জীবনে অভিজ্ঞতার অনেক মূল্য
pexels |
---|
জীবনে উচ্চশিক্ষিত হলেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হওয়া যায় না। আর অভিজ্ঞতা মানুষ, একদিনে অর্জন করতে পারে না সেটা ধীরে ধীরে অর্জন করতে হয়। সাধারণত কোন বিষয়ের উপর পূর্বের জ্ঞান ও ধারণা থাকাই হচ্ছে অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কারণ বর্তমান সময়ে অভিজ্ঞ সম্পূর্ণ মানুষের অনেক মূল্য। আর অভিজ্ঞ থাকলে একজন মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে শুধুমাত্র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।
পৃথিবীতে কোন মানুষ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না। সে জন্মের পর আস্তে আস্তে পর্যায়ক্রমে অভিজ্ঞতা অর্জন করতে থাকে। অভিজ্ঞতা যে সবসময় ভালো হবে এমনটা না, জীবনে খারাপ অভিজ্ঞতাও হতে পারে। অভিজ্ঞতা ভালো কিংবা খারাপ দুটারই প্রয়োজন আছে। আর দুটার মাধ্যমেই আমরা জীবন পরিচালনা করতে পারি।। ভালো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনকে ভালো জায়গা নিয়ে যাব আর খারাপ অভিজ্ঞতা থেকে জীবনে শিক্ষা অর্জন করতে পারব। আর এই জন্য জীবনে খারাপ অভিজ্ঞতারও প্রয়োজন আছে।
pexels |
---|
জীবনে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি, আর এই অভিজ্ঞতা জীবনের দক্ষতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। যেকোনো ক্ষেত্রেই একজন অভিজ্ঞ মানুষ যেভাবে কাজ করতে পারবে, একজন অভিজ্ঞতা ব্যক্তি কখনই সেভাবে কাজ করতে পারবে না। আর এই জন্য অভিজ্ঞ মানুষের মূল্য সব সময় বেশি থাকে।
যেকোনো কাজেই পূর্বের অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি সাহায্য করে থাকে কারণ অভিজ্ঞতা থাকার জন্য আমরা সেই কাজটা খুব সহজে করতে পারি। আর এই জন্য অনেক সময় আমাদেরকে লাভ ক্ষতি হিসাব না করে অভিজ্ঞতা অর্জনের জন্য কাজ করা উচিত।
pexels |
---|
আমরা অনেক সময় অনেক মানুষকে দেখে থাকি অনেক দোকান বা যেকোন কর্মস্থলে কাজ করে কিন্তু তার বিনিময়ে কোন বেতন বা মজুরি পাইনা আর পেলেও খুবই সীমিত। কারণ সেই কাজে তার অভিজ্ঞতা নেই আর অভিজ্ঞতা অর্জনের জন্য সেখানে কাজ করে থাকে আর সে যদি পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারে। তখন তার বেতন বা মজুরি বেশি ধরা হবে এবং সব জায়গায় তার মূল্য থাকবে।
আপনারা দেখেছেন কিনা জানিনা? আমাদের এখানে অনেক দোকানে ছোট ছোট বাচ্চা কাজ করে থাকে, তাদের বয়স ১২ থেকে ১৪ আবার এর চাইতে বেশি। আমি একদিন তাদের সাথে কথা বলেছিলাম তাদের মজুরি কত টাকা? তখন তারা বলে আমাদের কোন মজুরি নেই আমরা এখানে কাজ শিখছি। শুধুমাত্র খাবারের জন্য কিছু টাকা দেয় আমরা এখানে কাজ শেখার জন্য আছি আর কাজ শেখা হলে তখন আমাদের মজুরি ধরবে।
আবার অনেক ব্যক্তি রয়েছে তারা অভিজ্ঞতা অর্জন করতে চাই না। শুধুমাত্র কর্ম খুঁজে থাকে আর এই মানুষগুলো কর্ম খুঁজে না পাওয়ার ফলে হতাশা গ্রস্থ হয়ে যায়। আর যদি এই ব্যক্তিগুলো অভিজ্ঞতা সম্পন্ন হতো তাহলে সব জায়গায় তাদের মূল্য থাকতো। আর এই জন্যেই বলা হয়ে থাকে অভিজ্ঞতার মূল্য সব সময় বেশি।
