অতিরিক্ত গরম আর সহ্য হচ্ছে না

in Incredible India6 days ago
watching-fire-hot-warm-1019472.jpegpexels

বর্তমানে আমাদের এখানে এত বেশি গরম পড়েছে যে সহ্য করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। জানিনা প্রতিটি জায়গায় এরকম গরম আছে কিনা কিন্তু এই গরমে বৃদ্ধ মানুষ ও ছোট বাচ্চাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। অনেকটা অপ্রত্যাশিত গরম পড়েছে। ্ যেটা মেনে নেওয়া অনেকটা কষ্টকর। কিন্তু কিছু করার নেই সৃষ্টিকর্তা যখন যেরকম আবহাওয়া দিবে সেভাবেই আমাদের চলতে হবে। আর হ্যাঁ যত গরম পরুক না কেন মানুষের কর্ম কিন্তু থেমে নেই সবাই যার যার কর্মে ব্যস্ত।

pexels-photo-3367850.jpegpexels

এরকম গরম কিছুদিন থাকলে মানুষ অনেক বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে আবার অনেকেই অসুস্থ হচ্ছে। বেশ কিছুদিন হয় বৃষ্টির কোন দেখা নেই আর রোদের তাপমাত্রা যেন দিন দিন বেড়েই যাওয়া যাচ্ছে ।। আর অতিরিক্ত গরম থাকার করণে ফোন ব্যবহার করাও কষ্টকর হয়ে গেছে। আমি আমার ফোন একটানা এক ঘন্টা ব্যবহার করতে পারছি না এত বেশি গরম হচ্ছে ।

অতিরিক্ত গরম থাকার ফলে ফ্যানের বাতাসও গরম লাগে তাই রুমের ভিতর থাকাও যায় না। আর এই ফোন ব্যবহার করতে না পারায় কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। কারণ দিনের বেলায় অনলাইনে তেমন কাজ করতে পারছি না সন্ধ্যার পর থেকে বেশ কিছুটা সময় নিয়ে মোবাইলের কাজ করতে হচ্ছে।

pexels-photo-2825347.jpegpexels

সারাদিন কাজ না করার ফলে সন্ধ্যার দিকে চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় সবার একই অবস্থা, সৃষ্টিকর্তা আমাদেরকে অনেকভাবেই পরীক্ষা নিয়ে থাকেন হয়তো এখন অতিরিক্ত গরম দিয়ে পরীক্ষা নিচ্ছে। এই সময় সাধারণত প্রতিবছরই গরম থাকে। আর আমরা মানুষ এতটা সুবিধাবাদী হয়ে গেছি আমাদের যেমনটা প্রয়োজন তেমনটাই চাই কিন্তু আমরা চাইলেও তেমনটা পাইনা।

যখন অতিরিক্ত বৃষ্টি থাকে তখন আমরা রোদের খোঁজ করি আর যখন অতিরিক্ত রদ থাকে তখন আমরা বৃষ্টির খোঁজ করি আর এভাবেই চেয়ে থাকি। কিন্তু আমরা চাইলেই কি আমাদের মনের মত সবকিছু পাই কখনোই না। সৃষ্টিকর্তা যখন যেরকম দিচ্ছে আমাদেরকে সেভাবেই মেনে নিতে হচ্ছে আর নিতে হবে।

একটা কথা না বললেই নয়, অতিরিক্ত গরম পড়লেও বিদ্যুতের তেমন সমস্যা হচ্ছে না আমাদের এখানে। দিনের বেলাও তেমন বিদ্যুৎ যাচ্ছে না সেইসাথে রাতেও,, এক দুই বার গেলেও খুব দ্রুত চলে আসছে এটি সত্যি প্রশংসনীয়। এইতো কিছুদিন আগে রাতে অনেক বেশি বিদ্যুৎ জ্বালাতন করতো কিন্তু বর্তমান সময়ে করেনা এটা আমাদের জন্য অনেকটা ভালো।

শুনতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কথা শুনলে অনেকটা শান্তি পাই যদি আমাদের এখানে হত কতই না ভালো হতো। আর হ্যাঁ এই গরম যদি আর বেশি দিন থাকে তাহলে কৃষকেরও অনেক ক্ষতি হয়ে যাবে কারণ ফসল অনেকটা নষ্ট হওয়ার মুখে। যত পানি দেওয়া হোক না কেন সৃষ্টিকর্তা পানির মত হচ্ছে না।

Sort:  
Loading...
 6 days ago 

এখন বর্তমানে প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে। তার কারণে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে এখন বর্তমানে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের স্বাভাবিকভাবে জীবন যাপন করতে কষ্ট হচ্ছে। আপনার সুন্দর লেখাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

একদম ঠিক কথা বলেছেন। এত পরিমাণে গরম পড়ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। শরৎকালে যে এত গরম পরে সেটা সত্যিই অবাক লাগছে। ঘরেতে গরমের জন্য টেকা অসম্ভব হয়ে যাচ্ছে। বাইরে তো বেরোনই যাচ্ছেনা।

 2 days ago 

বাংলাদেশে কয়েকদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর এর পরেই আবারো গরম শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের আবহাওয়া কখন কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা বোঝা বড়ই মুশকিল।

আর একদম ঠিক বলেছেন এমন গরম পড়লে মানুষ অসুস্থ হয়ে পড়বে আর এটাই স্বাভাবিক ঠান্ডা গরমের ভেতরে মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89