নেটওয়ার্ক পেয়েও যেন পাইনি

in Incredible India3 months ago

pexels-photo-7989140.jpegpixels

বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিটি বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ করা হয়েছে। এত করে আমরা অনেকটা আনন্দিত কারণ দীর্ঘ ছয় সাত দিন পর ইন্টারনেট পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। আর হ্যাঁ প্রতিটি বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকার জন্য অনেকেই এখনো নেটওয়ার্কের বাইরে রয়েছে। আগামী রবিবার ও সোমবারের মধ্যে সকল প্রকার ইন্টারনেট ব্যবস্থা চালু করে দেওয়া হবে এবং এর গতিবিধ ঠিক করবে‌ বলে জানা গেছে।

social-media-763731_1280.jpgpixabay

বর্তমান সময়ে ইন্টারনেট চললেও এটি খুবই ধীরগতিতে চলমান আছে এতে করে চালাতে অনেক সমস্যা হচ্ছে। বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক যা এখনও পর্যন্ত বন্ধ আছে যার ফলে আমরা অনেক তথ্য থেকে বঞ্চিত আছি। ইউটিউব চললেও জনপ্রিয় হচ্ছে ফেসবুক যার মাধ্যমে আমরা সবচাইতে বেশি খবরা খবর পেয়ে থাকি।

pexels-photo-267399.jpegpixels

আর যোগাযোগ ব্যবস্থার উন্নতম হাতিয়ার হচ্ছে ফেসবুক যার মাধ্যমে আমরা সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে থাকি। এখনো অনেক বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কারণ তাদের সাথে ফেসবুকে বেশি কথা হয়। দেখা যাক রবিবার অথবা সোমবার মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় কিনা সেই সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট কতটুকু বৃদ্ধি করে।

নেটওয়ার্ক পেয়েও যেন পাইনি এভাবে চালিয়ে যাচ্ছি। কিছু খবর দেখা গেল বেশিরভাগ খবর এখনো গোপনীয় ভাবেই রয়েছে। দেশের অনেক জায়গায় অনেক ভয়াবহ কর্মকান্ড হয়েছে যেগুলো নেটওয়ার্কের অভাবে এখনো গোপনীয় ভাবে রয়েছে। এছাড়াও বাংলাদেশে নরসিংদী, জেলখানা থেকে অনেক আসামি পালিয়েছে মানে জেলখানায় আগুন দেয়া হয়েছিল। আসামি পালানোর সাথে সাথে অনেক কাগজ পুড়িয়ে গেছে যার ফলে অনেক আসামি চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। যে আসামিগুলো পালিয়েছে এদেরকে ধরা বড়ই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তারপরও অনেক জনকে আটক করা হয়েছে।

বর্তমানে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে আছে সেটা আমরা কিছুটা আন্দাজ করতে পারছি। যখন পুরোপুরিভাবে সকল নেটওয়ার্ক চালু করা হবে তখনই সবকিছু দেখা যাবে বলে আমি মনে করি। যে কয়দিন নেটওয়ার্ক ছিল না অনেক কষ্টে দিনগুলো পার করেছি। পৃথিবীতে সবচেয়ে কষ্টকর একটি কাজ হল অপেক্ষা কারণ অপেক্ষার সময় অতিবাহিত হতে চায় না। আর এই কয়েকদিনে হাড়ে হাড়ে সেটা টের পেয়েছি।

ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়ার পরে এখন পর্যন্ত কারো সাথে অনলাইনে ভয়েসে কথা বলা হয়নি। যেভাবে নেট চলছে এই নেটওয়ার্ক দিয়ে কারো সাথে কথা বলা অসম্ভব। তারপরও কিছু সময় ইউটিউবে কিছু খবর দেখা যাচ্ছে কষ্ট হলেও কিছু করার নেই। আর হ্যাঁ এই আন্দোলনের ফলে বাংলাদেশে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে যেটা সরকারের কাছ থেকে শোনা। এখন সরকার যেমনটাই বলছে আমরা যেমনটাই শুনতে পাচ্ছি প্রকৃত অর্থে কি ঘটেছে বা কত অর্থ খরচ হয়েছে সেটা আমরা কেউই জানি না।

Sort:  
Loading...
 2 months ago 

ঠিকই বলেছেন, নেটওয়ার্ক পেয়েও যেন মনে মতো পাইনি এখনও। ব্রাউজিং করতে গেলে খুবই বিরক্ত লাগছে।যদিও আগের থেকে স্পিড ভালো পাচ্ছি এখন। আশা করি খুব দ্রুত সব আগের মতো হয়ে যাবে। আজ থেকে তো আবার মোবাইল ডাটাও চালু হয়ে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60140.96
ETH 2378.49
USDT 1.00
SBD 2.59