ভাই আপনার লেখার শীর্ষকটা দেখেই আমি আপনার পোস্টটি ওপেন করেছি। আর একটা বিষয় উপলব্ধি করতে পারলাম যে একটা লেখার শীর্ষক ও লেখা পরিদর্শনের আকর্ষণ বৃদ্ধি করতে পারে।
আমিও এটা বিশ্বাস করি যে শুধুমাত্র একাডেমিক সনদ অর্জন করলেই অভিজ্ঞতা অর্জন করা যায় না। অভিজ্ঞতা গুলো আসলে আসে পরিস্থিতির হাত ধরে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশংসার সাথে কমেন্ট করার জন্য।। আর হ্যাঁ একজন মানুষ উচ্চশিক্ষিত হলেই অভিজ্ঞতা অর্জন করতে পারে না।
অভিজ্ঞতা মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত একটি শব্দ,বিশেষ করে চাকুরীজীবনে প্রবেশের সময় এই অভিজ্ঞতা নিয়ে অনেক বিপত্তি ঘটে। কাজ করতে করতেই মানুষ অভিজ্ঞ হয়, পাশাপাশি বয়সের ও ব্যাপার থাকে। অনেক সুন্দর একটি টপিক নিয়ে এত সুন্দর ব্লগ উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি অনেক সময় দেখেছি চাকরির ক্ষেত্রে মানুষকে জিজ্ঞেস করা হয় আপনার অভিজ্ঞতা কি আগে কথায় চাকরি করেছেন কি সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
আমি মনে করি একটা মানুষ তার কাজের প্রতি যতটা অভিজ্ঞতা থাকে। সেই অনুযায়ী তার স্যালারি নির্ভর করে। প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যেখানে একটা মানুষের কোন কাজের প্রতি অভিজ্ঞতা থাকে। তখন কিন্তু তার চাকরি পেতে তেমন একটা সমস্যা হয় না। তাই মানুষের জীবনে অভিজ্ঞতাটা খুব বেশি প্রয়োজন।
আমরা সর্বদাই চেষ্টা করি ভালো কোন কাজ করার জন্য। তার জন্য অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম এবং চেষ্টার প্রয়োজন। আপনার জীবনে যদি আপনি কোন কাজের প্রতি দক্ষ অভিজ্ঞ হয়ে ওঠেন। তাহলে সেই কাজ আপনাকে আপনার সাফল্যের দুয়ারে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই কাজের প্রতি মনোযোগী হয়ে কোন কাজ ভালোভাবে শিখে অভিজ্ঞ হয়ে উঠুন। দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হবে, ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।
এটা একদম সঠিক বলেছেন অভিজ্ঞতার উপর অনেক সময় একজন মানুষের বেতন নির্ধারণ করা হয়।। এছাড়াও অভিজ্ঞতা থাকলে চাকরি খুব সহজে পাওয়া যায় বললেই চলে।। আর দক্ষ থাকলে যেকোনো কাজ করতেও সহজ মনে হয়।।
যে কোন কাজের প্রতি আপনার অভিজ্ঞতা যত বেশি সেই কাজ করতে আপনার কাছে যেমন সহজ মনে হবে। ঠিক তেমনি যে কোন মানুষ আপনাকে সেই কাজে দক্ষতা দেখে তাড়াতাড়ি চাকরি দিতে সক্ষম হবে। তাই জীবনে ভালো থাকার জন্য অভিজ্ঞতা খুবই প্রয়োজন। অভিজ্ঞ মানুষ যে কোন জায়গায় টিকে থাকতে পারে বহুদিন।
বর্তমান সময়ে যেকোনো ক্ষেত্রেই মানুষ অভিজ্ঞতা জানতে চায়। আর অভিজ্ঞতা থাকলেই তার ভালো ভালো জায়গায় নিয়োজিত হতে পারে।। তাই প্রতিটা মানুষের অভিজ্ঞতা অর্জন করা জরুরী।।