 10 months ago 

@sabus আপনি ধুতুরা গাছের উপকারিতা ও অপকারিতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেছেন। আমি নিজেও এই গাছ এত বিষাক্ত তা জানতাম না।আজকে আপনার পোস্ট টি পড়ে জানতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 10 months ago 

ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 10 months ago 

@sabusভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56