কোটা আন্দোলনের বর্তমান অবস্থা
বর্তমান সময়ে বাংলাদেশে চলছে কোটা আন্দোলনের বিক্ষোভ যেখানে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করছে। আর এই আন্দোলন করতে যেয়ে অনেকেই আহত হচ্ছে আবার অনেকেই নিহত। নারী-পুরুষ সবাইকে একা দ্বারে মারধরও করা হচ্ছে দেখে বুকটা কেঁপে ওঠে। এই স্বাধীন দেশে অস্বাধীন কাজ চলছে, শিক্ষার্থীদের আর্তনাদ শুনলে কষ্টে বুকটা ফেটে যায়। জানিনা এর শেষ কোথায় অপেক্ষায় আছি একটা সুখবর শোনার হয়তো অনেকেই এই যুদ্ধে চির বিদায় নিয়ে চলে যাবে।
সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই, দেখা যাচ্ছে আন্দোলনের মিছিল নারী পুরুষ একত্র হয়ে সেই আন্দোলন করছে। আমার অনেক বন্ধু শামিল হয়েছে এই আন্দোলনে আবার অনেকে না আবার অনেকেই ভয়ে বাসায় চলে এসে। এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের পাওনা পাবে কি না সেটা অনিশ্চিত তারপরও আন্দোলন করে যাচ্ছে।
আমি শুয়ে থেকে ফোন দেখতে ছিলাম হঠাৎ এক বন্ধু ফোন করে,, সে রংপুর রোকেয়া ভার্সিটিতে পড়াশোনা করে। আর ফোন করে বলতেছে বন্ধু অবস্থা খুব বেশি ভালো না আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একটা ভাই কিছুক্ষণ আগেই না ফেরার দেশে চলে গেল পুলিশের গুলিতে। শুনে এত বেশি কষ্ট হচ্ছিল যেটা বলে বোঝানোর মতো না। আবার অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এছাড়াও ঢাকা ভার্সিটি আমার এক বন্ধুর সাথে কথা বললাম সে বলল পরিস্থিতি অনেক খারাপ।
আমার একটা বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে গতকাল রাতে হঠাৎ করেই তাদের ভার্সিটিতে কিছু ছেলেপেলে ঢুকে অনেক জনকে মারধর করে এতে করে অনেকেই হসপিটালেও ভর্তি করেছেন। আমারও ইচ্ছা এই আন্দোলনে শামিল হওয়ার কারণ বর্তমানে যে অবস্থা এতে করে কোন মেধাবী ভাই বোনেরা কোন চাকরির সুযোগ পাচ্ছে না। যাদের কোটা আছে তারাই চাকরি পাচ্ছে আর মেধাবি ছাত্র ছাত্রীরা অবহেলিত হয়ে পড়ে আছে। যোগ্যতা অনুসারে চাকরি না পেলে এটা সত্যি লজ্জা জনক। কারণ এতে করে মেধাবী ছাত্র-ছাত্রীদের অপমান করা হচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করার পরও কোন সুযোগ পাচ্ছে না। শুধু কোটা যুক্ত যারা রয়েছে তারাই পারছে এটা কি মেনে নেওয়া যায়।
সরকার চাইলে এর সমাধান করতে পারে কিন্তু কেন করছে এটা আমার জানা নেই। সবকিছুরই নিয়ম আছে হয়তো সরকার তার নিয়মই চলছে এতে আমাদের আন্দোলন করে কতটুকু লাভ হবে সেটা জানি না। বর্তমান সময়ে পরিস্থিতি অনেক ভয়াবহ যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখতে পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এত মারামারি হানাহানি না করে সরকার যদি সুস্থ একটা কথা বলে এক কথাতেই সবকিছু থেমে যায়। এখন দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় আরো কতজন শিক্ষার্থী মৃত্যুবরণ করে।
সকল ছবি ফেসবুক থেকে নেওয়া |
---|
কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলন চলছে, কিছু সংখ্যক মানুষ ব্যতীত সবাই এই আন্দোলনের সমর্থন করেছে, গত দুইদিন আন্দোলনকারীদের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়েছে, এতে আমাদের শিক্ষাঙ্গন কলঙ্কিত হয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না, তারা নিরপরাধ শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদের তীব্র প্রতিবাদ জানাই। ধন্যবাদ কোটা আন্দোলন আমাদের সামনে শেয়ার করার জন্য।
পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করছে, মনে হচ্ছে যে এদেশে আবারো একাত্তরের সেই যুদ্ধ লেগে গিয়েছে।
মেধাবী ছাত্ররা রাস্তায় নেমে এসেছে এটা যেমন অন্য দেশের মানুষের দ্বিধা করছে সরকারের তেমনিভাবে আমাদের অর্থনীতি পিছিয়ে পড়ছে।
যদি দ্রুত এর শুরহা না হয় তাহলে বিষয়টা ধীরে ধীরে আরো খারাপের পর্যায়ে চলে যাবে।