পারিবারিক সমস্যা প্রতিটি পরিবারে রয়েছে

in Incredible Indialast month
pexels-photo-302083.jpegpexels

পারিবারিক সমস্যা নেই এমন পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি পরিবারে কোনো না কোনো বিষয় নিয়ে সমস্যা থাকবেই এটাই স্বাভাবিক। আমাদের পরিবারের যে সমস্যা নেই এরকম টা না আর থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু পরিবারে পারিবারিক সমস্যার জন্য অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায় যা মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়।

আপনারা অনেক মানুষকে দেখবেন রাগ উঠলে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না আর সেই রাগের জন্য অনেক সময় অনেক ক্ষতি করে থাকে। এমনও ঘটে থাকে অনেক সময় রাগের বসে নিজের স্ত্রীকেও তালাক দিয়ে দেয়। কিন্তু একটা সময় যাওয়ার পর সে বুঝতে পারে কতটা ভুল করেছে। আর তখন বুঝতে পেরেও অনেক সময় কিছু করার থাকে না।

pexels-photo-4259140.jpegpexels

আমাদের বাসার কিছুটা দূরেই দুইটা পরিবার ঠিক এরকম ভুলের জন্যই আজ নিঃস্ব হয়ে গেছে। আপনারা দেখেছেন কিনা জানিনা আমি এমন মানুষ দেখেছি যারা কিনা রাগের বশে নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এইতো কয়েকদিন আগেই বাসার পাশেই একটা পরিবারে ঝগড়া লাগে আর ঝগড়া লাগার এক পর্যায়ে তার ঘরের সকল জিনিস পত্র ভেঙ্গে শেষ করে দেয়।

শুধু জিনিস পত্র ভেঙ্গে শান্ত হয়নি, তার ঘরও ভেঙ্গে ফেলে। আসলে পারিবারিক সমস্যার জন্য যারা এরকম কাজ করে তারা আদৌ মানুষ কিনা আমার জানা নেই। পারিবারিক সমস্যা হবে আবার ঠিক হবে এটাই নিয়ম কিন্তু এই পারিবারিক সমস্যার জন্যই এরকম ক্ষতি করা কতটা সঠিক আমার জানা নেই।

pexels-photo-1595388.jpegpexels

আজকাল সময়ে পারিবারিক সমস্যার জন্য হাজারো পরিবারে বিচ্ছেদ ঘটছে। কারণ আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা খুবই কম রয়েছে। অনেক সময় ছোটখাটো সমস্যার জন্য আমরা অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে থাকি। বিশেষ করে পারিবারিক সমস্যার জন্য আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, যেটা আমাদের জীবনকে অনেক কিছু থেকে বঞ্চিত করে। তাই পারিবারিক সমস্যা হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না আর পারিবারিক সমস্যার জন্য এই রাগের জন্য অনেক দুর্ঘটনা করে ফেলে। আসলে রাগ এমন একটা জিনিস, যদি সেটা নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে মানুষ অনেক সময় অনেক বড় বড় ভুল করে থাকে আর যেটার জন্য সারা জীবন তাকে পস্তাতে হয়।

কমবেশি সকল মানুষের মধ্যে রাগ রয়েছে কিন্তু সবার রাগের ধরন একরকম না। অনেকই রাগ নিয়ন্ত্রণ করতে পারে আবার অনেকেই নিয়ন্ত্রণ করতে পারে না। আর যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা জীবনে অনেক বেশি ভুল করে থাকে। তাই রাগ কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে।

Sort:  
Loading...
 last month 

ধৈর্য্য শব্দটা ছোট হলেও এর ফল সবসময় মিষ্টি হয় যে কোন বিষয় যে যত ধৈর্য ধরতে পারে সে ততই সফল হয় একটি পরিবার মূল কারণ বিষন্ন হওয়ার কারণ ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব কথা কাটাকাটি সবার ভেতরে ধৈর্য কমে যাওয়া গুটি কয়েকটি সমস্যার মধ্য দিয়েই পরিবারের বিচ্ছিন্ন ঘটে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি পরিবার বিছিন্ন হওয়ার কারণ খুব ভালোভাবে আপনি আজকে আমাদের মাঝে তুলে ধরছেন ।

 last month 

ধৈর্য শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি।। অনেক সময় অনেক কারণে আমরা সমস্যার মধ্যে পড়ে থাকি আর ওই সময় ধৈর্য ধারণ করা উচিত এতে করে আমাদের সাথে ভালোটাই ঘটবে।

 last month 

শান্তিময় পরিবেশ ও শান্তিমায়ের ফ্যামিলি ঘুরতে চাইলে অবশ্যই ধৈর্য ধরার বিকল্প কোন রাস্তা নাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে সুন্দর একটি মন্তব্য করে দেবার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68773.73
ETH 2716.62
USDT 1.00
SBD 2.72